‘দেশের অন্যতম সেরা রত্নকে হারালাম আমরা…’, ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ সচিন-কোহলির

#মুম্বই: ভারতীয় সিনেমাজগতের অন্যতম নক্ষত্রকে বুধবার সকালে হারাল গোটা দেশ ৷ চলে গেলেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান ৷ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খান। হঠাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। বুধবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

ইরফানের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত ক্রীড়াজগতের মানুষরাও ৷ ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করে এদিন সচিন তেন্ডুলকর ট্যুইট করেন, ‘‘ খুব খারাপ লাগছে ৷ ও আমার অন্যতম প্রিয় অভিনেতা ছিল ৷ আমি ওর প্রায় সব ছবিই দেখেছি ৷ শেষ ছবি আংরেজি মিডিয়ামও দেখেছি ৷ অভিনয়টা ওর কাছে যেন কোনও ব্যাপারই ছিল না ৷ ও সত্যি অসাধারণ ! ওর আত্মার শান্তি কামনা করি ৷’’

ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করে এদিন ট্যুইট করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলেও ৷

২০১৮ তে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পরে ৫৪ বছর বয়সি অভিনেতার। এরপর একবছর বিদেশে থেকে চিকিৎসা করেছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের অভিনীত শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাঁকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার জন্য লকডাউনের জেরে মুক্তি পাওয়ার কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।