দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণবঙ্গ Ilish Mach: বাজারে ইলিশের ছড়াছড়ি! বাড়ছে ক্রেতা, হুড়মুড়িয়ে কমছে দাম! ভাইফোঁটার আগে ইলিশের দরে বড় চমক Gallery November 1, 2024 Bangla Digital Desk *মাঝে আর একটা মাত্র দিন অর্থাৎ ২ নভেম্বর শনিবার। তারপরেই ৩ নভেম্বর রবিবার ভাইফোঁটা। তার আগেই ইলিশের দাম শুরু হচ্ছে ৫০০ টাকা প্রতি কেজি দরে। ছুটির দিনগুলিতে থাকছে এই দাম। *কলকাতা-সহ শহরতলির ছোট বড় বাজারে মিলছে পর্যাপ্ত পরিমানে ইলিশ। গত সপ্তাহ থেকে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে ইলিশ আসছে। *তবে ছুটির মরশুম থাকায় দাম রয়েছে চড়া। ৫০০ টাকা প্রতি কেজি ইলিশের দাম শুরু। একটু বড় ইলিশে দাম রয়েছে ১৫০০ টাকা কেজিতে। *এক কেজি ওজনের ইলিশ মিলছে ১১০০ টাকায়। ডায়মন্ড হারবারে পৌঁছে গেলে দাম একটু কম পাবেন আপনিও। *তাই সাধ্যমতো ইলিশ শনিবারই কিনে রাখুন আপনি। না হলে রবিবারের বাজারে অর্থাৎ ভাইফোঁটার দিন সকাল থেকে আরও কিছুটা দাম বাড়বে। *তবে ইলিশের যোগানে সমস্যা হবে না। বাজারগুলিতে ইলিশ পেয়ে যাবেন আপনি সহজেই, বলছেন মাছ ব্যবসায়ীরা।