Tag Archives: India vs Australia

Team India: টিম ইন্ডিয়ার সবথেকে বড় ও কঠিন সিরিজ! প্রকাশিত হল সম্পূর্ণ সূচি

চলতি বছরে আন্তর্জাতিক সিরিজগুলির মধ্যে অন্যতম হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। ২০২৪-এর শেষ থেকে ২০২৫-এর শুরু পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে টিম ইন্ডিয়া।
চলতি বছরে আন্তর্জাতিক সিরিজগুলির মধ্যে অন্যতম হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। ২০২৪-এর শেষ থেকে ২০২৫-এর শুরু পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে টিম ইন্ডিয়া।
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল সামনে আসতে পারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি। অবশেষে ক্রিকেট অস্ট্রলিয়ার তরফ থেকে ঘোষণা করা হল সূচি। জানিয়ে দেওয়া হল এর আগে এই সিরিজে যা কোনও দিন হয়নি, তাই হবে এবার।
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল সামনে আসতে পারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি। অবশেষে ক্রিকেট অস্ট্রলিয়ার তরফ থেকে ঘোষণা করা হল সূচি। জানিয়ে দেওয়া হল এর আগে এই সিরিজে যা কোনও দিন হয়নি, তাই হবে এবার।
১৯৯১-১৯৯২ সাল থেকে হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই দুই দেশের সিরিজ এতদিন হত ৪ ম্যাচের। ইতিহাসে এই প্রথমবার বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ হতে যাচ্ছে ৫ ম্যাচের। তার মধ্য়ে একটি দিন-রাতের টেস্ট।
১৯৯১-১৯৯২ সাল থেকে হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই দুই দেশের সিরিজ এতদিন হত ৪ ম্যাচের। ইতিহাসে এই প্রথমবার বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ হতে যাচ্ছে ৫ ম্যাচের। তার মধ্য়ে একটি দিন-রাতের টেস্ট।
যে সূচি সামনে এসেছে তা হল- প্রথম টেস্ট নভেম্বর ২২-২৬ (পার্থ), দ্বিতীয় টেস্ট ডিসেম্বর ৬-১০ (অ্যাডিলেড ওভাল,দিন রাতের টেস্ট), তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর ( গাব্বা, ব্রিসবেন), চতুর্থ টেস্ট ডিসেম্বর ২৬-৩০ (মেলবোর্ন), পঞ্চম টেস্ট ৩-৭ জানুয়ারি (সিডনি)।
যে সূচি সামনে এসেছে তা হল- প্রথম টেস্ট নভেম্বর ২২-২৬ (পার্থ), দ্বিতীয় টেস্ট ডিসেম্বর ৬-১০ (অ্যাডিলেড ওভাল,দিন রাতের টেস্ট), তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর ( গাব্বা, ব্রিসবেন), চতুর্থ টেস্ট ডিসেম্বর ২৬-৩০ (মেলবোর্ন), পঞ্চম টেস্ট ৩-৭ জানুয়ারি (সিডনি)।
প্রসঙ্গত, বিগত চার সিরিজ ধরে এই ট্রফি ধরে রেখেছে ভারতীয় দল। ২০১৬-১৭ ও ২০২২ সালে দেশের মাটিতে এই সিরিজ জেতে টিম ইন্ডিয়া। আর ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জেতে ভারত। ২০২০ সালেও অজিভূমে তেরঙা ওড়ায় টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, বিগত চার সিরিজ ধরে এই ট্রফি ধরে রেখেছে ভারতীয় দল। ২০১৬-১৭ ও ২০২২ সালে দেশের মাটিতে এই সিরিজ জেতে টিম ইন্ডিয়া। আর ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জেতে ভারত। ২০২০ সালেও অজিভূমে তেরঙা ওড়ায় টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের কাছে এই সিরিজ জেতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার যা পরিস্থিতি, তাতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের উপর অনেকটা নির্ভর করবে কারা ফাইনালে পৌছবে।
ভারতীয় দলের কাছে এই সিরিজ জেতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার যা পরিস্থিতি, তাতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের উপর অনেকটা নির্ভর করবে কারা ফাইনালে পৌছবে।

India vs Australia: অস্ট্রেলিয়া ‘জুজু’ কিছুতেই পিছু ছাড়ছে না! শেষ ৯ মাসে ৩ বিশ্বকাপ হার ভারতের

ভারতের সিনিয়র দলের পর এবার জুনিয়র দলও চোক করল আইসিসি প্রতিযোগিতার ফাইনালে। রোহিত শর্মা-বিরাট কোহলিরা ২০১৩ সালের পর কোনও আইসিসি ইভেন্টের ফাইনাল জিততে পারেনি। তবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের তেমন কোনও পরিসংখ্যান ছিল না। উল্টে যুব বিশ্বকাপের ইতিহাসে সবথেকে সফলতম দলের তকমা রয়েছে ভারতের। কিন্তু এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালেও হারের মুখ দেখতে হল জুনিয়র টিম ইন্ডিয়া।

২০২৩ সালের জুন মাস থেকে যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে শেষ ৯ মাসে সিনিয়র-জুনিয়র দল মিলিয়ে ৩টি বিশ্বকাপের ফাইনাল হারতে হয়েছে ভারতকে। যেই যাত্রাটা শুরু হয়েছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে। তারপর নভেম্বরে একদিনের বিশ্বকাপের ফাইনাল, আর এবার ২০২৪ সালে ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল। আর উল্লেখযোগ্য বিষয় হল প্রতিটি ক্ষেত্রেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

গত বছর জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এরপর গতবছর ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপের ফাইনালে আমনে-সামনে হয় ভারত ও অস্ট্রেলিয়া। একতরফা ম্যাচে ৬ উইকেটে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের জন্য একদিনের বিশ্বকাপ জেতে ব্যাগি গ্রিনরা। আর এবার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হল অজিরা।

আরও পড়ুনঃ IND vs AUS: বিশ্বকাপে আবার টিম ইন্ডিয়ার মাথা হেঁট, সেই ‘পুরনো শত্রু’র হাতে স্বপ্ন শেষ!

প্রসঙ্গত, ফাইনালে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন হারজাস সিং। এছাড়া অধিনায়ক হিউ উইবজেন ৪৮, অলি পিক ৪৬ ও হ্যারি ডিক্সন ৪২ রান করেন। রান তাড়া করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারত। আদর্শ সিংয়ের ৪২ ও মুরুগান পেরুমাল অভিষেকের ৪২ রানের ইনিংস ছাড়া কেউ লড়াই দিতে পারেনি। ৭৯ রানে ম্যাচ জিতে ছোটদের বিশ্বজয় করে অজিরা।

IND vs AUS: বিশ্বকাপে আবার টিম ইন্ডিয়ার মাথা হেঁট, সেই ‘পুরনো শত্রু’র হাতে স্বপ্ন শেষ!

বেনোনি: ফের তীরে এসে ডুবল তরী। ফের স্বপ্নভঙ্গের যন্ত্রণা। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। এ যেন গত বছর ১৯ নভেম্বরের পুনরাবৃত্তি। রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতই গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে শেষ ল্যাপে এসে হোঁচট খেল উদয় সাহারন, সচিন দাশ, মুশির খানরা। যুব বিশ্বকাপের ফাইনালে সেভাবে কোনও লড়াই দিতে পারল না জুনিয়র টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে হার ৭৯ রানে। চতুর্থবারের জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ব্যাগি গ্রিনরা।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলগত ব্যাটিংয়ে ভর করে লড়াকু টোটোল করে ব্যাগি গ্রিনরা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন হারজাস সিং। এছাড়া অধিনায়ক হিউ উইবজেন ৪৮, অলি পিক ৪৬ ও হ্যারি ডিক্সন ৪২ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাজ লিম্বানি।

রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা মুশির খান, উদয় সাহারন, সচিন ধাশরা সকলেই ফাইনালে ব্যর্থ হন। রান পাননি আর্শিন কুলকার্নিও। একমাত্র কিছুটা লড়াই করার চেষ্টা করেন আদর্শ সিং ও মুরুগান পেরুমাল অভিষেক। ৪৭ ও ৪২ রানের লড়াকু ইনিংস খেলেন আদর্শ ও মুরুগান। এই ২ জন বাদে মুশির খান ছাড়া কোনও ভারতীয় ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি।

আরও পড়ুনঃ Mohammed Shami: নিজের বায়োপিকে কাকে হিরো হিসেবে দেখতে চান মহম্মদ শামি? নাম শুনলে চমকে যাবেন

গত বছর ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। ক্রিকেট প্রেমিরা আশা করেছিল দাদাদের বদলা নেবে ভাইরা। কিন্তু ফাইনালে এসে চোক করল অনূর্ধ্ব ১৯ দলও। শেষের দিকে মুরুগান কিছুটা লড়াই না করলে আরও লজ্জাজনক হারের সম্মুখীন হতে হত ভারতকে। ৪৩.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মাহিল ব্র্যাডম্যান ও রাফায়েল ম্যাকমিলান।

IND vs AUS U19 WC Final: যুব বিশ্বকাপের ফাইনালে টস ভাগ‍্য সাথ দিল না ভারতের, প্রথমে ব‍্যাটিং অজিদের

বেজে গেল যুব বিশ্বকাপের ফাইনালের দামামা। দক্ষিণ আফ্রিকার বেননিতে মুখোমুখি প্রতিযোগিতার ইতিহাসে সফলতম ২ দল ভারত ও অস্ট্রেলিয়া। একদিকে নবমবার ফাইনালে উঠে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি জুনিয়র টিম ইন্ডিয়ার সামনে। অপরদিকে, চতুর্থবার ট্রফি জেতার সুযোগ ব্যাগি গ্রিণদের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে টস হারলেন ভারত অধিনায়ক উদয় সাহারান। টস জিতে অজি দলনায়ক হিউ উইবজেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রথমে ব‍্যাট করে বড় রানের লক্ষ‍্য দিয়ে জুনিয়র টিম ইন্ডিয়াকে চাপে রাখাই লক্ষ‍্য ব‍্যাগি গ্রীনদের। সুতরাং, বেনোনির খেতাবি লড়াইয়ে রান তাড়া করবে ভারতের যুব দল।

আরও পড়ুন: এর আগে যা কখনও ঘটেনি, এবার সেটাই ঘটল বিরাট কোহলির জীবনে

এখনও পর্যন্ত টানা ৬টি ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করেছে। সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাদের কিনারা থেকে হারা ম্যাচ যেভাবে বার করেছেন উদয়-সচিন জুটি তা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্যাটিং লাইন দারুণ ফর্মে রয়েছ। একই প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশদের। ভরসা দিচ্ছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। বিশেষ করে ব্যাটে রান করার পাশাপাশি দলকে সামনে থেকে যোগ্য নেতার মত নেতৃত্ব দিচ্ছেন উদয়। বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর ২০২৩, একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ৮৪ দিনের মাথায় এবার অনূর্ধ্ব ১৯ একদিনের বিশ্বকাপ ফাইনালে আমনে-সামনে দুই দেশ। সচিন-রোহিতদের হারের বদলা নেওয়ার ম্যাচ উদয় সাহারন, সচিন দাশদের সামনে।

IND vs AUS U19 WC Final: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের শক্তি ও দুর্বলতা কী, জেনে নিন বিস্তারিত

রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। নবমবারের জন্য যুব বিশ্বকাপের ফাইনালে নামবে জুনিয়র টিম ইন্ডিয়া। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উদয় সাহারনের দলের সামনে। মেগা ফাইনালে নামার আগে জেনে নিন জুনিয়র ভারতীয় দলের শক্তি ও দুর্বলতা।
রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। নবমবারের জন্য যুব বিশ্বকাপের ফাইনালে নামবে জুনিয়র টিম ইন্ডিয়া। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উদয় সাহারনের দলের সামনে। মেগা ফাইনালে নামার আগে জেনে নিন জুনিয়র ভারতীয় দলের শক্তি ও দুর্বলতা।
শক্তিশালী ব্যাটিং লাইন: এবারের অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের সবথেকে বড় শক্তি হল দলের ব্যাটিং লাইন। প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশদের। রয়েছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। দলের সাত নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে।
শক্তিশালী ব্যাটিং লাইন: এবারের অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের সবথেকে বড় শক্তি হল দলের ব্যাটিং লাইন। প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশদের। রয়েছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। দলের সাত নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে।
একাধিক অভিজ্ঞ ক্রিকেটার: এই জুনিয়র ভারতীয় দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে যারা নিয়মিতভাবে ঘরোয়া ক্রিকেটে খেলেন। বেশির ভাগ ক্রিকেটারই প্রথম শ্রেণি বা সিনিয়র রাজ্য দলের হয়ে খেলেন। ফলে কঠিন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়, চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ক্রিকেটারদের।
একাধিক অভিজ্ঞ ক্রিকেটার: এই জুনিয়র ভারতীয় দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে যারা নিয়মিতভাবে ঘরোয়া ক্রিকেটে খেলেন। বেশির ভাগ ক্রিকেটারই প্রথম শ্রেণি বা সিনিয়র রাজ্য দলের হয়ে খেলেন। ফলে কঠিন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়, চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ক্রিকেটারদের।
স্বপ্নের ফর্মে ৩ ব্যাটার: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের টপ অর্ডারের ৩ ব্যাটার দুরন্ত ফর্মে রয়েছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কামাল দেখাচ্ছেন উদয় সাহারন। প্রতিযোগিতায় রানের ফুলঝুরি ছোটাচ্ছেন মুশির খান, সচিন দাশরা। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন তারা।
স্বপ্নের ফর্মে ৩ ব্যাটার: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের টপ অর্ডারের ৩ ব্যাটার দুরন্ত ফর্মে রয়েছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কামাল দেখাচ্ছেন উদয় সাহারন। প্রতিযোগিতায় রানের ফুলঝুরি ছোটাচ্ছেন মুশির খান, সচিন দাশরা। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন তারা।
অলরাউন্ডার ও বোলিং: বর্তমান ক্রিকেটে দলে অলরাউন্ডার কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই দলেও ২ গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রয়েছেন। অর্শিন করেন পেস বোলিং ও  মুশির বাঁ হাতি স্পিনার। যা দলের ভারসাম্য বাড়িয়েছে। এছাড়া বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন।
অলরাউন্ডার ও বোলিং: বর্তমান ক্রিকেটে দলে অলরাউন্ডার কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই দলেও ২ গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রয়েছেন। অর্শিন করেন পেস বোলিং ও মুশির বাঁ হাতি স্পিনার। যা দলের ভারসাম্য বাড়িয়েছে। এছাড়া বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের দুর্বলতা: এই ভারতীয় যে দুর্বলতাগুলি এখনও পর্যন্ত সামনে এসেছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং জুটির ব্যর্থতা। আদর্শ সিং ও অর্শিন কুলকার্নিরা এখনও দলকে বড় শুরু দিতে পারেননি। ফাইনালে সেটা হলে এই দল আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এছাড়া আরও একটি বিষয় হল ব্যক্তি পারফরম্যান্সে নির্ভরতা। সচিন-উদয়-মুশির-লিম্বানিদের ব্যক্তিগত দক্ষতায় এক-একটি ম্যাচ জিতেছে ভারত। তবে ফাইনালে দলগতভাবে ভাল পারফর্ম করতে পারলে জয় আরও সহজ হবে।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের দুর্বলতা: এই ভারতীয় যে দুর্বলতাগুলি এখনও পর্যন্ত সামনে এসেছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং জুটির ব্যর্থতা। আদর্শ সিং ও অর্শিন কুলকার্নিরা এখনও দলকে বড় শুরু দিতে পারেননি। ফাইনালে সেটা হলে এই দল আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এছাড়া আরও একটি বিষয় হল ব্যক্তি পারফরম্যান্সে নির্ভরতা। সচিন-উদয়-মুশির-লিম্বানিদের ব্যক্তিগত দক্ষতায় এক-একটি ম্যাচ জিতেছে ভারত। তবে ফাইনালে দলগতভাবে ভাল পারফর্ম করতে পারলে জয় আরও সহজ হবে।

Ind vs Aus: কখন-কোথায়-কোন চ্যানেলে ও অনলাইনে লাইভ দেখবেন ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল, রইল সব আপডেট

জোহানেসবার্গ: রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ৮৪ দিন আগে একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এবার দাদাদের বদলা নেওয়ার সযোগ ভাইদের সামনে। একইসঙ্গে উদয় সাহারনের দলের সামনে ষষ্ঠবার ভারতকে ছোটদের বিশ্বজয়ের শিরোপা এনে দেওয়ার হাতছানি।

এর আগে প্রতিযোগিতায় পরপর দুটি রদ্ধশ্বাস সেমিফাইনাল দেখেছে ক্রিকেট প্রেমিরা। প্রথম সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকে হারিয়ে নবমবারের জন্য যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট পাকা করে ভারত। অপরদিকে, দ্বিতীয় সেমিফাইনালে শেষ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌছেছে ব্যগি গ্রিনরা। এবার শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে দক্ষিণ আফ্রিকার বেননিতে।

আরও পড়ুনঃ U19 World Cup Final: ৩ মাস পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, রোহিত-কোহলিদের বদলা ও ষষ্ঠবার ট্রফি জিততে তৈরি উদয়-সচিনরা

ছোটদের বিশ্বকাপ ফাইনাল হলেও চড়ছে পারদ। ভারতীয় সময় দুপুর একটার সময় ভারত বনাম অস্ট্রেলিয়া মেগা ফাইনালের টস। তারপর ৩০ মিনিট পর দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ টিভিতে লাইভ সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে। টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে দেখতে পাবেন অনলাই স্ট্রিমিং। অনলাইনে লাইভ ম্যাচ দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

U19 World Cup Final: ৩ মাস পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, রোহিত-কোহলিদের বদলা ও ষষ্ঠবার ট্রফি জিততে তৈরি উদয়-সচিনরা

আরও এক বিশ্বকাপ ফাইনাল। ফের মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ১৯ নভেম্বর ২০২৩, একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ৮৪ দিনের মাথায় এবার অনূর্ধ্ব ১৯ একদিনের বিশ্বকাপ ফাইনালে আমনে-সামনে দুই দেশ। বড়দের হারের বদলা নেওয়ার ম্যাচ উদয় সাহারন, সচিন দাশদের সামনে।

ছোটদের বিশ্বকাপে এই নিয়ে নবমবার ফাইনালে ভারত। তারমধ্যে ৫বারের চ্যাম্পিয়ন। এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য জুনিয়র টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত টানা ৬টি ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করেছে। সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাদের কিনারা থেকে হারা ম্যাচ যেভাবে বার করেছেন উদয়-সচিন জুটি তা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এবাপ শুধু লক্ষ্য ‘ক্যাঙারু বধ’ করে ষষ্ঠবার ট্রফি জয়।

প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্যাটিং লাইন দারুণ ফর্মে রয়েছ। একই প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশ। ভরসা দিচ্ছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। বিশেষ করে ব্যাটে রান করার পাশাপাশি দলকে সামনে থেকে যোগ্য নেতার মত নেতৃত্ব দিচ্ছেন উদয়। বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন। সব মিলিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত।

আরও পড়ুনঃ Virat Kohli: এর আগে যা কখনও ঘটেনি, এবার সেটাই ঘটল বিরাট কোহলির জীবনে

৩ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে উদয় সাহারানের গলায়। টম স্টার্কার, মাহিল বিয়ার্ডম্যান, কালুম ভিডলার সমৃদ্ধ অজি বোলিং অ্যাটাককে কার্যত হুঙ্কার দিয়েছেন ভারত অধিনায়ক। বলেছেন,”আমরা প্রতিপক্ষ দলের দিকে তাকিয়ে নেই। আমরা নিজের পারফরম্যান্সের উপরেই বেশি করে জোর দিতে চাইছি। প্রতিপক্ষকে সামলাতে আমাদের পরিকল্পনাও তৈরি।”

এছাড়াও উদয় সাহারন বলেছেন”আমাদের দল যথেষ্ট আত্মবিশ্বাসে। ড্রেসিংরুমের পরিবেশও ভাল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার সুযোগ একবারই আসে। তাই আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাইনা। দেশবাসীকে বল আমাদের উপর ভরসা রাখুন, আমাদের পাশে থাকুন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে ও ষষ্ঠবার চ্যাম্পিয়ন হতে তৈরি আমরা।”

Virat Kohli: বিশ্বকাপ ফাইনাল হারের পর কী করেছিলেন কোহলি, এতদিন পর ভাইরাল ভিডিও

কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রায় ২ মাস হয়ে গেল। প্রতিযোগিতায় ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে হারের ক্ষত এখনও দগদগে সকলের মনে। বিশ্বকাপ ফাইনাল হারের এতদিন পর সামনে এসেছে বিরাট কোহলির একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে ফাইনাল হারের পর ঠিক কী করেছিলেন কোহলি।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে হৃদয়বিদারক সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যেখানে দেখা গিয়েছে উইনিং শটের উল্লাসে মেতেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তখন বিধ্বস্ত বিরাট কোহলি উইকেটের দিকে হতাশার সঙ্গে এগিয়ে গিয়ে টুপি দিয়ে একে একে বেলগুলি ফেলে দিচ্ছেন। কোহলির আচরণে স্বপ্নভঙ্গের যন্ত্রণা স্পষ্ট বোঝা গিয়েছে।

বিরাট কোহলির এই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মন ছুয়ে যায় কোহলির দুঃখ। ভিডিও দেখে এক এক জন নানারকম মন্তব্যও করেন। এক জন লেখেন,’অত্যন্ত হৃদয়বিদারক ছবি।’ অপর এক নেটিজেন লেখেন,’আমি বিরাটের বেদনা অনুভব করতে পাচ্ছি।’

আরও পড়ুনঃ নতুন বছরে ৫ ভারতীয় ক্রিকেটারের অবসর! তালিকায় সব চমকে দেওয়া নাম

প্রসঙ্গত, বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন বিরাট কোহলি। ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। গড় ছিল ৯৫.৬২। স্ট্রাইক রেট ৯০.৩১। কোহলির ঝুলিতে ছিল ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। নিজের সেরাটা দেওয়ার পরও বিশ্বকাপ না জিততে পারার আক্ষেপ ধরা পড়েছে এই ভিডিওতে।

India vs Australia: বিশ্বকাপ হারের ক্ষতে প্রলেপ! অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল ভারত

বেঙ্গালুরু: বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল। ঘরের মাঠে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস পঞ্চম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারাল ভারত। স্লগ ওভারে দুরন্ত বোলিং করলেন মুকেশ কুমার। আর শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে দলকে দুরন্ত জয় এনে দিলেন অর্শদীপ সিং। ১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৪ রানে থামল ব্যাগি গ্রিনদের ইনিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ম্যাথিউ ওয়েড। এদিন ভারতীয় টপ অর্ডারে শ্রেয়স আইয়ার ছাড়া আর কেউ রান পাননি। নিরাশ করেন ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল রিঙ্কু সিংরা। তবে শ্রেয়স আইয়ারের লড়াকু ৫৩ রানের ইনিংস খেলেন। ৩১ রান করেন অক্ষর প্যাটেল ও ২৪ রান করেন জিতেশ শর্মা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮উইকেট হারিয়ে ১৬০ রানে করে ভারত।

রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি অস্ট্রেলিয়ারও। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বেন ম্যাকডেরমট ৫৪ রানের ইনিংস খেলে। এছাডডা ট্রেভিস হেড করেন ২৮ রান। শেষের দিকে ম্যাথিউ ওয়েড ২২ রান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুনঃ Shubman Gill Net Worth: এত কম সময়ে এত টাকা! শুভমান গিলের সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন

এদিন ভারতের হয়ে দুরন্ত বোলি করেন বাংলার মুকেশ কুমার। ৩টি উইকেট নেন তিনি। হ্যাটট্রিক করার সুযোগ ছিল বাংলার পেসারের সামনে। এছাড়া ২টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। মাত্র ৩ রান দেন তিনি।

India vs Australia: শ্রেয়স ছাড়া রান পেলেন না কোনও ব্যাটার, অস্ট্রেলিয়াকে ১৬১ টার্গেট দিল ভারত

বেঙ্গালুরু: পঞ্চম টি-২০-তে বেঙ্গালুরুর ব্যাটিং উইকেট ও ছোট বাউন্ডারির খুব একটা সুবিধা নিতে পারল না টিম ইন্ডিয়া। বড় স্কোর করতে ব্যর্থ সূর্যকুমার যাদবের দল। একাই লড়াকু ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। তাঁকে কিছুটা সঙ্গ দিলেন অক্ষর প্যাটেল ও জিতেশ শর্মা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রান করল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করলেন শ্রেয়স আইয়ার।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। যশস্বী জয়সওয়াল ২১, ঋতুরাজ গায়কোয়াড় ১০, সূর্যকুমার যাদব ৫ ও রিঙ্কু সিং ৬ রান করে আউট হন। ৫৫ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় ভারতের।

সেখান থেকে একটা ছোট পার্টনারশিপ করেন শ্রেয়স আইয়ার ও জিতেশ শর্মা। বেশ কিছু ভাল শটও উপহার দেন তারা। ৪২ রান জুটিতে যোগ করেন শ্রেয়স ও জিতেশ। ৯৭ রানে পঞ্চম উইকেট পড়ে ভারতের। ২৪ রান করে আউট হন জিতেশ শর্মা।

আরও পড়ুনঃ Shubman Gill Net Worth: এত কম সময়ে এত টাকা! শুভমান গিলের সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন

এরপর শ্রেয়সকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। শেষের দ্রুত গতিতে রান তোলেন দুজনে। নিজের অর্ধশতরান পূরণ করেন শ্রেয়স। ৪৬ রানের পার্টনারশিপ করেন তারা। ৩১ রান করে আউট হন অক্ষর প্যাটেল। ৩৭ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হন শ্রেয়স আইয়ার। এরপর রবি বিষ্ণোই ২ রান করে রান আউট হন। অস্ট্রেলিয়ার টার্গেট ১৬১ রান।