India vs Australia 1st ODI: হার্দিক-ধাওয়ানদের লড়াই কাজে এল না, ৬৬ রানে হার হজম ভারতের

অস্ট্রেলিয়া: ৩৭৪/৬ (৫০ ওভার)
ভারত: ৩০৮/৮ (৫০ ওভার)
৬৬ রানে জয়ী অস্ট্রেলিয়া 

#সিডনি:  ৩৭৫ রানের বিশাল টার্গেট ৷ সফরের প্রথম ম্যাচ ৷ টিমে যতোই বড় বড় ম্যাচ উইনাররা থাকুন না কেন, এই রান তাড়া করে জেতাটা যে কোনও দলের পক্ষেই কঠিন ৷ সিডনিতে এদিন কোনও অঘটন ঘটাতে পারেননি কোহলিরাও ৷ হার্দিক-ধাওয়ানরা লড়াই করলেও শেষরক্ষা করতে পারেননি ৷ ভারতের ইনিংস শেষ হয় ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে ৷ ৬৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ৷

রান তাড়া করতে নেমে দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল (২২) এবং শিখর ধাওয়ান শুরুটা ভাল করলেও ময়াঙ্ক আউট হতেই ছন্দপতন ভারতের ব্যাটিংয়ের ৷ অধিনায়ক কোহলি (২১), শ্রেয়স (২), রাহুল (১২)- একে একে প্যাভিলিয়ানে ফেরেন ৷ এরপর অবশ্য ধাওয়ানের সঙ্গে পার্টনারশিপে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন হার্দিক ৷ জাম্পার বলে ৭৪ রান করে ধাওয়ান আউট হতেই ফের চাপে পড়ে যায় ভারত ৷ ৭৬ বলে ৯০ রান করেন পান্ডিয়া ৷ মেরেছেন ৭টি চার এবং ২টি ছক্কা ৷ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা ৷ হ্যাজলউডের ঝুলিতে এদিন ৩টি উইকেট ৷

ক্যাঙারুদের দেশে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অন্তত তেমন সুবিধা করে উঠতে পারেন নি ভারতীয় বোলাররা ৷ ফিঞ্চ-স্মিথের জোড়া শতরানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান স্কোরবোর্ডে তোলে অস্ট্রেলিয়া ৷ শুধু স্মিথরাই নন, রান পেয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৬৯) এবং গ্লেন ম্যাক্সওয়েলও ৷ মাত্র ১৯ বলে ৪৫ রান করে দলের রানকে এদিন  ৩৫০-র গণ্ডি টপকাতে সাহায্য করেন ম্যাক্সওয়েল ৷

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার ওয়ার্নার এবং ফিঞ্চ ৷ ওয়ার্নার ৬৯ রান করে আউট হলেও অজি অধিনায়ক ফিঞ্চ (১১৪) এবং স্মিথ (১০৫) রান করেন ৷ সঙ্গে ছিল ম্যাক্সওয়েল ঝড় ৷ ভারতীয় বোলারদের এদিন প্রায় কাঁদিয়ে ছেড়েছেন অজি ব্যাটসম্যানরা ৷

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল মহম্মদ শামি ৷ ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ বুমরাহ, সাইনি ও চাহালের ঝুলিতে ১টি করে উইকেট ৷