খেলা KKR News: কেকেআরের তালিকা থেকে দেদার নাম ছাঁটাই, কোটি কোটি টাকা বাঁচল শাহরুখের টিমের, টাকা-পয়সার হিসেব নিয়ে রইল লেটেস্ট আপডেট Gallery November 1, 2024 Bangla Digital Desk KKR News: আইপিএল ২০২৫-র মেগা নিলামের আগে খেতাব রক্ষার লড়াইতে নামে কেকেআর বেছে নিয়েছে কোন ক্রিকেটাররা সামনের মরশুমেও কেকেআর খেলাবে৷ এই তালিকায় রয়েছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। এই ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে কেকেআর সবচেয়ে বেশি টাকা দিয়ে রিটেন করেছে রিঙ্কু সিংকে৷ তার মাইনে ১৩ কোটি টাকা৷ তারপর দ্বিতীয় সর্বোচ্চ টাকার চুক্তি হয়েছে বরুণ চক্রবর্তীর সঙ্গে৷ তাঁর চুক্তির অঙ্কের পরিমাণ ১২ কোটি টাকা৷ সুনীল নারিন , আন্দ্রে রাসেলকেও রিটেন করা হল ১২ কোটি টাকাতেই৷ হর্ষিত রাণা ও রমনদীপ সিং দুজনেই আনক্যাপড প্লেয়ার হিসেবে ৪ কোটি টাকাতেই রিটেন হয়েছে৷ এদিকে কেকেআর ১৭ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে৷ তালিকায় শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক আছে সেটা তো সকলেরই জানা, এছাড়াও আছেন বহু ক্রিকেটার৷ নামগুলি হল নীতিশ রানা, অনুকূল রয়, বৈভব অরোরা,সুয়েশ শর্মা, রহমানুল্লা গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, মুজিব রহমান, শেরফানে রাদারফোর্ড, গাস অ্যাটকিনসন, মণীশ পান্ডে, কেএস ভারত, চেতন শাকারিয়া, অংক্রিশ রঘুবংশী, শাকিব হুসেন ৷ এবার দেখে নিন প্রতিটা ক্রিকেটারকে ছেড়ে দিয়ে কত কোটি কোটি টাকা বাঁচাতে পারল কেকেআর৷ শ্রেয়স আইয়ারকে ছেড়ে কেকেআরের পার্সে ফিরল ১২,২৫,০০,০০০ টাকা৷ নীতিশ রানাকে ছেড়ে দিয়ে টাকা বাঁচল ৮ কোটি টাকা৷ অনুকূল রয়, সুয়েশ শর্মা এই দুই ক্রিকেটারই ২০ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ ছিলেন ফলে এতে বাঁচল ৪০ লক্ষ টাকা৷ ৫০ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ ছিল রহমানুল্লা গুরবাজ, মণীশ পান্ডে , কেএস ভরত, চেতন শাকারিয়া, কেএস ভরত৷ এঁদের টাকাগুলিও মেগা নিলামের আগে কেকেআরে ফিরল ৷ ২০ লক্ষ টাকা ছিলেন অংক্রিশ রঘুবংশী এবং শাকিব হুসেন, এঁদেরও ছেড়ে দেওয়া হয়েছে৷ বৈভব অরোরা পেতেন ৬০ লক্ষ টাকা, ভারতীয় এই বোলারকেও রাখল না কেকেআর৷ নাইটরা ছেড়ে দিল জেসন রয়কেও৷ আট কোটি টাকা ফিরল পার্সে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়ায়৷ ছাড়া হল বিদেশি স্লটের বোলার মুজিব রহমানকে তাকে কেকেআর কিনেছিল এক কোটি টাকায়৷ শেরফানে রাদারফোর্ড ক্যারিবিয়ান ব্যাটারকে রাখতে কেকেআর দিয়েছিসল ১.৫ কোটি টাকা৷ তাঁকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট৷ ১ কোটি টাকা মূল্যের বিদেশি বোলার গাস আটকিনসনকেও ছেড়ে দেওয়া হল৷