মৃত তরুণ-তরুণীর নাম কনামিকা নার্জারি, বছর ১৯ এবং দীপিত দে, বছর ২২। নিহত তরুণী। দুজনেই পড়ুয়া বলে জানা গিয়েছে। এর মধ্যে দীপিত গুয়াহাটি কমার্স কলেজের ছাত্র, এবং কনামিকা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

Diwali- Road Accident: নতুন গাড়ি নিয়ে বেরোতেই ভয়াবহ দুর্ঘটনা! দুই স্করপিওর সংঘর্ষে মৃত্যু তরুণ-তরুণীর, পরিবারে হাহাকার

গুয়াহাটি: তিন দিন আগেই কেনা হয়েছিল নতুন গাড়িটি। তার পরে আলোর উৎসবের রাত বন্ধুদের নিয়ে দুই তরুণী এবং এক তরুণ ঘুরতে বেরিয়েছিলেন। কিন্তু দীপাবলির রাতেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। প্রতীকী ছবি। প্রতীকী ছবি।
গুয়াহাটি: তিন দিন আগেই কেনা হয়েছিল নতুন গাড়িটি। তার পরে আলোর উৎসবের রাত বন্ধুদের নিয়ে দুই তরুণী এবং এক তরুণ ঘুরতে বেরিয়েছিলেন। কিন্তু দীপাবলির রাতেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। প্রতীকী ছবি। প্রতীকী ছবি।
বৃহস্পতিবার মাঝরাতে অসমের গুয়াহাটিতে দুটি স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, আর তাতেই প্রাণ যায় দুই তরুণ-তরুণীর। আহত অন্য এক তরুণী।
বৃহস্পতিবার মাঝরাতে অসমের গুয়াহাটিতে দুটি স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, আর তাতেই প্রাণ যায় দুই তরুণ-তরুণীর। আহত অন্য এক তরুণী।
মৃত তরুণ-তরুণীর নাম কনামিকা নার্জারি, বছর ১৯ এবং দীপিত দে, বছর ২২। নিহত তরুণী। দুজনেই পড়ুয়া বলে জানা গিয়েছে। এর মধ্যে দীপিত গুয়াহাটি কমার্স কলেজের ছাত্র, এবং কনামিকা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
মৃত তরুণ-তরুণীর নাম কনামিকা নার্জারি, বছর ১৯ এবং দীপিত দে, বছর ২২। নিহত তরুণী। দুজনেই পড়ুয়া বলে জানা গিয়েছে। এর মধ্যে দীপিত গুয়াহাটি কমার্স কলেজের ছাত্র, এবং কনামিকা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
দুটো স্করপিওয়ই সেই সময়ে প্রচণ্ড গতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে একটি গাড়ি রেলিং ভেঙে উপরে উঠে যায়। সম্পূর্ণ দুমড়েমুছরে গিয়েছিল দুটো গাড়ি।
দুটো স্করপিওয়ই সেই সময়ে প্রচণ্ড গতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে একটি গাড়ি রেলিং ভেঙে উপরে উঠে যায়। সম্পূর্ণ দুমড়েমুছরে গিয়েছিল দুটো গাড়ি।
দুর্ঘটনায় আহত হন আরও এক তরুণী নেহা বসুমতী। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
দুর্ঘটনায় আহত হন আরও এক তরুণী নেহা বসুমতী। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।