SRH vs RCB: টসে জিতে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠাল হায়দরাবাদ

#দুবাই: এবারের আইপিএল-এর প্রথম দু’টি ম্যাচের মতোই RCB-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন SRH অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ রাতের দিকে শিশির পড়তে পারে, এই আশঙ্কা থেকেই সম্ভবত পরে ব্যাটিংয়ের সুবিধে নিতে চাইলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷

গত বছর আইপিএল-এ প্রথম ৬টি ম্যাচে টানা হারতে হয়েছিল কোহলির আরসিবি-কে৷ অন্যদিকে নির্বাসন কাটিয়ে ফিরেও ২০১৯-এর আইপিএল-এ বিধ্বংসী ফর্মে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ কোহলির আরসিবি-র বিরুদ্ধেই গতবারের আইপিএল-এ শতরান করেন তিনি৷ অন্যদিকে আইপিএল-এ অধিনায়ক হিসেবে যাবতীয় ব্যর্থতা কাটিয়ে প্রথমবার আরসিবি-কে চ্যাম্পিয়ন করতে মরিয়া বিরাট কোহলি৷

এখনও পর্যন্ত আইপিএল-এ পনেরোবার মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ তার মধ্যে ৮ বার জিতেছে হায়দরাবাদ, ৬ বার জিতেছে ব্যাঙ্গালোর৷

এ দিনের ম্যাচ নিঃসন্দেহে দুই দলের ধুন্ধুমার ব্যাটিং লাইন আপের লড়াই৷ একদিকে হায়দরাবাদে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে তো অন্যদিকে ব্যাঙ্গালোরের হয়ে রয়েছেন বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, এ বি ডেভিলিয়ার্সরা৷অন্যদিকে বোলিংয়ে হায়দরাবাদের হাতে যেমন রয়েছে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার,  রশিদ খানরা, অন্যদিকে ব্যাঙ্গালোরের ভরসা অভিজ্ঞ উমেশ যাদব, যুজবেন্দ্র চাহল, ডেল স্টেইনরা৷