#Viral: ইয়েস ব্যাঙ্ক সঙ্কটের হাত থেকে কিভাবে বাঁচবেন গ্রাহকেরা, ভিডিও বার্তায় জানাল ৩ বছরের শিশু

অর্থনৈতিক সঙ্কটে ইয়েস ব্যাঙ্ক ৷ সঙ্কটের মুখে ব্যাঙ্কের আমানতকারীরাও ৷ আরবিআইয়ের নির্দেশে সীমিত হয়ে গিয়েছে লেনদেন ৷ টাকা তোলার ক্ষেত্রে রীতিমতো হাত-পা বেঁধে দেওয়া হয়েছে বলা যেতে পারে ৷ আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইয়েস ব্যাঙ্ক থেকে মাসে ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকেরা ৷ উদ্বিগ্ন কোটি কোটি ব্যাঙ্কের গ্রাহক ৷ ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের উদ্বেগ ছুঁয়ে গিয়েছে এই তিন বছরের শিশু মনও ৷

ভিডিও থেকে জানা যায়, বাচ্চাটির নাম যুবান ৷ কোটি কোটি গ্রাহকদের মতো ইয়েস ব্যাঙ্কে আটকে রয়েছে যুবান ও তাঁর অভিভাবকেরও আমানত ৷ ব্যাঙ্ক থেকে টাকা না তুলতে পারলে কিভাবে চলবে মাস ৷ বাবা মায়ের চিন্তিত আলোচনা শুনে সমস্যা কোথায় বুঝতে দেরি হয়নি তিন বছরের খুদের ৷ সরল মনে সেই বাতলে দিয়েছে সমাধান ৷  খুদে ‘অ্যানালিস্ট’-এর বিশ্লেষণ অনুযায়ী, গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই ৷ আসলে ইয়েস ব্যাঙ্কের ভিতর টাকা আটকে গিয়েছে ৷ গুন্ডারা গ্রাহকদের পয়সা ডুবিয়ে দিয়েছে ৷ তাই ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু চিন্তার কোনও কারণ নেই ৷ সমস্যার সমাধান করতে এসে গিয়েছে বস ব্যাঙ্ক ৷ একমাস বাদে সবার টাকা ফেরত চলে আসবে ৷

এমনকী এই এক মাস চলবে কি করে? বাবার সেই প্রশ্নেরও উত্তর খুদের জিভের ডগায় ৷ ব্যাঙ্কের এতবড় অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠে কিভাবে শক্তিশালী হয়ে উঠবে সেই পরামর্শও দিয়েছে ছোট্ট যুবান ৷ ট্যুইটারে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল খুদে বিশ্লেষকের ইয়েস ব্যাঙ্ক ও তাঁর গ্রাহকদের জন্য পরামর্শ ৷