Tag Archives: Corona Virus

JN.1 Covid Variant: ফের আসছে করোনা অতিমারির ঢেউ? কতটা ভয়ঙ্কর JN.1 Covid Variant? জানুন ডাক্তারের মত

মুম্বই: বড়দিনের আনন্দ এবং নতুন বছরকে স্বাগত জানানোর হুল্লোড়ের মাঝেই চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন আতঙ্ক। সংক্রমণ ছড়াচ্ছে জীবাণুর নতুন উপরূপ জেএন.১। কিন্তু কতটা ভয়ঙ্কর এই নতুন ভ্যারিয়্যান্ট? সেই আতঙ্কে অনেকটাই আশ্বস্ত করলেন ডাক্তার গৌতম বনশালী।

বম্বে হাসপাতালের এই ডাক্তারের কথায়, ‘‘ওমিক্রন উপরূপ পরিবারের অংশ জেএন.১ ভ্যারিয়্যান্ট মৃদু জীবাণু। সাধারণ ফ্লু বা ভাইরাল জ্বরের মতোই এই জীবাণুকে উদ্বিগ্ন হওয়ার কিছু হয়নি। কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তেই পারে। কিন্তু নতুন কোনও অতিমারির ঢেউ এখনই আসবে না।’’

 

ডাক্তার বনশালীর মতে বিশ্ব জুড়ে ওমিক্রন ভ্যারিয়্যান্ট ভয়াবহ হয়ে উঠলেও ভারতে আক্রান্তরা সহজেই বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠেছেন। কারণ অন্তত ৮০ শতাংশ দেশবাসীকে করোনা টিকার দু’টি ডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফিরল কোভিড আতঙ্ক! চিনুন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের উপসর্গ, নিজেকে বাঁচানোর উপায় জানুন

অতিমারি আবার সক্রিয় হয়ে উঠলে টিকাকরণই মূল ত্রাতার ভূমিকা নেবে বলে মনে করেন এই অভিজ্ঞ ডাক্তার। করোনা ভাইরাসের নতুন উপরূপ মৃদু হলেও শিশু, প্রবীণ মানুষ এবং যাঁদের কো মর্বিডিটি আছে, তাঁদের সাবধানে থাকতে হবে বলেই অভিমত তাঁর। রোগ প্রতিরোধ শক্তি দুর্বল হলে বিশেষ সতর্কতা নিতে হবে।

Covid Virus Variant JN.1 Symptoms: ফিরল কোভিড আতঙ্ক! চিনুন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের উপসর্গ, নিজেকে বাঁচানোর উপায় জানুন

নতুন বছর আসার আগেই ফিরল কোভিড আতঙ্ক৷ করোনা ভাইরাসের নতুন উপরূপ জে এন.১ আক্রান্তের হদিশ মিলল দেশে৷ রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র৷
নতুন বছর আসার আগেই ফিরল কোভিড আতঙ্ক৷ করোনা ভাইরাসের নতুন উপরূপ জে এন.১ আক্রান্তের হদিশ মিলল দেশে৷ রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র৷

 

সামনেই বড়দিন এবং নিউ ইয়ার্স ইভের উৎসবের মরশুম৷ তাই এখন থেকেই সতর্কতা নিন৷ জানুন করোনা ভাইরাসের উপরূপ জে এন.১-এর উপর্গ৷
সামনেই বড়দিন এবং নিউ ইয়ার্স ইভের উৎসবের মরশুম৷ তাই এখন থেকেই সতর্কতা নিন৷ জানুন করোনা ভাইরাসের উপরূপ জে এন.১-এর উপর্গ৷

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর মতে জে এন.১-এর উপরসর্গ মৃদু থেকে মাঝারি পর্যন্ত হতে পারে৷ আক্রান্তদের জ্বর, সর্দিকাশি, গলার সংক্রমণ এবং মাথায় যন্ত্রণা হতে পারে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর মতে জে এন.১-এর উপরসর্গ মৃদু থেকে মাঝারি পর্যন্ত হতে পারে৷ আক্রান্তদের জ্বর, সর্দিকাশি, গলার সংক্রমণ এবং মাথায় যন্ত্রণা হতে পারে৷

 

অনেক রোগীর ক্ষেত্রে মৃদু শ্বাসকষ্টও দেখা দিচ্ছে৷ তবে সেটা ৪ থেকে ৫ দিনের মধ্যে সেরেও যাচ্ছে৷
অনেক রোগীর ক্ষেত্রে মৃদু শ্বাসকষ্টও দেখা দিচ্ছে৷ তবে সেটা ৪ থেকে ৫ দিনের মধ্যে সেরেও যাচ্ছে৷

 

তীব্র ক্লান্তি, অখিদে এবং গা বমি বমি ভাব দেখা দিতে পারে আক্রান্ত হলে৷ পেশির জয়েন্টে আসতে পারে দুর্বলতা৷
তীব্র ক্লান্তি, অখিদে এবং গা বমি বমি ভাব দেখা দিতে পারে আক্রান্ত হলে৷ পেশির জয়েন্টে আসতে পারে দুর্বলতা৷

 

সংখ্যায় কম হলেও করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হলে বদহজম ও পেটের গণ্ডগোলও দেখা দিচ্ছে৷
সংখ্যায় কম হলেও করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হলে বদহজম ও পেটের গণ্ডগোলও দেখা দিচ্ছে৷

 

বিশেষজ্ঞদের মতে, গত তিন বছরে যেভাবে অতিমারিতে সংক্রমণ আটকাতে প্রতিরোধ নেওয়া হয়েছে, সেই পথেই পা রাখতে হবে৷ ভিড়ের মধ্যে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে৷
বিশেষজ্ঞদের মতে, গত তিন বছরে যেভাবে অতিমারিতে সংক্রমণ আটকাতে প্রতিরোধ নেওয়া হয়েছে, সেই পথেই পা রাখতে হবে৷ ভিড়ের মধ্যে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে৷

 

ফিরিয়ে আনতে হবে ঘন ঘন হাত ধোওয়ার অভ্যাস৷ বাইরে থেকে এলে সাবান দিয়ে খুব ভাল করে হাতের পাতা থেকে কব্জি পর্যন্ত ধুয়ে নিতে হবে৷
ফিরিয়ে আনতে হবে ঘন ঘন হাত ধোওয়ার অভ্যাস৷ বাইরে থেকে এলে সাবান দিয়ে খুব ভাল করে হাতের পাতা থেকে কব্জি পর্যন্ত ধুয়ে নিতে হবে৷

Indian Railways: উদ্বেগজনক করোনা পরিস্থিতি, আবারও কী বন্ধ হতে চলেছে ট্রেন পরিষেবা ?

#নয়াদিল্লি: করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে ৷ এর জেরে একাধিক রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বেশ কিছু শহরে লকডাউন, নাইট কার্ফু, উইকএন্ড লকডাউন লাগু করা হয়েছে ৷ এর জেরে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে এবার কী তাহলে ফের ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ? এই বিষয়ে রেলের তরফে একটি বয়ান জারি করা হয়েছে ৷ রেলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে,‘যাত্রীরা প্যানিক করবেন না, ট্রেন পরিষেবা চালু থাকবে ৷’ পাশাপাশি আরও জানানো হয়েছে যে দূরপাল্লার এবং স্পেশ্যাল ট্রেনও চালু থাকবে ৷

রেলওয়ে বোর্ডের তরফে একটি বয়ান জারি করে বলা হয়েছে,‘লাগাতার সামার স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে ৷ দুরপাল্লার এবং স্পেশ্যাল ট্রেন চালু থাকবে ৷ এই সমস্ত ট্রেনে কোভিড বিধি নিষেধ মেনে চলা হবে ৷ কেবল কনফার্ম টিকিট থাকা যাত্রীদের ট্রেনে বোর্ডিংয়ের অনুমতি দেওয়া হবে ৷

যাত্রীদের কাছে রেলের তরফে অনুরোধ করা হয়েছে যে তাঁরা স্টেশনে অকারণে ভিড় না করে ৷ কেবল ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে ৷ রেলের তরফে ওয়েটিং লিস্টের উপর নজর রাখা হবে ৷ দরকার অনুযায়ী, অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন চালানো হবে ৷

করোনার প্রকোপ বাড়তে থাকায় মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ লকডাউন হতে পারে এই ভয়ে অনেকেই আবার দেশের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন ৷ এর জেরে স্টেশনগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে ৷ রেলের তরফে ট্যুইট করে প্যানিক না করার আর্জি জানানো হয়েছে ৷

ভারতে দৈনিক করোনা সংক্রমণ নেমে ১০,০৬৪, মৃত্যুর সংখ্যা গত ৮ মাসে সর্বনিম্ন

#নয়াদিল্লি: করোনা ওয়ার্ল্ডোমিটার বলছে যে, মারণ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় দু’নম্বরে রয়েছে ভারত৷ আমেরিকার ঠিক পরেই৷ কিন্তু এই মহামারি মোকাবিলায় ভারতের সুচিন্তিত পদক্ষেপের তারিফ করছে গোটা বিশ্ব৷

কোভিড যুদ্ধে ভারত প্রতিদিনই এক পা করে এগিয়ে যাচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নেমে ১০ হাজার ৬8৷ যা গত ৭ মাসে সবচেয়ে কম৷ গত ১১ জুন ভারতে একদিনে ১০ হাজারের কম সংক্রমণের খবর এসেছিল৷ এমনকী মৃত্যুর সংখ্যাও গত ৮ মাসে সর্বনিম্ন৷ গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের মৃত্যুর খবর মিলেছে৷ গত মে মাসের ২৩ তারিখের পর এক দিনে সবচেয়ে কম মৃ্ত্যুর সংখ্যা এটাই৷

করোনা ওয়ার্ল্ডোমিটার বলছে, ভারতে এখনও পর্যন্ত ১ কোটি ৫৮ লক্ষ ২ হাজার ৬৪৭ জনের শরীরে বাসা বেঁধেছে করোনা৷ মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫৯৩ জনের৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ কোটি ২ লক্ষ ২৮ হাজার ৭৫৩ জন৷ কেন্দ্রের পরিসংখ্যান এটাই৷

গত শনিবার থেকে দেশ জুড়ে করোনা টিকাকরণের মহাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে৷ প্রথম দিনে মোট ২ লক্ষ ২৪ হাজার ৩০১ জনকে টিকা দেওয়া হয়েছিল৷ টিকাদান কর্মসূচির নিরীখে এটি বিশ্ব রেকর্ড৷ সংখ্যাটা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের থেকেও বেশি৷

দেশের মোট ৩০০৬ কেন্দ্রে টিকাকরণের কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে সারা দেশের ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ অবশ্যই তাঁরা স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী৷ দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ ধীরে ধীরে দেশের সব মানুষকেই টিকা দেওয়া হবে৷

 

পোলিওর মতোই করোনা মুক্ত করে ভারতকে গর্বিত করব আমরা: বিগ বি

#নয়াদিল্লি: দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের মহাযজ্ঞ৷ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি রবিবার দ্বিতীয় দিনে পা দিল৷ এদিন মোট ৬টি রাজ্যে ১৭ হাজার ৭২ জনকে টিকা দেওয়া হয়েছে৷ রবিবার, ছুটির দিন বলেই সংখ্যাটা গতকালের থেকে কম৷ প্রথম দিনে মোট ২ লক্ষ ২৪ হাজার ৩০১ জনকে টিকা দেওয়া হয়েছিল৷

টিকাদান কর্মসূচির নিরীখে এটি বিশ্ব রেকর্ড৷ সংখ্যাটা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের থেকেও বেশি৷ এমনই পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রকের৷ করোনা যুদ্ধে ভারত দৃড় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়ে এগিয়েই চলেছে রোজ৷

এবার দেশকে করোনা মুক্ত করার অঙ্গীকার করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন৷ এদিন ট্যুইট করে তিনি বললেন, “অতীতে আমরা ভারতকে পোলিও মুক্ত করেছিলাম৷ অত্যন্ত গর্বের মুহূর্ত ছিল ওটা৷ এবার আমরা দেশকে করোনা মুক্ত করে ফের গর্বিত করব৷” বিগ-বি-র ট্যুইট স্বাস্থ্য মন্ত্রক আবার পোস্ট করেছে নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে৷

 

দেশের মোট ৩০০৬ কেন্দ্রে টিকাকরণের কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে সারা দেশের ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ অবশ্যই তাঁরা স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী৷ দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ ধীরে ধীরে দেশের সব মানুষকেই টিকা দেওয়া হবে৷

ভয়ে গুটিয়ে ব্রিটেন, ম্যানচেস্টার শিবিরে করোনা হানায় তৈরি নতুন আতঙ্ক

#লন্ডন: ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়ার পর থেকে কঠিন নিয়ম জারি হয়েছে। ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীদের রাতের ঘুম উড়ে গিয়েছে চিন্তায়। নতুন ভ্যাকসিন কার্যকরী হবে কিনা চলছে বিতর্ক। একে একে বন্ধুদেশ মুখ ফিরিয়ে নিয়েছিল প্রথমে। পরে অবশ্য ইউরোপীয় ইউনিয়ন আসরে নামায় ব্রিটিশ প্রশাসন কিছুটা অক্সিজেন পায়।

কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা চলছিল যথারীতি। কয়েকটি স্টেডিয়ামে অল্প সংখ্যক দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়। দিন কয়েক আগে ম্যানচেস্টার সিটির দুই ফুটবলার জেসাস এবং ওয়াকার করোনা আক্রান্ত খবর পাওয়া গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়।

কিন্তু এবার আরও বড় খবরে নড়েচড়ে বসেছে সবাই। সোমবার রাতে ম্যানচেস্টার সিটির সঙ্গে এভারটনের ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। শোনা যাচ্ছে ম্যানচেস্টার শিবিরের একজন বা দুজন নয়, ফুটবলার, কর্মকর্তা এবং স্টাফ মিলিয়ে প্রায় দশজনের মত নতুন করে আক্রান্ত হয়েছেন। জরুরি সভা ডেকে ম্যাচটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন প্রিমিয়ার লিগের কর্তারা। যদিও নাম প্রকাশ করা হয়নি, তবুও ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে ফুটবল মাঠে আবার করোনা হানা চিন্তা বাড়িয়েছে সকলের।

সরকারি স্বাস্থ্য বিধি এবং প্রটোকল মেনে চলার পরেও এই খবর আবার উদ্বেগ তৈরি করল। তবে এই প্রথম নয়, ভাইরাসের কারণে কয়েকদিন আগেই অ্যাস্টন ভিলা বনাম নিউক্যাসেল ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছিল। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত কর্তৃপক্ষ। আগে মানুষের জীবন, তারপর খেলা। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আশাবাদী আক্রান্ত ফুটবলার এবং কর্মকর্তারা দ্রুত সেরে উঠবেন। বিশেষ মেডিকেল টিম দায়িত্বে রয়েছে। তবে এই ম্যাচ স্থগিত হলেও পরে নতুন করে সূচি প্রকাশ করা হবে। দলের কোচ পেপ গার্দিওলা অবশ্য ভয় পাচ্ছেন না হঠাৎ করে তৈরি হয় এই পরিস্থিতিতে। অতীতেও রোনাল্ডো, পোগবা, নেইমার থেকে শুরু করে বহু ফুটবলার আক্রান্ত হয়েছিলেন কোভিডে। পরে সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন। তাই তাঁর দলের ছেলেরাও দ্রুত সুস্থ হয়ে ফিরবেন আশাবাদী স্প্যানিশ কোচ।

অমিতাভ-অভিষেক পজিটিভ হলেও, ঐশ্বর্য-জয়া-আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ

#মুম্বই: স্বস্তির খবর বচ্চন পরিবারে- অমিতাভ ও অভিষেক ছাড়া পরিবারের বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এল ৷ করোনা ভাইরাস অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে ঐশ্বর্য্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, ও জয়া বচ্চনের ৷ এদিন ঐশ্বর্য্য ও জয়ার ইনস্ট্যান্ট করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও এবার তাদের স্যোয়াব পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা ৷

অমিতাভ বচ্চনদের  কোনও কর্মচারীর রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে তাদের তৎক্ষণাত হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে ৷

এদিকে শনিবার রাতে প্রথমে অমিতাভ বচ্চন ও পরে অভিষেক বচ্চনের কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ মাঝারি লক্ষণ নিয়ে তাঁরা ২ জনেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ লক্ষণ দেখা যাওয়ার পরেই তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আগে অমিতাভ ট্যুইট করে জানিয়েছিলেন , ‘I have tested Covid positive. Shifted to Hospital. Hospital informing authorities. Family and staff undergone tests , results awaited.’ -অর্থাৎ আমি কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি, পরিবার ও কর্মচারীদের কোভিড পরীক্ষা হয়েছে  রিপোর্টের অপেক্ষা করছি ৷ ’

তিনি আরও লিখেছিলেন, ‘All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested!’ অর্থাৎ আমার সঙ্গে গত ১০ দিনে যাঁরা কাছাকাছি এসেছেন তাঁরাও দয়া করে নিজেদের কোভিড টেস্ট করিয়ে নিন ৷ ’

এদিকে অভিষেক বচ্চনও  শনিবার বিগ বি-র করোনার খবরের সঙ্গে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর ট্যুইট করে জানান ৷ তিনি আরও জানান বিএমসি-র সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছেন তাঁরা ৷

 

 


করোনার অতিমারীর মধ্যে বিগ বি ও জুনিয়র বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর শোনার পরেই সব মহল থেকে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে৷

আজ ফের করোনা পরীক্ষা হবে ঐশ্বর্য-জয়ার

#মুম্বই: স্বস্তির খবর বচ্চন পরিবারে- অমিতাভ ও অভিষেক ছাড়া পরিবারের বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এল ৷ করোনা ভাইরাস অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, ও জয়া বচ্চনের ৷ এদিন ঐশ্বর্য ও জয়ার ইনস্ট্যান্ট করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও এবার তাদের স্যোয়াব পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা ৷

অমিতাভ বচ্চনদের  কোনও কর্মচারীর রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে তাদের তৎক্ষণাত হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে ৷

 সূত্রের মাধ্যমে নিউজ ১৮ এই ভালো খবর পেয়েছে ৷ এদিকে শনিবার রাতে প্রথমে অমিতাভ বচ্চন ও পরে অভিষেক বচ্চনের কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ মাঝারি লক্ষণ নিয়ে তাঁরা ২ জনেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ লক্ষণ দেখা যাওয়ার পরেই তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আগে অমিতাভ ট্যুইট করে জানিয়েছিলেন , ‘I have tested Covid positive. Shifted to Hospital. Hospital informing authorities. Family and staff undergone tests , results awaited.’ -অর্থাৎ আমি কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি, পরিবার ও কর্মচারীদের কোভিড পরীক্ষা হয়েছে  রিপোর্টের অপেক্ষা করছি ৷ ’

তিনি আরও লিখেছিলেন, ‘All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested!’ অর্থাৎ আমার সঙ্গে গত ১০ দিনে যাঁরা কাছাকাছি এসেছেন তাঁরাও দয়া করে নিজেদের কোভিড টেস্ট করিয়ে নিন ৷ ’

এদিকে অভিষেক বচ্চনও  শনিবার বিগ বি-র করোনার খবরের সঙ্গে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর ট্যুইট করে জানান ৷ তিনি আরও জানান বিএমসি-র সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছেন তাঁরা ৷


করোনার অতিমারীর মধ্যে বিগ বি ও জুনিয়র বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর শোনার পরেই সব মহল থেকে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে৷

করোনার প্রথম আয়ুর্বেদিক ওষুধ! বাবা রামদেব করবেন সরকারি ঘোষণা

#হরিদ্বার: করোনা সংক্রমণ থেক দুনিয়া জুড়ে ওষুধ ও ভ্যাকসিনের সন্ধানে ব্যস্ত রয়েছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা ৷ মারণ করোনা সংক্রমণের ইতমধ্যেই সারা পৃথিবীর ৯০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত ৷ করোনার সঠিক কোনও চিকিৎসা পদ্ধতি এখনও অবধি পাওয়া যায়নি ৷ করোনা সংক্রমণে বিভিন্ন ওষুধের পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ৷ কোন ওষুধ কারোর কাজ করছে আবার কোন ওষুধ কারোর ওপর সঠিক ফল না দেওয়ায় প্রাণ হারাচ্ছেন মানুষ ৷ এই অবস্থায় বিভিন্ন ওষুধ -ভ্যাকসিন তৈরি হচ্ছে এই নিয়ে দাবি করা হয়েছে ৷ বাবা রামদেব পতঞ্জলি -র ওষুধ নিয়ে বড় বিবৃতি দিলেন ৷ তাঁরা আজই বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ নিজেদের আবিষ্কার করা ওষুধ আজই সর্বসমক্ষে আনবেন ৷ এটি করোনা ভাইরাসের লড়াইতে ব্যবহার করা যাবে এমনটাই মত তাঁর ৷ এটা করোনা নিরাময়ের আয়ুর্বেদিক ওষুধ হতে চলেছে ৷

পতঞ্জলি যোগপীঠের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) আচার্য  বালাকৃষ্ণ ট্যুইট করে এই খবর দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন করোনার আয়ুর্বেদিক ওষুধ করোনিল মঙ্গলবার ১২ টা-তে হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে লঞ্চ করা হবে ৷ এই সময় সমস্ত প্রমাণ ও বিশ্লেষণ সহ সমস্ত কিছু ব্যাখ্যা করা হবে ৷ এই লঞ্চ প্রোগ্রামে বাবা রামদেব হাজির থাকবে ৷

বয়স ৯৫, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ !

#নয়ডা: বিশ্বব্যাপি করোনার প্রকোপ কমার নয় ৷ বরং প্রত্যেকদিন, প্রত্যেক মুহূর্তে করোনার প্রকোপ বেড়েই চলেছে ৷ দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রোজ ৷ ঠিক এই আবহে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বাসিন্দা ৯৪ বছরের এক বৃদ্ধ !

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে প্রায় ৬০ জন করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এই সুস্থ ৬০ জনের মধ্যে রয়েছেন একজন ৯৪ বছরের বৃদ্ধও ৷ তাঁর সুস্থ হওয়ার খবর পেয়ে উত্তপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক সুহাস লালিনাকেরে ইয়াথিরাজ ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানান, সঙ্গে জানান, আপনিই আমাদের কাছে অনুপ্রেরণা ৷

দেখুন সেই ট্যুইট—