‘করোনা ভাইরাস থেকে বাঁচতে হ্যান্ডশেক নয়, নমস্কার করুন !’, পরামর্শ দিচ্ছেন অনুপম খের

#মুম্বই: কেরালা ও দিল্লিতে করোনা ভাইরাসের থাবা ৷ গোটা দেশ জুড়ে করোনা ভাইরাস নিয়ে তটস্থ সবাই৷ এরই মাঝে গোটা দেশবাসীকে করোনা ভাইরাস নিয়ে সতর্ক করলেন অভিনেতা অনুপম খের ৷

ট্যুইটে অনুপম খের ভিডিও বার্তা দিয়ে জানালেন, ‘করোনা ভাইরাসের থাবা এখন ভারতেও ৷ এই ভাইরাস থেকে আমাদের বাঁচতে হবে ৷ তাই আমরা এতদিন যেভাবে আলাপ চারিতা শুরুর সময় হ্যান্ডশেক করতাম ৷ সেই অভ্যাস বদলে ফেলুন, বরং হাতজোর করে নমস্কার করাটাকেই অভ্যাস করে তুলুন ৷’

করোনা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দেশে৷ কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ‘ভারত করোনা মুক্ত’৷ কিন্তু কদিন যেতেই ফের নতুন করে করোনা আক্রান্তের খবর মিলল৷ এবার একেবারে রাজধানী দিল্লিতে৷ একটি বিবৃতি জারি করে এখবর জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ শুধু দিল্লি নয়, করোনা আক্রান্ত একজনের সন্ধান পাওয়া গিয়েছে তেলঙ্গানাতেও৷

বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিল্লির আক্রান্ত ইতালি গিয়েছিলেন, আর তেলঙ্গানার বাসিন্দা গিয়েছিলেন দুবাইয়ে৷ দু’জনের ওপরেই নজর রাখা হচ্ছে৷ দু’জনেই সুস্থ আছেন৷’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এর আগে পাঁচ জন করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছিল৷ তাঁরা সকলেই ছিলেন কেরলের বাসিন্দা৷ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসকদের নজরবন্দি ছিলেন তাঁরা৷ সেই সময়ে চিনের উহান প্রদেশ থেকে কেরলের তিন ছাত্র ফিরেছিলেন, যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন৷

দেখুন অনুপম খেরের ট্যুইট—