কলকাতা: কালীপুজোর সকালে কলকাতার জোড়াবাগান এলাকার একটি বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার হয় এক প্রৌঢ়ের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা যায়, নিহত প্রৌঢ়ের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৫৮)। তিনি জোড়াবাগান সেন লেনের বাসিন্দা ছিলেন, পেশায় এলআইসি-র কর্মী।
এবার জোড়াবাগানে এলআইসি এজেন্ট খুনে আটক এক নাবালক। নদিয়ার চাপড়া থেকে আটক করা হয় নাবালককে। জানা যায়, আটক নাবালকের মায়ের সঙ্গে এলআইসি এজেন্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্ক মেনে নিতে না পেরেই খুনের পরিকল্পনা করে নাবালক। বৃহস্পতিবার এলআইসি এজেন্টের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে খুন করেছে বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে ধৃত নাবালক। খুনের পর অভিজিতের আংটি, মোবাইল ফোন, গলার চেন নিয়ে চম্পট দিয়েছিল। পরে মোবাইল অন করতেই লোকেশন পায় পুলিশ। চাপড়া থেকে নাবালককে আটক করে পুলিশ। খুনের ঘটনায়নাবালক ছাড়া আর কেউ জড়িত আছে কী না, খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ। জানা যায়, জোড়াবাগান সেন লেনে তিনি একটি চারতলা বাড়ির একাংশ জুড়ে একাই থাকতেন। নীচের তলায় থাকতেন তাঁর দিদি। বৃহস্পতিবার সকালে দেখা যায়, অভিজিতের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পিছনের দরজা দিয়ে ঘরে ঢোকেন মৃতের দিদি এবং প্রতিবেশীরা। ঘরে ঢুকে দেখা যায়, মেঝে রক্তে ভাসছে,তারমধ্যেই পড়ে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। এর পরেই স্থানীয় থানায় খবর দেওয়া হয়।