ফের পঙ্গপালের হানা লখনউতে! ইন্টারনেটে ভিডিও শেয়ার করে শোরগোল নেটিজেনদের

#লখনউ: করোনা মহামারি মধ্যে ফের একবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল পঙ্গপাল। মাসখানেক আগে পশ্চিম ও মধ্য ভারতে তাদের উপদ্রব দেখা দিয়েছিল পঙ্গপালের। তারপর দিল্লি সংলগ্ন গুরুগ্রামের উপদ্রব করেছিল পঙ্গপালে। এবার ফের একবার ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল গিয়ে পৌঁছেছে লখনউতে।

উত্তরপ্রদেশের সিতাপুর জেলার বিভিন্ন গ্রামে উপদ্রব চালায় পঙ্গপাল। আতঙ্কে দরজা-জানলা বন্ধ করে বাড়িতেই বসে থাকেন স্থানীয়রা। পঙ্গপালের উপদ্রবের ছবি ও ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই।

শুধু সিতাপুর নয়, পঙ্গপালের দেখা গিয়েছে নিশাতগঞ্জ, ডালিগঞ্জ আর বিকাশ নগরেও।

গত মে মাসের শেষ সপ্তাহে পশ্চিম ও মধ্য ভারতের রাজ্য রাজস্থান, পঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে পঙ্গপাল হানা দিয়েছিল। সেই সময় পঙ্গপালের হানায় বিঘার পর বিঘা জমির ফসল, সবজি ক্ষতিগ্রস্ত হয়।