Tag Archives: Lucknow

Viral Video: ‘মন ভাল নেই’- অভিযোগ জানাতে গিয়ে মহকুমাশাসকের দুর্ব্যবহারে বিস্মিত সাংবাদিক! তারপরে যা হল… দেখুন ভাইরাল ভিডিও

লখনউ: আমেঠির মহকুমাশাসকের বিরুদ্ধে অভিযোগ আনলেন এক সাংবাদিক। সাংবাদিকের অভিযোগ, তাঁর মা বাড়ি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে মহকুমাশাসকের কাছে প্রায় ২ মাস ধরে যাচ্ছেন। কিন্তু, কিছুতেই সেই সমস্যার সমাধান হয়নি। কিছুদিন আগে তিনি অফিসে হাজির হলে মহকুমাশাসক জানান তাঁর ‘মন ভাল নেই’ এরপরেই তাঁকে এবং তাঁর মাকে অফিস থেকে বের করে দেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সাইনিকে নিয়ে বড় চমক! হরিয়াণা ভোটে ৬৭ জনের তালিকা প্রকাশ BJP-র
এই ঘটনার জেরে অভিনব প্রতিবাদে শামিল হন ওই মহিলা সাংবাদিক। তিনি মহকুমাশাসকের অফিসের সামনে মাইক হাতে প্রতিবাদ করতে শুরু করেন। যা ঘটনা ঘটেছে বিস্তারিত ভাবে তিনি জনতার উদ্দেশে বলতে থাকেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে।

ওই মহিলা সাংবাদিক অভিযোগে বলেন আমেঠির মহকুমাশাসক প্রীতি তিওয়ারি তাঁকে গ্রেফতারির হুমকি দিয়েছেন। এছাড়াও বাড়ি সংক্রান্ত সমস্যা নিয়ে যখন ওই সাংবাদিক তাঁর কাছে পৌঁছান তখন তিনি বলেন, “এখন আমার মন ভাল নেই।”

আরও পড়ুন:হরিয়াণা ভোটে কি কংগ্রেসের টিকিট পাচ্ছেন ফোগত? রাহুল গান্ধির হাতে হাত রেখে ছবি
মহকুমাশাসকের ঘর থেকে বেরোনোর পর ওই সাংবাদিক মাইকে জনতার উদ্দেশে বলতে থাকেন, ” প্রীতি দেবী, আপনি আমাদের জমি দখল করে রেখেছেন। আপনিই সেই জমি দখল মুক্ত করবেন।”

নিজে একজন সাধারণ মানুষ হিসাবেই মহকুমাশাসকের অফিসে প্রবেশ করেছিলেন বলেও জানান ওই মহিলা। তিনি বলেন, “আমি এখানে একজন সাংবাদিক হিসাবে নয় একজন পীড়িত নারী হিসাবে লখনউ থেকে দৌড়ে দৌড়ে এখানে এসে হাজির হয়েছি। আপনার ভুল আদেশের ফলেই আমার ঘর দখল হয়েছে। আমার ন্যায় প্রয়োজন। আপনার প্রশাসন আপনাকে ভুল পথে চালনা করেছে কিন্তু আপনি নুন্যতম আমার কথাও শোনেনি।”
তিনি আরও অভিযোগ জানান, “আমাকে অফিস থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।”

সংবাদসংস্থা অনুযায়ী, ওই মহিলা সাংবাদিক মহকুমাশাসক প্রীতি তিওয়ারির বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল করার অভিযোগ আনেন। এই বিষয়ে বহুবার তাঁর হস্তক্ষেপ দাবি করা হলেও যথাযোগ্য কোনও ব্যবস্থা করা হয়নি বলে জানান ওই মহিলা। এছাড়াও তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনেন ওই সাংবাদিক। এরপরেই ওই ভিডিও রীতিমত ভাইরাল হয়ে ওঠে।

লখনউ-এর বিখ্যাত খাবার এবার বাংলায়, তাও মাত্র ৫০ টাকায়! ঠিকানা জেনে নিন

পুরুলিয়া : লখনউ-এর বিখ্যাত খাবারের স্বাদ এবার জঙ্গলমহলে। একবার কি সেই স্বাদ চেখে দেখবেন নাকি? যদি এরকম কিছু প্ল্যান থাকে তা হলে তো আপনাকে আসতেই হবে পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে সাহিত্য মন্দির সংলগ্ন একটি ফুড কার্টে।‌

ভোজনপ্রিয় মানুষের কাছে খাবারের চেয়ে বেশি পছন্দের আর কিছু নেই। তাই নিত্য নতুন খাবারের সন্ধান পেলেই তারা ছুটে যান সেই সব জায়গায়। তাই এবার তাঁরা চাইলেই ভিন রাজ্যের লোভনীয় খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন পুরুলিয়া শহরে বসেই।

আরও পড়ুন- মাত্র ৬ মাসের ট্রেনিংয়ে মিলবে সরকারি-বেসরকারি চাকরি, ভাঙড়ে তুলকালাম কাণ্ড…!

লখনউয়ের জনপ্রিয় বাস্কেট চাট এখন পাওয়া যাচ্ছে পুরুলিয়াতে। পুরুলিয়ার ছেলে গৌতম কৈবর্ত খাবার নিয়ে বরাবরই নানান এক্সপেরিমেন্ট করে থাকেন। তাই ভিন্ন স্বাদের খাবার শহরবাসীকে খাওয়াতে লখনউ এর ফেমাস বাস্কেট চাট বানাচ্ছেন তিনি।

এই বিষয়ে তিনি বলেন , এরকম চাটের আইটেম পুরুলিয়া শহরে সেভাবে কোথাও পাওয়া যায় না। এই চাট লখনউ-এর খুবই ফেমাস একটি খাবার। লখনউ-এর একটি রেস্তোরার সঙ্গে যোগাযোগ করে তাদের থেকে আমি শিখি কীভাবে এই চাট বানাতে হয়। আর তারপরেই এই ফুড কার্টেএই চাট তৈরি করে শহরবাসীকে খাওয়ানোর চেষ্টা করছি।

আরও পড়ুন- ধুমধাম করে হয়ে গেল অকাল বিশ্বকর্মা পুজো! চলন্ত ট্রেন থামিয়ে যা করল এলাকাবাসী…

অনেকেই যারা নিত্য নতুন খাবারের সন্ধানে থাকেন ‌‌তাঁদের জন্য পছন্দের ডেস্টিনেশন হতে পারে এই ফুড কার্ট। প্রতিদিন সন্ধ্যে নামতেই সাহেব বাঁধের পাড়ে এই ফুট কার্টে অনেকেই ভিড় জমাচ্ছেন। চেখে দেখছেন ভিন রাজ্যের জনপ্রিয় খাবার। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি

Success Story: ২.৫ লক্ষ টাকার বেতনের চাকরি, ক্রিকেট ছেড়ে পড়াশোনা! UPSC পরীক্ষায় প্রথম হলেন এই ইঞ্জিনিয়ার

লখনউ : ইচ্ছে থাকলে হাত বাড়িয়ে আকাশকেও ধরা যায় মুঠোয়। হার না মানা মনোভাব নিয়ে সে কথা প্রমাণ করলেন লখনউ-এর বাসিন্দা আদিত্য শ্রীবাস্তব। ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থানে রয়েছেন কানপুর আইআইটি-র এই প্রাক্তনী। তিন বারের প্রচেষ্টায় IAS হওয়ার স্বপ্নে সফল হলেন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মেধাতালিকায় ২০২২ সালে আদিত্যর স্থান ছিল ২৩৬। আইপিএস হিসেবে মনোনীত হন তিনি। এখন হায়দরাবাদে তাঁর আইপিএস ট্রেনিং চলছে। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত আদিত্যর বাবা। বলেছেন, তাঁরা ভাবতেও পারেননি ছেলে মেধাতালিকায় প্রথম স্থান পাবে। খবরটা পেয়ে প্রথমে তিনি ও তাঁর স্ত্রী কিছু বলতেই পারেননি। ছেলের ফোনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন।

মেধাবী আদিত্য ছোট থেকেই পরীক্ষায় প্রথম স্থান পেতে অভ্যস্ত। আইআইটি কানপুর থেকে পাশ করার পর তিনি বেঙ্গালুরুতে বিখ্যাত বহুজাতিক সংস্থা Goldman Sachs-এ যোগ দেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে চাকরি করেছেন ১৫ মাস। প্রতি মাসে বেতন পেতেন প্রায় ২.৫ লক্ষ টাকা।

আরও পড়ুন : অর্থলাভ! বিয়ে, সন্তানলাভে বাধা দূর! পরিবারে শান্তি! শুধু রামনবমীর সন্ধ্যায় করুন এই ছোট্ট কাজ

কর্পোরেট চাকরি করেও তাঁর পাখির চোখ ছিল ইউপিএসসি পরীক্ষায় সাফল্য। কিন্তু চাকরির জন্য বাধা পাচ্ছিলেন পরীক্ষার প্রস্তুতিতে। ২০২০ সালে ইউপিএসসি প্রিলিমস-এর ঠিক এক মাস আগে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসেন। জানিয়েছেন তাঁর বাবা, পেশায় ক্যাগ-এর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অজয় শ্রীবাস্তব।

স্বপ্নপূরণের জন্য ছাড়তে হয়েছে প্রিয় শখ ক্রিকেট খেলাও। তবে এখনও খুবই ভালবাসেন বাইশ গজের খেলা। কিন্তু ক্রিকেট ও আইএএস হওয়ার মধ্যে বেছে নেন দ্বিতীয়টিকেই। নিয়মিত কোচিং বাদ দিয়ে আদিত্য ভরসা রাখতেন মক ইন্টারভিউ ও পুরনো প্রশ্নপত্র সমাধানেই। সময় ধরে পুরনো প্রশ্ন সমাধানই তাঁর সাফল্যের হাতিয়ার।

ভারতের সামনে আজ টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই, কিছু পরিবর্তন হতে পারে দলে

#লখনউ: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে গিয়ে হতাশা গোপন করেননি ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কদিন আগেও টিম ইন্ডিয়াকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। ওডিআই সিরিজে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছেন রোহিত শর্মারা। তবে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার সেই ঝাঁঝ হঠাৎ উধাও। শুক্রবার কিউয়িদের কাছে প্রথম ম্যাচে হেরে বেশ চাপে নেতা হার্দিক পান্ডিয়া।

রবিবার লখনউয়ে মরণ-বাঁচন লড়াইয়ে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ভারতের। টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারকাদের অনুপস্থিতিতে কিউয়ি স্পিনারদের সামনে রীতিমতো খাবি খেয়েছে ভারতীয় তরুণ ব্রিগেড। ওডিআই সিরিজের ফর্ম টি-২০’তে বজায় রাখতে ব্যর্থ শুভমান গিলও।

তবে বড় চিন্তার কারণ ঈশান কিষান ও দীপক হুদার ব্যর্থতা। বাংলাদেশে দ্বিশতরানের পর আর বড় রান পাননি ঈশান। ওডিআই ও টি-২০ মিলিয়ে শেষ সাত ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৩৭, ২, ১, ৫, ৮, ১৭ ও ৪। এমনটা চলতে থাকলে ঋষভ পন্থের বিকল্প হিসেবে জাতীয় দলে জায়গা পাকা করার সুযোগ হারাবেন তিনি। আর দীপক হুদা তো না হোমে, না যজ্ঞে! লোয়ার মিডল অর্ডারে দলকে ভরসা জোগাতে ব্যর্থ তিনি।

বল হাতেও তথৈবচ। কার্যত একই অবস্থা রাহুল ত্রিপাঠিরও। শুক্রবার খাতাই খুলতে পারেননি তিনি। ছন্দে নেই ক্যাপ্টেন হার্দিকও। তবে টি-২০’তে স্বপ্নের ফর্ম ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। রাঁচিতে ৩৪ বলে ৪৭ রানের ইনিংস উপহার দেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আর গত ম্যাচে ভারতের বড় প্রাপ্তি অবশ্যই ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি।

রবিবার সিরিজে সমতা ফেরাতে এই দু’জনের দিকেই তাকিয়ে থাকবে দল। পাশাপাশি শুভমান-ঈশান ওপেনিং জুটির রানে ফেরার আশায় থাকবেন ক্যাপ্টেন হার্দিক। লখনউয়ের পিচে ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুবিধা থাকে। তাই রবিবার প্রথম একাদশে আসতে পারেন পৃথ্বী সাউ। সেক্ষেত্রে বসানো হবে ত্রিপাঠি বা হুদাকে। যে করেই হোক আজ নিউজিল্যান্ডকে হারিয়ে নবাবের শহরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

IPL 2022: আইপিএল-এ কী নামে খেলবে নতুন দল লখনউ? ভক্তদের মত নিয়েই হল ঘোষণা

#কলকাতা: আইপিএল-এর (IPL 2022) নতুন দুই দলের অন্যতম লখনউয়ের দলের নাম হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)৷ এ দিন লখনউ দলের পক্ষ থেকে তাদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নতুন নাম ঘোষণা করা হয়৷

আইপিএল-এর (IPL) এই নতুন দলের মালিকানা রয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর হাতে৷ এর আগে ২০১৬ এবং ২০১৭ সালের আইপিএল-এ পুণে সুপার জায়ান্টসের মালিকানা ছিল এই গোষ্ঠীর হাতে৷

সেই নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই লখনউ দলের নামকরণ করা হল৷ অক্টোবর মাসে ৭০৯০ কোটি টাকায় লখনউ দলের স্বত্ত্ব কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার এই সংস্থা৷

আরও পড়ুন: এর পিছনে বড় খেলা! প্রতিটি ICC প্রতিযোগিতায় একই বিভাগে ভারত-পাকিস্তান কেন?

ইতিমধ্যেই দলের অধিনায়কত্বের ভার কে এল রাহুলের হাতে তুলে দিয়েছে লখনউ৷ এর পাশাপাশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং ভারতের রবি বিষ্ণোইকে ড্রাফট পিক হিসেবে বেছেছে তারা৷ ফেব্রুয়ারি মাসের নিলাম থেকে বাকি খেলোয়াড়দের বেছে নেবে লখনউ৷

আরও পড়ুন: আইসিসি পুরস্কারে পাকিস্তানের জয়জয়কার! বাবর, শাহিনদের বিশেষ বার্তা ইমরান খানের

ইতিমধ্যেই ট্যুইটারে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার ফলোয়ার তৈরি হয়েছে লখনউ দলের৷ ফলে আইপিএল-এর নতুন এই দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও উৎসাহ তুঙ্গে৷ দলের নাম ঘোষণা করে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ভক্তদের পরামর্শ অনুযায়ী দলের নতুন নাম বেছে নেওয়া হয়েছে৷

সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘দলের নামকরণের জন্য ভক্তদের থেকে লক্ষ লক্ষ মেসেজ পেয়েছি আমরা৷ এই বিপুল সাড়া পেয়ে আমরা অভিভূত৷ আপনাদের পরামর্শ মেনেই দলের নামকরণ করা হল৷’

লখনউ দলের হেড কোচ হচ্ছেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার৷ দলের মেন্টর বাছা হয়েছে গৌতম গম্ভীরকে৷ সহকারী কোচ হিসেবে দায়িত্বে থাকছেন বিজয় দাহিয়া৷

Viral Video: তীক্ষ্ণ চিৎকার! প্রেমিককে ঘিরে তিন যুবতীর খণ্ডযুদ্ধ মাঝরাস্তায়, নিমেষে ভাইরাল ভিডিও…

#লখনৌ: প্রাক্তন প্রেমিকের সঙ্গে দুই মহিলাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল এক যুবতী! রাস্তাতেই দুই মহিলার তুমুল মারামারি (Viral Video)। এমনই তুলকালাম ঘটনা ঘটল লখনৌয়ে এক বারের সামনে। সোমবার রাতে বারবিরওয়া স্কোয়ারের কাছে স্কাই হিল্টন হোটেলের  (Viral Video) একটি বারের বাইরে একজন ব্যক্তির প্রাক্তন এবং বর্তমান বান্ধবীদের মধ্যে তুমুল মারপিট বেঁধে যায়।

আরও পড়ুন: গলা পর্যন্ত বালিতে পোঁতা, মাথার চারপাশে ছেঁকে ধরেছে ক্ষুধার্ত পাখির দল! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া…

প্রাক্তন প্রেমিকার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়  (Viral Video)। জানা গিয়েছে, ওই ব্যক্তির প্রাক্তন বান্ধবী তাঁর বর্তমান বান্ধবীর বিরুদ্ধে লাঞ্ছনার মামলা দায়ের করেছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

আরও পড়ুন:এ কী কাণ্ড! নর্দমার নোংরা জলেই দিব্যি ধোওয়া হচ্ছে ধনেপাতা! ভিডিও ভাইরাল হতেই তুলকালাম…

সোমবার রাতে হোটেলের বাইরে গাড়ি থামিয়ে রবিন নামের ওই ব্যক্তিও একই সময়ে হোটেলে আসেন। তার সঙ্গে দু’জন মেয়ে ছিল। গাড়িতে থাকা মেয়েটি রবিনের (Viral Video) সঙ্গে থাকা মেয়েদের গালিগালাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা মারামারি শুরু করে। পুলিশ জানায়, গাড়িতে থাকা অন্য মেয়েটি রবিনের প্রাক্তন কলিগ ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা হওয়ার সময় পুলিশ পরিদর্শক ধীরজ শুক্লা বলেন, গাড়িতে থাকা মহিলা ১০ অক্টোবর রাবিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি রবিনের বিরুদ্ধে প্রেমের অজুহাতে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন।

আরও পড়ুন: হাড়হিম! জুতোর মধ্যেই ঘাপটি মেরে লুকিয়ে মৃত্যু পরোয়ানা, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পর থেকেই নানা রকমের সমালোচনা ও রসিকতা শুরু হয়ে যায় এই ভিডিও ঘিরে। কমেন্ট বক্সে ঝড় ওঠে চটুল মন্তব্যের। ভিডিয়োতে (Viral Video) দেখা যায় যে চুল ধরে টানাটানি করার পর এক মহিলা রাস্তায় প্রায় অজ্ঞান হয়েই পড়ে যান। যদিও কিছুক্ষণ পর তিনি আবার উঠে দাঁড়িয়ে কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত স্থানীয় মানুষজনের হস্তক্ষেপে থামে এই ঘটনা।

ফের পঙ্গপালের হানা লখনউতে! ইন্টারনেটে ভিডিও শেয়ার করে শোরগোল নেটিজেনদের

#লখনউ: করোনা মহামারি মধ্যে ফের একবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল পঙ্গপাল। মাসখানেক আগে পশ্চিম ও মধ্য ভারতে তাদের উপদ্রব দেখা দিয়েছিল পঙ্গপালের। তারপর দিল্লি সংলগ্ন গুরুগ্রামের উপদ্রব করেছিল পঙ্গপালে। এবার ফের একবার ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল গিয়ে পৌঁছেছে লখনউতে।

উত্তরপ্রদেশের সিতাপুর জেলার বিভিন্ন গ্রামে উপদ্রব চালায় পঙ্গপাল। আতঙ্কে দরজা-জানলা বন্ধ করে বাড়িতেই বসে থাকেন স্থানীয়রা। পঙ্গপালের উপদ্রবের ছবি ও ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই।

শুধু সিতাপুর নয়, পঙ্গপালের দেখা গিয়েছে নিশাতগঞ্জ, ডালিগঞ্জ আর বিকাশ নগরেও।

গত মে মাসের শেষ সপ্তাহে পশ্চিম ও মধ্য ভারতের রাজ্য রাজস্থান, পঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে পঙ্গপাল হানা দিয়েছিল। সেই সময় পঙ্গপালের হানায় বিঘার পর বিঘা জমির ফসল, সবজি ক্ষতিগ্রস্ত হয়।