LAC আসার পথে ভারতের ভয়ে হাউহাউ করে কাঁদছে চিনা ফৌজ! ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

#তাইপেই:ভারত-চিন উত্তেজনায় নয়া মাত্রা জুড়ল এক ভাইরাল ভিডিও ৷ সীমান্ত পাহারার দায়িত্ব পড়তেই ভারতের ভয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ডিউটিতে যাচ্ছে লাল ফৌজ ! সামনে আসা চিন সেনার এক ভাইরাল ভিডিও নিয়ে এমনই ব্যাখ্যা দিয়েছে তাইওয়ানের এক সংবাদমাধ্যম৷ এই ভিডিও নিয়েই সংঘাতের আবহে নয়া অস্বস্তিতে বেজিং ৷

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাসে করে যেতে যেতে চিনের পিপলস লিবারেশন আর্মির বেশ কয়েকজন সদস্য প্রবল কান্নাকাটি করছেন ৷ সেসময় বাসে ‘গ্রিন ফ্লাওয়ার্স ইন দা আর্মি’ বলে চিনা সেনায় একটি বহুল প্রচলিত গান গাওয়া হচ্ছিল৷ তাইওয়ানের একাধিক সংবাদমাধ্যম ভিডিওটি উদ্ধৃত করে লিখেছে, LAC-তে যাওয়ার নাম শুনেই ভারতীয় সেনার ভয়ে কাঁদতে শুরু করেছে পিপলস লিবারেশন আর্মির ওই সদস্যরা ৷

এমন দাবির পাল্টা তড়িঘড়ি মাঠে নেমে বেজিংয়ের দাবি ভিডিওটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসে দাবি করা হয়েছে, আবেগের ভাষাকে ভুলভাবে প্রচার করা হচ্ছে ৷ প্রিয়জনকে বিদায় জানিয়ে দেশের হয়ে দায়িত্ব পালনে যাওয়ার পথে বাহিনীতে প্রচলিত ওই গান গাইছিলেন সেনারা ৷ গানের আবেগে ভেসে গিয়েই তাঁদের চোখে জল এসেছে৷ তার সঙ্গে ভারতীয় সেনাকে ভয় পাওয়ার কোনও সম্পর্ক নেই ৷

তাইওয়ানের সংবাদমাধ্যম এই দাবি উড়িয়ে বলেছে, সেনারা ভারতের ভয়ে এতটাই ভীত যে গানের কথাগুলি ভাল করে উচ্চারণও করতে পারছিলেন না ৷ ভয়ে কাঁদতে কাঁদতে গলার আওয়াজ হারিয়ে গিয়েছে তাঁদের৷ গত সপ্তাহে পূর্ব চিনের আনহুই প্রদেশের একটি স্থানীয় নেটওয়ার্কে এই ভিডিয়োটি প্রথম প্রকাশিত হয়। তারপরই দেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই ভিডিও ৷

ফৌজের এমন কান্নাকাটিকে রীতিমতো ব্যঙ্গ করেছে বিভিন্ন তাইনিজ সংবাদমাধ্যম৷ উল্লেখ্য, এই তরজায় ভিডিওটিকে কখনওই ভুয়ো বলে দাবি করেনি চিন৷ বরং ভুল ব্যাখ্যাকে আঁকড়ে যুক্তি খাড়া করেছে বেজিং ৷