বাংলার জয়ে উচ্ছ্বসিত মহম্মদ শামি, করলেন ট্যুইট, ফোনে দিলেন পেপটক

#কলকাতা: ১৩ বছর বাদে রনজি ফাইনালে বাংলা ক্রিকেট দল ৷ বঙ্গ ক্রিকেট মহলে খুশির জোয়ার ৷ ১৯৯০ -র পর আর ভারত সেরা হয়নি বাংলা ৷ তাই এবার যাতে সেই অ্যাচিভমেন্ট ফিরে দেখা যায় সেই লক্ষ্যেই বঙ্গ ব্রিগেড ৷ অভিমণ্যু ঈশ্বরণ , ইশান পোড়েলের মতো তরুণরা রয়েছেন, তেমনিই অভিজ্ঞতার ভান্ডার দিয়ে সমৃদ্ধ করেছেন মনোজ তিওয়ারি -অনুষ্টুপ মজুমদাররা ৷ অনুষ্টুপের ব্যাট এবং ইশান – মুকেশদের বোলিং দাপটে ল্যাজ গুটিয়েছে স্টার ভর্তি কর্ণাটক ৷

দলের সঙ্গে নেই মহম্মদ শামি , কারণ তিনি জাতীয় দলের জার্সিতে নিউজিল্যান্ডে সফর করেছেন, সামনে রয়েছে আরও ক্রিকেট ৷ তাই বঙ্গ সতীর্থদের ফোন করে কথা বলেন মহম্মদ শামি ৷ পাশাপাশি ট্যুইটার ও ইনস্টাগ্রামেও বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন এই বঙ্গ পেসার ৷ নিজের ট্যুইটে শামি লিখেছেন

Many many Congratulations bengal boy’s for victory, Good luck for final #bengalTeam #CAB– অনেক অভিনন্দন বাংলার ছেলেদের দারুণ জয়ের জন্য, ফাইনালের জন্য শুভেচ্ছা ৷ 

 

আরও একটি ট্যুইটে তিনি বলেছেন, Well done boy’s congratulations ✌?✌?1st inning —Anustup Majumdar 149,41 shahbaz 35 and Akash 44 and porel-39/5 akash-30/3 2nd inning —sudip 45 Anustup 41 Shahbaz 31 and Mukesh-61/6 well done boys good luck for final #bengal #CAB -সকলের পারফরম্যান্সকে হাইলাইট করেছেন মহম্মদ শামি ৷

এদিকে ফাইনালে বাংলার জার্সিতে খেলবেন ঋদ্ধিমান সাহা ৷