Category Archives: IPL

IPL 2021 | Sunil Narine: দলকে জেতানোর পাশাপাশি গড়লেন আইপিএলে নতুন রেকর্ডও ! জেনে নিন শারজায় নারিনের কীর্তি

শারজা: আরসিবি-কে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷ এখন সামনে শুধু দিল্লি ৷ বুধবার পন্থদের হারাতে পারলেই ফাইনালে চলে যাবে কেকেআর (KKR) ৷

সোমবার শারজায় বল হাতে কামাল করেছেন সুনীল নারিন (Sunil Narine) ৷ মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি ৷ দলকে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করছেন ৷ এ বারের আইপিএলের আমিরশাহী পর্বে দারুণ ছন্দেই রয়েছেন ক্যারিবিয়ান তারকা ৷ সোমবারও বলের পাশাপাশি ব্যাটিংয়েও সমর্থকদের হতাশ করেননি নারিন ৷ ১৫ বলে ২৬ রান করেন তিনি। এর পাশাপাশি গড়লেন নতুন রেকর্ড (KKR spinner Sunil Narine creates new IPL record) ৷

সোমবার আইপিএল-এ সবচেয়ে বেশি বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন নারিন। এই নিয়ে আইপিএল-এ  ৮ বার চার উইকেট নিলেন তিনি। টপকালেন লাসিথ মালিঙ্গাকে। শ্রীলঙ্কার তারকা পেসার এর আগে সাত বার চার উইকেট নিয়েছেন। এখানেই শেষ নয়, প্রথম স্পিনার হিসেবে আরসিবি-র বিরুদ্ধে তিন বার চার উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার।

২০১৩ ও ২০১৪ সালের আইপিএল-এ দু’বার বিরাট বাহিনীর বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন নারিন। ২০১৩ সালে রাঁচিতে ২২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ২০১৪ সালে কলকাতায় ২০ রান দিয়ে চার উইকেট নেন কেকেআরের ‘মিস্ট্রি স্পিনার’।

IPL 2021: KKR -র কাছে হেরে গিয়ে মাঠেই হাউহাউ করে কান্না বিরাটের, ভাইরাল

#কলকাতা: একেবারে কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli Crying) ৷ কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ আর তারপরেই মাঠ সাক্ষী থাকল বিরাট কোহলির (Virat Kohli) কান্নার৷  আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে। এদিকে কেকেআরের (KKR) আনন্দের দিনে একেবারে ভেঙে পড়লেন বিরাট কোহলি৷ না হল না! আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল ক্যাপ্টেন কোহলির৷

বিরাট কোহলি (Virat Kohli) জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ অধিনায়কত্ব করেছেন। কিন্তু আইপিএলের প্রসঙ্গ উঠতেই কোহলিকে কার্যত ব্যাকফুটে চলে যেতে হয়। আইপিএলে ক্যাপ্টেন কোহলির সাফল্যের ভাঁড়ার শূন্য। আর তাই চলতি আইপিএলের (IPL 2021) পরই কোহলি আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছেন। তাই খাতায়-কলমে আরসিবির ক্যাপ্টেন হিসাবে কোহলির এটাই শেষ আইপিএল৷

এবার কোহলিকে ট্রফি পাইয়ে দিতে যেন ঝাঁপিয়ে পড়েছিল  গোটা দল। কিন্তু গ্রুপ পর্বে আরসিবির পারফরম্যান্স ছিল দারুন। কেকেআরের কাছে হারের পর বিরাটের স্বপ্ন শেষ, তারপরেই মাঠে কাঁদতে (Virat Kohli Crying) দেখা যায় কোহলিকে৷ তাঁর এই কান্নার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)৷

জাতীয় দলের জার্সি গায়ে একের পর এক সাফল্য রয়েছে ক্যাপ্টেন বিরাট কোহলির। তবে আইপিএলে ক্যাপ্টেন হিসেবে খেলতে নামলেই বিরাট কোহলির কপালে জুটেছে ব্যর্থতা। বারবার ট্রফির কাছে গিয়েও তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে। সেই ব্যর্থতার দায় নিয়ে আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। চলতি মরসুমের পর তিনি আর আরসিবির অধিনায়কত্ব করবেন না, ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। অর্থাৎ আরসিবির ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির আর আইপিএলের ট্রফি ছুঁয়ে দেখা হলো না। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির সাফল্য রয়েছে অনেক। সব জিনিস তো আর সবাইকে ধরা দেয় না। বিরাট কোহলি আর আইপিএল ট্রফির মধ্যে দূরত্বটা রয়েই গেল

IPL 2021, DC vs CSK : পন্থ এবং পৃথ্বীর ব্যাটে ভর করে ধোনির হলুদ ব্রিগেডের বিপরীতে লড়াকু রান তুলল দিল্লি

#দুবাইঃ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম থেকে ব্যাট করতে নেমে দিল্লির শুরুটা ভাল হয়নি। শিখর ধাওয়ান হাজেলউডের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। সম্পূর্ণ ব্যর্থ শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ান পেসারের বলেই মারতে গিয়ে ব্যাটের নীচে লেগে বলটা ওপরে উঠে গেল। সহজ ক্যাচ নিলেন ঋতুরাজ। এরপর অক্ষর প্যাটেল ফিরে গেলেন ১০ রান করে। তাঁকে চার নম্বরের কোন যুক্তিতে নামানো হয়েছিল কেউ জানে না। অন্যদিকে দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন পৃথ্বী শ।

দীর্ঘদিন পর মুম্বই ব্যাটসম্যানকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে দেখা গেল। ৬০ রানের ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। কিন্তু জাদেজার বলে কভারের ওপর দিয়ে মারতে গিয়ে লং ওফে ক্যাচ দিলেন দু প্লেসির হাতে। পৃথ্বীর আউট হয়ে যাওয়ার ফলে দিল্লির রান তোলার গতি অনেকটা কমে গেল। পন্থ এবং হেটমায়ার ক্রিজে থাকলেও সহজে রান তুলতে পারছিলেন না।

মইন আলি, জাদেজা বুদ্ধি করে বল করলেন। কিছুতেই বাউন্ডারি আসছিল না দিল্লির। তবে দেখার বিষয় এদিন ব্রাভোকে ধোনি প্রথম বল করতে দিলেন ১৫ ওভারের মাথায়। ব্যাপারটা পরিষ্কার, ডেথ ওভারে দলের সেরা বোলারকে যত বেশি সম্ভব ব্যবহার করার প্ল্যান ছিল ধোনির।হেটমায়ার  ৩৭ করে ফিরলেন।পয়েন্ট তালিকায় দু’নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস অবশ্য আচমকা ফর্ম হারিয়েছে। শেষ তিনটি ম্যাচেই হেরেছেন ধোনিরা।

পরাজয়ের হ্যাটট্রিকের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া তারা। অবশ্য ফর্মের বিচারে এগিয়ে দিল্লি ক্যাপিটালসই। চলতি প্রতিযোগিতাতে দু’বারের মুখোমুখি সাক্ষাতে সিএসকে’কে বশ মানিয়েছেন পন্থরা। এমনকী, ধোনিদের বিরুদ্ধে তার আগের দু’টি মোকাবিলাতেও শেষ হাসি হেসেছিল দিল্লি। গতবার ফাইনালে উঠেও খেতাব জিততে না পারার আক্ষেপ এবার আরও আগ্রাসী করে তুলেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটিকে।

IPL 2021, SRH vs MI : ঈশান, সূর্যের ব্যাটে রানের পাহাড়ে মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স – ২৩৫/৯

আবুধাবি: প্লে-অফে উঠতে হলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। অবশ্য খেতাব জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন টিকিয়ে রাখতে গেলে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জেতা জরুরি। কিন্তু সেই লক্ষ্যমাত্রা এতটাই উঁচু যে, তার নাগাল পাওয়া অসম্ভব। কারণ, নেট রান-রেটের হিসেবে রোহিতদের (-০.০৪৮) চেয়ে অনেক এগিয়ে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী কেকেআর (০.৫৮৭)। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে অন্তত ১৭১ রানের ব্যবধানে জিততে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। আর পরে ব্যাট করলে জয় নিশ্চিত করতে হবে ১৯ ওভার হাতে রেখে, যা একপ্রকার অসম্ভব ব্যাপার।

প্লে-অফের লড়াই থেকে অনেক আগে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে একেবারে নীচে রয়েছে তারা। তবু প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছে না মুম্বই শিবির। তবে রোহিত যাই বলুন, তাঁদের সামনে অসাধ্য সাধনের পরীক্ষা। মুম্বইকে সমস্যায় ফেলেছে মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। সূর্যকুমার যাদব (২৩৫ রান), হার্দিক পান্ডিয়া (১১৭ রান), কিয়েরন পোলার্ড (২৩২ রান), সৌরভ তিওয়ারিরা (১১৪ রান) নির্ভরতা জোগাতে পারেননি। ফর্ম হারানোর জন্য কয়েকটি ম্যাচে বাদ পড়েছিলেন ঈশান কিষানও।

তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। নড়বড়ে মিডল অর্ডারের জন্যই রোহিতের (৩৬৩ রান) সঙ্গে ঈশানের ওপেনিং জুটির গুরুত্ব বাড়ছে। শেষ ম্যাচে মুম্বই বোলাররা মাত্র ৯০ রানে আটকে রেখেছিল রাজস্থানকে। যশপ্রীত বুমরাহ (১৯ উইকেট), ট্রেন্ট বোল্ট (১২ উইকেট) তো আছেনই, রয়্যালসের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন দুই বিদেশি পেসার জেমস নিশাম ও নাথান কুল্টার-নাইল।এমন অবস্থায় দাঁড়িয়ে শুক্রবার ভাগ্য সঙ্গ দিল রোহিত শর্মাকে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক।

ঈশান এবং রোহিত মিলে আগুনের গতিতে শুরু করলেন। বিশেষ করে ঈশান। মাত্র ১৬ বলে ৫০ করে ফেললেন। রোহিত শর্মা অবশ্য রশিদ খানের বলে মারতে গিয়ে নবীর হাতে ধরা পড়লেন ১৮ করে। ঈশান নিজের ধ্বংসলীলা চালিয়ে গেলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া মাত্র ১০ রান করে ফিরে গেলেন হোল্ডারের বলে। তবে শেষ পর্যন্ত উমরান মালিকের বলে ৮৪ করে ঋদ্ধিমান এর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান।

পোলার্ড এবং সূর্য রান বাড়ানোর চেষ্টা করলেন। পোলার্ড অভিশেক শর্মার বলে মারতে গিয়ে ১৩ করে ফিরে গেলেন রয়ের হাতে ক্যাচ দিয়ে। পরের বলেই জিমি ফিরে গেলেন নবির হাতে ক্যাচ দিয়ে। ক্রানাল এবং সূর্যকুমার চেষ্টা চালিয়ে গেলেন দলের রান ২০০ পার করার। ক্রুনাল  ফিরে গেলেন মাত্র ৯ রান করে। উইকেট নিলেন রশিদ খান। ২৪ বলে অর্ধশত রান পূর্ণ করে ফেললেন সূর্য। উইকেটের চারিদিকে শট খেলতে দেখা গেল তাঁকে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্ম খুশি করবে ভারতীয়দের। সানরাইজার্স বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন সূর্য। উমরান মালিকের বলে হেলমেটে আঘাত পেলেন। শেষ পর্যন্ত ৮২ করে ফিরে গেলেন। চারটি উইকেট পেলেন হোল্ডার।

IPL 2021: MI vs SRH: টসই কি হল মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্ধারক, জানুন Toss Update

#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) ৫৫ তম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)৷ টস সব ম্যাচেই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচের টস আপডেট  (Toss Update) একটু বেশিই গুরুত্বপূর্ণ৷ টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রোহিত শর্মা৷ এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করছেন মণীশ পান্ডে৷ ফলে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেলে যে প্লে অফে যাওয়ার সম্ভবনায় শুরুতেই বালি পড়ে যেত সেটা অন্তত হল না৷

এদিকে এর আগে কলকাতা নাইট রাইডার্স  (KKR)  আইপিএল ২০২১ (IPL 2021) -র ৫৪ তম ম্যাচে রাজস্থান রয়্যালস  (RR)  ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে৷ এই জয়ের ফলে চতুর্থ স্থানে কেকেআরের অবস্থান আরও মজবুত হয়েছে৷ কার্যত তাদের প্লে অফে পৌঁছনো নিশ্চিত৷ চেন্নাই সুপার কিংস  (CSK) এবং দিল্লি ক্যাপিটাল্স (DC)  এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আগেই প্লে অফে জায়গা করে নিয়েছে৷ এখন প্লে অফের জন্য চতুর্থ দলের পরিস্থিতি আকর্ষণীয় হয়ে গেছে৷ এদিকে এই সবের জেরে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং পাঁচবারের আইপিএল ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে (Mumbai Indians in Playoff) পৌঁছনো প্রায় অনিশ্চিত৷

ষষ্ঠ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians ) এখনও অবধি অবশ্য পুরো আশা হারায়নি৷ কিন্তু মুম্বইয়ের প্লে অফে পৌঁছনোর রাস্তা খুবই জটিল৷ রাজস্থানের বিরুদ্ধে বড় জয়ের ফলে কেকেআর (KKR) নিজের রানরেট খুবই ভালো করে নিয়েছে৷ এরফলে মুম্বই আরও চাপে পড়ে গেছে৷ প্লে অফে পৌঁছতে গেলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে হারাতে হবে৷

আরও পড়ুন- বঙ্গ ছাড়াও ভিন রাজ্যের পুজো: বেড়াতে গিয়েও মিস হবে না অষ্টমীর অঞ্জলি আর পুজোর ভোগ!

শুক্রবার আইপিএল ২০২১ (IPL 2021) শেষ ডবল হেডারের শেষ ম্যাচ হবে৷ টুর্নামেন্টের এই প্রথম একইসঙ্গে দুটি ম্যাচ হবে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স খেলবে আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে৷ যদি সানরাইজার্স অধিনায়ক টসে জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখনই সরকারি ভাবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে ছিটকে যাবে৷

আরও পড়ুন – Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!

মুম্বই ইন্ডিয়ান্স যদি প্রথমে বল করে তাহলে পয়েন্ট টেবলে কেকেআরকে কোনওভাবেই  ছিটকে দিতে পারবে না৷ তাতে যদি প্রথম ওভারেও ম্যাচ জিতে যায় তাহলেও প্লেঅফের টিকিট পাবে না৷ আইপিএলের (IPL2021) সবচেয়ে সফল দল ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে৷ তাদের নেট রানরেট -০.০৪৮, কিন্তু কেকেআর রাজস্থানের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় তাদের রানরেট +০.৫৮৭৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খারাপ হয়েছে পারফরম্যান্স৷ তারই জেরে তাদের এই রকমের অবস্থা, যখন তারা খেতাব রক্ষার লড়াইতে নেমে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছতে পারল না৷

IPL 2021 Playoffs Scenario: চতুর্থ স্থানের লড়াইয়ে কেকেআর ও মুম্বই, নাইটদের প্লে অফে ওঠার অঙ্কটা কী ?

দুবাই: টুর্নামেন্টের শেষ পর্যায় এখন উত্তেজনা তুঙ্গে ৷ লড়াইটা অবশ্যই প্লে অফে ওঠা নিয়ে ৷ কোন চারটি দল জায়গা পাবে প্লে অফে, তা জানার জন্য একেবারে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ আজ, বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে নামছে কেকেআর ৷ অঙ্ক এমন, যে প্লে অফে যেতে হলে জেতা ছাড়া আর কোনও উপায় নেই কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RR) ৷

দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) প্লে অফে খেলা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ৷ লড়াইটা এখন পয়েন্ট টেবলের চতুর্থ স্থানকে নিয়ে ৷ সেই লড়াইয়ে রয়েছে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷

১৩ ম্যাচ খেলে কলকাতা এবং মুম্বই দু’দলেরই পয়েন্ট সমান, ১২ ৷ কিন্তু নেট রান রেটে মুম্বইয়ের (-০.০৪৮) থেকে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স (+০.২৯৪) ৷

বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে জিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের রাস্তা পাকা করে ফেলার সুযোগ রয়েছে নাইটদের। এরপর, আগামিকাল শুক্রবার মুম্বই খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে শুধু জেতা নয়, বড় ব্যবধানে জেতার কথা ভাবতে হবে রোহিত শর্মাদের। তা না হলে এ বারের আইপিএল-এ লিগ পর্বেই থেমে যাবে গত বারের চ্যাম্পিয়নদের যাত্রা ৷

তাই আজকের ম্যাচ শুধু জিতলেই শান্তি নেই কেকেআরের ৷ আগামিকাল, মুম্বই-হায়দরাবাদ ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মর্গ্যান ব্রিগেডকে ৷ এখনও পর্যন্ত নেট রান রেটের বিচারে অনেকটাই এগিয়ে কেকেআর ৷

IPL 2021: RR vs MI ম্যাচে, দু’দলের প্রথম একাদশ জেনে নিন এক ক্লিকে

#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) এখন বেশ কয়েকটি দলের কাছে করো নয় মরো পরিস্থিতি৷  মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (RR vs MI) ম্যাচটিও দুই দলের কাছেই প্রচণ্ড গুরুত্বপূর্ণ৷ মঙ্গলবার মুম্বই টসে (Toss Update) জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল৷

দেখে নিন প্লেঅফের লড়াইতে টিকে থাকতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ (Playing 11) কেমন হল৷

রাজস্থান রয়্যালস এই ম্যাচে নিজেদের প্রথম একাদশ (Playing 11) ঘোষণা করেছে৷

আইপিএল ২০২১ -র প্লে অফে (Playoff) যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জয় একমাত্র উপায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে৷ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এদিনের ম্যাচে হারলেও তাও একটা ক্ষীণ সুযোগ তাদের সামনে থাকবে৷ কিন্তু রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স যদি এদিনের ম্যাচে কোনও ভাবে হারে তাহলে খেতাব ধরে রাখার আশায় একেবারে জল ঢালা হয়ে যাবে৷ আইপিএল প্লে অফের (IPL 2021 playoffs) আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ই একমাত্র উপায় তাদের৷

আরও পড়ুন- Lifestyle Tips: পিরিয়ডসের ব্যাথা থেকে, স্ট্রেস-Essential Oils ঘটায় ম্যাজিক উপশম

আইপিএল ২০২১ এ  (IPL 2021) রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Rajasthan Royals vs Mumbai Indians) দুটি দলই ১২ টি করে ম্যাচ খেলে ফেলেছে৷ দুটি দলই ৫ টি করে জয় নিয়ে ১০ পয়েন্ট পেয়ে রয়েছে৷ সব এক হলেও রাজস্থান রয়্যালসের অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা অনেকটাই স্বস্তির কারণ এই ম্যাচে হারলে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ (IPL Playoff) থেকে ছিটকে যাবে৷ অন্যদিকে এই ম্যাচ হেরেও শেষ চারে যেতে পারবে রাজস্থান রয়্যালস৷

মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals) দুটি দলেরই এখনও অবধি দুটি করে ম্যাচ বাকি রয়েছে৷ মুম্বই আজ রাজস্থান ও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে৷ আজ যদি মুম্বই হেরে যায় তাহলে তাদের ১০ পয়েন্টই থেকে যাবে আর রাজস্থানের পয়েন্ট হবে ১২৷  রাজস্থান ৭ অক্টোবর কেকেআরের বিরুদ্ধে খেলবে৷ যাদের আগেই ১২ পয়েন্ট হয়ে রয়েছে৷ এই অবস্থায় কলকাতা ও রাজস্থানের ম্যাচে যে জিতবে সেই আইপিএল প্লে অফের টিকিট পেয়ে যাবে৷ কারণ যে দলই জিতবে তার ১৪ পয়েন্ট হবে৷ সেক্ষেত্রে নেট রানরেটের ওপর ভিত্তিতে পাওয়া যাবে শেষ চারের টিকিট৷

আরও পড়ুন – Government Job Vacancy: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ

এদিকে রাজস্থানের কাছে মুম্বই নিজের শেষ ম্যাচ হায়দরাবাদের সঙ্গে খেললেও যদি জিতেও যায় তাহলে তাদের পয়েন্ট হবে ১২৷ এই ম্যাচে তাই জয় মুম্বই ইন্ডিয়ান্সের খুবই গুরুত্বপূর্ণ৷ হারলে তাদের দেশে ফেরাই ভবিত্যব হবে৷

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটাল্স ২০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২১ পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে৷ এছাড়া চেন্নাই সুপার কিংস ১৮ পয়েন্ট নিয়ে দু নম্বরে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে৷ কেকেআর এখন পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে৷ আইপিএলের লিগ পর্বের ৫৬ টি ম্যাচের ৫০ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ রাজস্থান বনাম মুম্বই এই পর্বের ৫১ তম ম্যাচ হবে

IPL 2021: CSK vs DC: চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের এক নম্বরে দিল্লি

#দুবাই:  CSK vs DC ম্যাচ লো স্কোরিং হলেও দুবাইতে টানটান উত্তেজনায় ভরা হল IPL 2021 -র ৫০ তম ম্যাচ৷ জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৭ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৯.৪  ওভারে ৭  উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছল দিল্লি ক্যাপিটাল্স (CSK vs DC) ৷ পাশাপাশি এই ম্যাচ জিতে আইপিএল ২০২১ -র (IPL 2021) পয়েন্ট টেবলে তারা এক নম্বরে পৌঁছে গেল৷

আইপিএল ২০২১ (IPL 2021) সিএসকে বনাম দিল্লি (CSK vs DC) ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে চেন্নাই সুপার কিংস৷ এদিনের ম্যাচ ছিল লো স্কোরিং৷ রতুরাজ, ফ্যাফ ডু প্লেসি, রবিন উত্থাপ্পা কেউই বড় স্কোর করতে পারেননি৷ ১৩ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রতুরাজ৷ অন্য ওপেনার ফ্যাফ ৮ বলে ১০ রান করেন৷ ফ্লপ সুরেশ রায়নার জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া রবিন উত্থাপ্পাও৷ তিনি ১৯ বলে ১৯ রান করেন৷

ফ্লপ মইন আলিও৷ তিনিও মাত্র ৮ বলে ৫ রান করেন৷ এরপরে দলের হাল ধরেন অম্বাতি রায়ডু৷ ৪৩ বলে ৫৫ রান করে তিনি স্কোরকে একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে যান৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ধোনি ২৭ বলে মাত্র ১৮ রান করে আউট হন৷ দিল্লির হয়ে অক্ষর প্যাটেল ২ টি উইকেট নেন৷ আর নোৎর্জে, আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন ১ টি করে উইকেট নেন৷

আরও পড়ুন – Viral Jahnvi! মাথায় আলুলায়িত চুলে গোঁজা ফুল!উত্থিত নিতম্ব, উদ্ভিন্ন যৌবনে ভরা খোলামেলা পোশাক

এদিকে রান তাড়া করতে নেমে টলমল শুরু করে দিল্লি ক্যাপিটাল্সও৷ প্রথমেই ফিরে যান ওপেনার পৃথ্বী শ৷ তাঁর রান ১২ বলে ১৮৷ চালিয়ে খেললেও বড় রান করতে পারেননি তিনি৷ শ্রেয়স আইয়ার ৭ বলে ২, ঋষভ পন্থ ১২ বলে ১৫ রান, রিপল প্যাটেল ২০ বলে ১৮ রান করেন৷ দিল্লির ওপেনার শিখর ধাওয়ান অবশ্য লো স্কোরিং টার্গেট তাড়ার ক্ষেত্রে উইকেটের একদিক ধরে রেখেছিলেন৷ কিন্তু ৩৫ বলে ৩৭ রান করে তিনি শার্দুল ঠাকুরের শিকার৷

শেষবেলায় দিল্লির হেটমেয়ার বেশ খানিকটা চালিয়ে খেলে দলকে আবার হাড্ডাহাড্ডি ম্যাচে ফেরানোর চেষ্টা করেন৷ নিজের চেষ্টায় একেবারে সফল তিনি৷ এদিকে শেষ ওভারে ডয়েন ব্র্যাভোর বলে অক্ষর প্যাটেল আবার ১০ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ হেটমেয়ার ১৮ বলে ২৮ রান করেন৷

IPL 2021 KKR vs SRH report : দলগত পারফরম্যান্স জিতিয়ে দিল নাইট রাইডার্সকে

৬ উইকেটে জয়ী নাইট রাইডার্স

#দুবাই: ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে সানরাইজার্স যে ভুল করেছিল প্রথম ইনিংস শেষে সেটা নিয়ে সন্দেহ থাকার কথা নয় অধিনায়ক কেন উইলিয়ামসনের। কেকেআর বোলারদের দাপটে কমলা ব্রিগেড একেবারে কোণঠাসা হয়ে গেল ব্যাট হাতে। উইলিয়ামসন ২৬ এবং আব্দুল সামাদ ২৫ সর্বোচ্চ স্কোরার। নাইট রাইডার্স বোলারদের মধ্যে সাউদি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট পেলেন। একটি উইকেট পেলেন সাকিব আল হাসান।

তবে রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই যেভাবে বল হতে সানরাইজার্স ব্যাটসম্যানদের চেপে ধরল বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সাকিবরা, এবং যেভাবে ফিল্ডিং করল দলটা, তাতে বুঝতে অসুবিধে নেই এই ম্যাচটা জিততে কতটা মরিয়া শাহরুখ খানের দল। শুভমন গিল আউট হয়ে যাওয়ার পর নীতিশ রানাও আউট হয়ে গেলেন। কিন্তু শেষপর্যন্ত থেকে দীনেশ কার্তিক কেকেআর জয় নিশ্চিত করলেন। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচটা জেতা ছাড়া উপায় ছিল না শাহরুখ খানের দলের।

দুবাইয়ে নিজামের শহরের দলকে হারিয়ে বাদশাকে নতুন উপহার দিল তার দল। কিন্তু বলতে হবে শুভমন গিলের কথা। যতক্ষণ ব্যাট করলেন বুঝিয়ে দিয়ে গেলেন দায়িত্ব নিতে তৈরি। এতদিন শুরু করেও বড় রান করতে পারছিলেন না। আজ পারলেন। রশিদ খান, মালিক, ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে ধৈর্য ধরে ইনিংস তৈরি করলেন। ম্যাচ শেষে জানিয়ে গেলেন লক্ষ্য ছিল তাড়াহুড়া না করে ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া।

এর ফলে নিজেদের আত্মবিশ্বাস বাড়বে। কোচ ব্রেন্ডন ম্যাককালাম প্রচন্ড পজিটিভ মানুষ। শুভমন মনে করেন এই জয় তাদের দল হিসেবে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। আগামী বৃহস্পতিবার রাজস্থানকে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করতে চান নাইটদের তরুণ তুর্কি। সব মিলিয়ে আজ কেকেআরের জয় সম্ভব হয়েছে দলগত পারফরম্যান্সে। একটা মরিয়াভাব লক্ষ্য করা গিয়েছে। আর সাকিব আল হাসানকে এতদিন বসিয়ে রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না সেটা বুঝতে পেরেছো কেকেআর টিম ম্যানেজমেন্ট।

IPL 2021, KKR vs PBKS: শেষ ওভারে দুরন্ত জয় পঞ্জাবের ! হেরে প্লে অফের রাস্তা কঠিন হল নাইটদের

দুবাই: এবারের আইপিএলে আমিরশাহী-পর্বে তিনটি জয় পেয়ে প্লে-অফের দৌড়ে ছিল কলকাতা। কিন্তু শুক্রবার পঞ্জাব ম্যাচ হারায় প্লে-অফের রাস্তা ফের কঠিন হয়ে গেল কেকেআরের (Kolkata Knight Riders) কাছে।

কলকাতাকে এদিন ৫ উইকেটে হারাল প্রীতি জিন্টার পঞ্জাব। হেরে গিয়ে প্লে-অফের রাস্তা আরও কঠিন হল কেকেআর-এর।