‘আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান’…শ্রীমদ্ভগবতগীতা-র ছবি পোস্ট করলেন সুশান্তের দিদি

#ক্যালিফোর্নিয়া: জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত ৷ এই ভাষাতেই সোশ্যাল মিডিয়া উত্তাল ৷ সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে সিবিআই তদন্ত দাবি করে আওয়াজ উঠিয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষ৷ বলিউডের উজ্জ্বল এই তারকার মৃত্যু ঘিরে এখন রহস্য দানা বেঁধেই চলেছে ৷ আত্মহত্যা নাকি নায়ককে পরিকল্পিতভাবে খুন ? প্রশ্ন উঠছে সব মহলে ৷

বুধবার অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই হবে একটা বড় সিদ্ধান্ত৷ কারা তদন্ত করবেন অভিনেতার মৃত্যুর কারণ৷ তার আগে সুশান্তের দিদি- র ট্যুইট ভাইরাল৷ তিনি মহাভারতের বিখ্যাত কৃষ্ণার্জুনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘Lead Us from darkness unto LIGHT! Sharnagati’ অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, শরণাগতি৷

এর আগেও তিনি সুশান্তের জন্য সুবিচার চেয়ে সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছিলেন৷ কারণ নিজের ভাইয়ের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না তিনিও৷

সুশান্তের এরকম পরিণতিকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এসেছে বলিউডের অন্ধকার দিক৷ পুলিশের কঠোর জেরার সামনে পড়েছেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা ৷ সোশ্যাল মিডিয়ায় তো সুশান্তের ‘প্রেমিকা’ অভিনেত্রী রিয়া চক্রবর্তী কালপ্রিটের রূপ নিয়েছে ৷ রোজই সামনে আসছে একের পর এক তথ্য ৷ সঙ্গে বেড়েই চলেছে সুশান্তের মৃত্যু নিয়ে বিতর্ক ৷

এরকমই এক উত্তাল পরিবেশে, সুশান্তের ফ্যানেরা যে দিনটির জন্য অপেক্ষায় ছিলেন ৷ তার অবসান হতে চলেছে আজ অর্থাৎ বুধবার ৷ আজ  সুপ্রিম কোর্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই হস্তক্ষেপ করবে কিনা বা গোটা তদন্তের ভার মুম্বই পুলিশের ওপরই থাকবে কিনা তা নিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ রায় ৷

বিহার সরকারের তরফ থেকে প্রথমেই সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের হস্তক্ষেপকে সবুজ সংকেত দেখানো হয়েছে ৷ তবে মহারাষ্ট্রের সরকারের পক্ষ থেকে এই নিয়ে রয়েছে  বিরোধিতা ৷

এখনও পর্যন্ত এই মামলায় মোট ৫৬ জনের বয়ান নথিভুক্ত করা হয়েছে ৷ যেহেতু অভিনেতার মৃত্যু মুম্বইতে হয়েছে, সেহেতু গোটা তদন্তের প্রাথমিক দায়ভার পড়েছে মুম্বই পুলিশের হাতেই ৷ অন্যদিকে, বিতর্কে থাকা সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে দাখিল হওয়া সিবিআই হস্তক্ষেপের এই মামলার কোনও বিরোধিতা করেননি ৷ অবশেষে সুশান্ত মৃত্যু তদন্তে সিবিআই দায়িত্ব নেয় নাকি মুম্বই পুলিশের হাতেই থাকে বিষয়টি, তার উত্তর পাওয়া যাবে আর কিছুক্ষণেই৷