কোনও সুরক্ষার ব্যবস্থা নেই, তরতরিয়ে পাহাড়ে চড়ছেন সাধু, গোটা বিশ্বে ভাইরাল ভিডিও

সিনেমায় অথবা অ্যানিমেশন ছবিতে এমনটা দেখা গিয়েছে অনেকবার কিন্তু তরতরিয়ে পাহাড় চড়া কোনও রকম সাহায্য ছাড়া, বাস্তবে কতটা সম্ভব? আপাতত হাতের কাছে উত্তর হয়ে দাঁড়িয়ে আছেন এক সন্ন্যাসী, যার পাহাড় চড়তে কোনও সরঞ্জাম লাগে না। প্রতিরক্ষার কোনও ব্যবস্থা ছাড়াই খালি পায়ে প্রায় ৭০ ডিগ্রি খাড়া ঢাল অনায়াসে ডিঙিয়ে আপাতত নেটদুনিয়ায় প্রবল আলোচনার কেন্দ্রে তিনি।

দিন কয়েক আগেই একটি মাইক্রোব্লগিং সাইটে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। যেখানে এক সাধু খালি পায়ে ঢালু পাহাড়ে উঠছেন, পাশে দড়ি পড়ে রইলেও ওই সাধু সেই দড়ি ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি।

ভিডিওটি শেয়ার হতেই ঝড়ের বেগে ছড়াতে শুরু করেছে। এখনও পর্যন্ত ৭০ লক্ষেরও বেশি দর্শক ভিডিওটি দেখে ফেলেছে। ভিডিওটি রিট্যুইট হয়েছে ৬২হাজার বার। ৩ লক্ষ মানুষ লাইক দিয়েছেন ভিডিওটিতে।

কী করে এটা সম্ভব! অনেকে অমরনাথ যত্রার অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন। এক নেটিজেন আবার বলেছেন,”তোমার পা ছুরির মতো নেমে আসে পৃথিবীর বুকে। আর ওঁর পা পৃথিবীর মাটিকে চুমু খায়। পার্থক্য এইটুকুই।