Tag Archives: Accident News

Accident death: মেলা থেকে ফেরার পথে গাড়ির ধাক্কা! অর্ধেক হয়ে গেল স্কুটি, মৃত দুই তরুণী, দেখুন শিউরে ওঠার মতো ভিডিও

ভোপাল: গণেশপুজো উপলক্ষে মেলা বসেছিল, সেই মেলাতেই ঘুরতে গিয়েছিলেন দুই তরুণী। কিন্তু মেলা দেখে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা একটি বিএমডব্লিউ-র ধাক্কায় বেঘোরে প্রাণ গেল দুই তরুণী।

রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। মৃত দুই মহিলার নাম দীক্ষা জাদন এবং লক্ষ্মী তোমর, দুজনের বয়সই ২৫-এর কাছাকাছি। অভিযোগ ঘাতক গাড়িটি প্রচণ্ড গতিতে বেপরোয়া ভাবে চলছিল এবং ভুল দিক দিয়ে যাচ্ছিল, যার ফলে মুখোমুখি ধাক্কা লাগে স্কুটির সঙ্গে।

আরও পড়ুন: কী মর্মান্তিক! আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের

দুর্ঘটনার অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে স্কুটিটি দুই ভাগ হয়ে যায়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ছিটকে যান দুই তরুণী। দুজনকে উদ্ধার করে হসপাতালে পাটানো হলেও তাঁদের বাঁচানো যায়নি। ঘটনার পরেই ভাইরাল হয়েছে গাড়িটির স্কুটিতে ধাক্কা মারার ভয়ঙ্কর ভিডিও। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস! রাজ্যের চার জেলাকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটির চালক তখন পালিয়ে গেলেও পুলিশল তার খোঁজ শুরু করে। পরে গজেন্দ্র প্রতাপ সিং নামের ২৮ বছর বয়সি, গাড়িটির চালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

জাতীয় সড়কে দুর্ঘটনা! চরম বিপদে লরির চালক, দেখুন ভিডিও

শহরের ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ লরির মধ্যেই আটকে থাকতে হল চালককে। এমনভাবে বেকায়দায় লরির চালক আটকে পড়েছিল যে কোনওভাবেই বেরনো সম্ভব হচ্ছিল না। বেশ কিছুক্ষণ আটকে থাকা অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় লরির ওই চালককে।

Tragic Death of Boy: মর্মান্তিক! পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনা, হাসপাতালে গিয়ে যা ঘটল, অকল্পনীয়! বাঁচানো গেল না ছোট্ট ছেলেকে

দক্ষিণ দিনাজপুর: শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল নয় বছরের নাবালকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালকের বাড়ি বালুরঘাটের রঘুনাথপুরে।

ওই নাবালক পরিবারের লোকেদের সঙ্গে পতিরাম শিবমন্দিরে জল ঢালতে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে একটি টোটো এসে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় ওই নাবালক। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর ওই বালককে উদ্ধার করে আনা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। অভিযোগ, জখম নাবালককে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হলেও দু’ঘণ্টা ধরে চিকিৎসক আসেননি। ফলে মৃত্যু হয় ওই নাবালকের।

আরও পড়ুন: মাকড়সার জালে ঘর ভর্তি! কোনও টাকা লাগবে না, কেবল রান্নাঘরের জিনিসেই পুরোপুরি উধাও হবে জঞ্জাল! আজই জেনে নিন চট করে

এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, “রোগীর অবস্থা খারাপ ছিল। তবে দায়িত্বে থাকা চিকিৎসক দেরিতে এসেছিলেন। তিনি অভিযোগ পেয়েছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে দেখা হবে।”

অবশেষে মৃত্যুর প্রায় ঘণ্টা তিনেক পর হাসপাতাল ঘোষণা করে। এরই প্রতিবাদে সার্জিক্যাল ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা-সহ বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

সুস্মিতা গোস্বামী

Dakshin Dinajpur News: মর্মান্তিক! বাড়ি ফেরা হল না বাড়ি! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩১-এর যুবক

দক্ষিণ দিনাজপুর: ট্র্যাক্টর উল্টে মৃত এক যুবক। পুলিশ সূত্রে জানা যায়,  মৃত ওই যুবকের নাম সন্তোষ রায়। বয়স ৩১।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের জোরদিঘি এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার বালি বোঝাই করে ট্র্যাক্টরটি নির্দিষ্ট জায়গায় বালি ফেলে দেওয়ার পর রাস্তায় রাখা পাথরের টুকরোর উপরে  উঠে যাওয়ার পরেই ঘটনাস্থলেই উল্টে যায়। পাশাপাশি ট্র্যাক্টরের সঙ্গে উল্টে যায় ট্রলিটিও। সেই ট্রাক্টরের ট্রলির নীচে চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পরেই কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। বংশীহারী থানার পুলিশ এদিন দুপুর নাগাদ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুস্মিতা গোস্বামী

Accident: ভোররাতে ভয়ঙ্কর কাণ্ড! চারিদিকে রক্ত! গাড়ির তলায় ২ পথচারীকে পিষে দিল নাবালক, গ্রেফতার অভিযুক্তের বাবা

পুণে: মদ্যপ অবস্থায় বিলাসবহুল পোর্শে চালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে গাড়ির তলায় পিষে দেওয়ার অভিযোগ উঠল এক ১৭ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। রবিবার পুণের কল্যাণী নগর এলাকায় এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘাতক গাড়িটির চালকের আসনে থাকা কিশোরের বাবার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হতেই তিনি ফেরার হয়ে যান। তবে এক পুলিশ অফিসার জানিয়েছেন যে, মহারাষ্ট্রের সামভাজিনগর থেকে গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। খুব শীঘ্রই তাঁকে পুণেতে আনা হবে।

সোমবার পুলিশ দাবি করেছে, ১৭ বছর বয়সী ওই নাবালক একজন রিয়েল এস্টেট ডেভেলপারের পুত্র। দুর্ঘটনা ঘটানোর সময় মদ্যপ অবস্থায় ছিল সে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মোটর ভেহিকেলস আইনের ৩০৪ ধারায় মামলা করা হয়েছে। পুণে পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন যে, পুলিশ এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (অপরাধমূলক হত্যাকাণ্ড) ধারায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুধু তা-ই নয়, আমরা অভিযুক্তের বাবার বিরুদ্ধে জ্যুভেনাইল জাস্টিস আইনের আওতায় ৭৫ (শিশুর প্রতি নিষ্ঠুরতার জন্য শাস্তি) এবং ৭৭ (কোনও এক শিশুকে মাদক অথবা নার্কোটিক ড্রাগ অথবা সাইকোট্রপিক সামগ্রী দেওয়ার জন্য শাস্তি) ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন-চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

রবিবার ভোর ৩টে ১৫ মিনিট নাগাদ একদল বন্ধু পার্টি করে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কল্যাণী নগর জংশনের কাছে বেপরোয়া ভাবে দ্রুত গতিতে ছুটে আসা একটি বিলাসবহুল গাড়ি ধাক্কা মারে মোটরবাইক আরোহীদের। আর ওই দুর্ঘটনায় প্রাণ হারান দুই বাইক আরোহী আনিস অওয়াধিয়া এবং অশ্বিনী কোস্টা।মৃত অশ্বিনী কোস্টা মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। ফলে অশ্বিনীর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে তাঁর বাসভবনেই। বছর পঁচিশের ওই তরুণীর পরিবারের তরফে জানানো হয়েছে যে, বিচার পাওয়ার জন্য তারা যে কোনও লড়াই লড়তে প্রস্তুত।

আরও পড়ুন-বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত…! ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা! টানা ৩ দিন ভারী বৃষ্টি-ঝড়-বজ্রপাতে ফালাফালা উত্তর ভারত, কী হবে বাংলায়?

অশ্বিনীর এক আত্মীয় বলেন, অভিযুক্ত ১৫ ঘণ্টার মধ্যে জামিন পেয়ে যাবে, “এটা অত্যন্ত নিন্দনীয়। তার এবং তার মা-বাবার বিরুদ্ধে তদন্ত হোক। অশ্বিনীর শেষকৃত্য হয়ে গেলে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারব। আর আমরা চাই যাতে ওর জামিন নামঞ্জুর হয়ে যায়। ওর পুলিশ হেফাজতে থাকা উচিত। ওই নাবালকের কারণে একজন নির্দোষ নিরীহ মেয়ের মৃত্যু হয়েছে।” পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অশ্বিনী গত ২ বছর ধরে পুণেতে থাকছিলেন। গত বছর চাকরি পরিবর্তন করে তিনি জনসন কন্ট্রোলস কোম্পানিতে যোগ দিয়েছিলেন। অশ্বিনীর বাবা সুরেশ কুমার কোস্টা মহারাষ্ট্রের ইলেকট্রিসিটি বিভাগের অফিস অ্যাসিস্ট্যান্ট। অশ্বিনীর এক ভাই সম্প্রীত কোস্টাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বেঙ্গালুরুতে থাকেন।

Duttapukur Accident: দত্তপুকুরে উল্টে গেল বালি বোঝাই লরি! একাধিক ব্যক্তির আটকে থাকার আশঙ্কা! চলছে উদ্ধার কাজ

উত্তর ২৪ পরগনা: ব্যস্ত সময়ে দত্তপুকুর স্টেশন সংলগ্ন এক নম্বর রেলগেট এলাকায় বালি বোঝাই লরি পাল্টি খেয়ে বিপত্তি। লরির নিচে একাধিক ব্যক্তির চাপা পড়ে থাকার আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা যায় পাইপ লাইনের কাজের সুবাদে রাস্তার ওই অংশে কিছুদিন আগেই মাটি খোঁড়া হয়েছিল। পরবর্তীতে মাটি চাপা দিয়ে দিলেও কয়েকদিনের বৃষ্টিতে তা অনেকটাই বসে যায়। এমন পরিস্থিতিতে ভারী বালি বোঝাই লরিটির চাকা রাস্তার ধারের ওই অংশে যেতেই বসে যায়।

একদিকে হেলে পড়ে বালি বোঝাই লরিটি। সেই সময়ের প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একজন সাইকেল আরোহী সহ আরও দুজন ব্যক্তি লরির নিচে আটকে পড়েছে বলেই আশঙ্কা। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, তীব্র যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ সহ ক্রেন ও জেসিবি। লরিটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফে। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়। খবর দিয়ে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সেও।

আরও পড়ুন: কলা পাকা না কাঁচা খাওয়া ভাল? ডায়াবেটিসে কোন কলা খাবেন? জানুন বিশেষজ্ঞের মত

আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ। প্রায় বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ায়, আটকে পড়া ব্যক্তিদের প্রাণের ঝুঁকিও তৈরি হয়েছে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে এর আগেও এমন ঘটনার ঘটেছে ওই এলাকায়। ওভারলোডিং গাড়ি পুলিশি দৌরাত্ম এড়াতেই বহু সময় মেন রোড ছেড়ে বাইপাস রোড ব্যবহার করে থাকে। এদিনও বালি বোঝাই লরিটি এই রাস্তা ব্যবহার করেই অন্যত্র যাচ্ছিল কিনা তা তদন্ত করে দেখার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। এখনও পর্যন্ত আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা যায়নি বলেই জানা গিয়েছে। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Rudra Narayan Roy

Accident: গাড়িতে তখন সবাই গল্পে মশগুল, হঠাৎ ভয়াবহ ঘটনা! ঘটনাস্থলেই মৃত্যু ৬ জনের

হায়দরাবাদ: ভয়াবহ দুর্ঘটনা তেলঙ্গানায়। বৃহস্পতিবার সাত সকালে দেশে বড় ঘটনা ঘটল। বৃহস্পতিবার তেলেঙ্গানার সূর্যপেটে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক নাবালিকা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। হায়দরাবাদ থেকে ১৮০ কিলোমিটার দূরে কোদাদা শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতরা সকলেই গাড়িতে ছিলেন বলে খবর।

আরও পড়ুন: কোটি টাকার ‘মালিক’ দিলীপ ঘোষ! হলফনামা জমা দিতেই চমকে ওঠা তথ্য প্রকাশ্যে

ঘটনা প্রসঙ্গে কোডাডার ডিএসপি শ্রীধর রেড্ডি জানিয়েছেন, হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে মেরামতির জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ব্যাপক সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনার সময় গাড়িতে মোট ১০ জন ছিলেন। চারজন যাত্রী সামান্য আহত হয়েছেন এবং তাদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোডাডার সাব ইন্সপেক্টর জানিয়েছেন, লরি চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হচ্ছে।

Fire News: বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির এলাকায় আগুন! ভস্মীভূত প্রায় ৭০ দোকান

আগুনে ভস্মীভূত প্রায় ৭০ টি দোকান। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির এলাকার ঘটনা। দমকলের ৩ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।