Ind vs Aus: তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলে বড় রদবদল, দেখে নিন কোহলির প্রথম একাদশ

#ক্যানবেরা: প্রথম দুটি ম্যাচে সিডনিতে একতরফা ম্যাচ খেলে জিতেছে টিম অস্ট্রেলিয়া৷ ব্যাটিং -বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই টিম ইন্ডিয়াকে পর্যদুস্ত করেছে তারা৷ সিরিজ ২-০ এগিয়ে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া৷ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ক্যানবেরায় ভারতের লক্ষ্য সম্মান৷ এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক বিরাট কোহলি৷

সম্মানের এই ম্যাচের আগে ভারতীয় দলে প্রত্যাশামতোই একাধিক বদল৷ বোলিং -ব্যাটিং দু বিভাগেই প্লেয়ারদের পরীক্ষা করে দেখে নিচ্ছেন অধিনায়ক কোহলি৷

এই ম্যাচে জিততে পারলে তবু কিছু সম্মান থাকবে বিরাট কোহলি এন্ড কোংয়ের৷ কিন্তু যদি তাও না হয় তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইট ওয়াশ হবে৷ এটা হল দুটো সিরিজে ভারত হোয়াইট ওয়াশ হবে৷ এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও ভারতের একই হাল হয়েছিল৷ এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে তারা অনেক রান করেছিল৷

এই ম্যাচে পরীক্ষানিরীক্ষা সফল হলে ভারতের টি টোয়েন্টি সিরিজের আগে মনোবল অনেকটাই বেড়ে যাবে৷ এই ম্যাচে টি নটরাজন শুরু  করবেন৷ শার্দুল ২৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন৷ এছাড়া নটরাজন খুব ভালো ইয়র্কার দিতে পারেন৷ যদি বিরাট কোহলি জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে টেস্ট সিরিজে বিশ্রাম দিতে চান তাহলে এই তরুণদের আগে খেলাতেই হবে বিরাটকে৷

এই ম্যাচে ফের রেকর্ড গড়ার সামনে বিরাট কোহলি৷ তেন্ডুলকরের রেকর্ড থেকে ২৩ রান দূরে ভারত অধিনায়ক৷

এদিকে অস্ট্রেলিয়া সিরিজ জিতে থাকায় অনেকটাই স্বস্তিতে ৷ তাই তারাও দলে বাকি ক্রিকেটারদের পরীক্ষা করে দেখে নিতে চাইছে ৷ তাই তারাও রদবদল করেছে উইনিং টিমে৷


সব মিলিয়ে ক্যানবেরার ম্যাচের পারফরম্যান্সকে বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া৷ কারণ টি টোয়েন্টি সিরিজের আগে ছোট ফর্ম্যাটে এটা ম্যাচ প্র্যাকটিশ ৷