SRH vs KKR: ঠিক যেন রকস্টার! কলকাতা- হায়দরাবাদ ম্যাচে আলোচনার কেন্দ্রে এই আম্পায়ার

#আবুধাবি: আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, রশিদ খান বা প্যাট কামিন্স৷ দুই দলে অনেক তারকাই রয়েছেন৷ কিন্তু রবিবার আবু ধাবিতে কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচের শুরু থেকে সবার নজর কেড়ে নিলেন মাঠে থাকা দুই আম্পায়ারদের মধ্যে একজন৷ রকস্টার লুক থেকে শুরু করে আম্পায়ারিং-এর ধরন, খেলা শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায় আম্পায়ার পশ্চিম পাঠককে নিয়ে৷

পশ্চিম পাঠককে এ বারের আইপিএল-এ কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচেই প্রথম আইপিএল-এ আম্পায়ারিং করতে দেখা গেল৷ লম্বা চুল, দীর্ঘকায় এই আম্পায়ারকে দেখে অনেকেই বলছেন ‘রকস্টার’৷ পাশাপাশি বোলার বল করার সময় যেভাবে সামনের দিকে ঝুঁকে আম্পায়ারিং করছেন তিনি, তা দেখেও অনেকেরই পুরোন দিনের আম্পায়ারিং-এর কথা মনে পড়ে যাচ্ছে৷

২০১৪ সালে প্রথমবার আইপিএল-এ আম্পায়ারিং করেন পশ্চিম পাঠক৷ এখনও পর্যন্ত আইপিএল-এর আটটি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি৷ এর আগে বিজয় হাজারে ট্রফিতে আম্পায়ারিং করার সময় হেলমেট পরে থাকতে দেখা গিয়েছিল তাঁকে৷ সেই সময়ও চর্চায় উঠে আসেন এই আম্পায়ার৷ মহিলাদের দু’টি আন্তর্জাতিক ম্যাচেও আম্পায়ারিং করেছেন তিনি৷

এ দিন পশ্চিম পাঠককে নিয়ে রীতিমতো পরের পর মিম ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ কেউ মজা করে বলেন, তিনি শেষবার যখন চুল কেটেছিলেন, তখনও রশিদ খান জন্মগ্রহণ করেননি৷ আবার কেউ তাঁর সঙ্গে ববি দেওয়ালের মিল খুঁজে পেয়েছেন৷ তবে পশ্চিম পাঠককে স্টাইল স্টেটমেন্ট দেখে তাঁর ভক্ত হয়ে গিয়েছেন অনেকেই৷