‘দিল্লিবাসী ইভিএম-এর বোতাম ভালবেসেই টিপুন, জোরদার ধাক্কা ধীরেই লাগে’, অমিত শাহকে পাল্টা জবাব প্রশান্ত কিশোরের

#নয়াদিল্লি: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলনকে তীব্র কটাক্ষ করে অমিত শাহের মন্তব্যের পাল্টা জবাব প্রশান্ত কিশোরের ৷ দিল্লির মিউনিসিপ্যাল নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অর্থাৎ কৌশলবিদ হিসেব কাজ করছেন প্রশান্ত কিশোর ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের কটাক্ষের উত্তরে পিকে বলেন, ‘৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভালবেসেই ইভিএম-এর বোতাম টেপা উচিত ৷ দেশের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি-ঐক্য বজায় রাখতে বিজেপিকে বার্তা দিন ৷ জোরদার ধাক্কা আস্তেই লাগে ৷’

দিল্লির বাবরপুরের নির্বাচনী কেন্দ্রের জনসভা থেকে অমিত শাহ বলেন, দিল্লি নির্বাচনে বিজেপির ঝুলিতে ভোট দিলেই শাহিনবাগের মতো দেশের একাধিক সমস্যার সমাধান করা সম্ভব হবে ৷ তাঁর মন্তব্য,‘আপনার ভোট পেলে একমাত্র বিজেপি প্রার্থীই আপনার দেশকে সুরক্ষিত করতে পারে এবং শাহিনবাগের মতো হাজারও জাতীয় সমস্যার সমাধান করতে পারে ৷’ এখানেই শেষ নয়, দিল্লিবাসীদের অমিত শাহের আহবান, ‘৮ তারিখ নিজের সমস্ত রাগ নিয়ে জোরে ইভিএম-এর বোতাম টিপুন ৷ যাতে সেই কারেন্ট শাহিনবাগে পৌঁছায় ৷’ সেই বক্তব্যের প্রত্যুত্তরেই এমন উত্তর প্রশান্ত কিশোরের ৷