দ্বিতীয় বলেই ডাক পৃথ্বী শ, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড দেশের তরুণ ওপেনার

#অ্যাডিলেড: ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে দ্বিতীয় বলেই ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ৷ টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যানের উইকেট ছিটকে দেন মিচেল স্টার্ক৷ ফের একবার সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হলেন মুম্বইয়ের ব্যাটসম্যান৷ পৃথ্বী আউট হতেই সোশ্যাল মিডিয়ায় উঠে গেল সমালোচনার ঝড়৷ টুইটার জুড়ে শুধুই ট্রোল৷

শুভমান গিল ও কেএল রাহুলকে বাইরে রেখেই অ্য়াডিলেড টেস্টের দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট৷ রোহিত শর্মার পরিবর্তে পৃথ্বীর ওপররেই অগাধ ভরসা রেখেছিল থিঙ্ক ট্যাঙ্ক৷ কিন্তু তিনি সেই মর্যাদা রাখতে পারলেন না৷ স্টার্কের গতি ও সুইং বুঝতেই পারেননি পৃথ্বী৷ ব্য়াটের কানায় লেগে বল উইকেট ভেঙে দিয়ে বেরিয়ে যায়৷

শ কিন্তু শেষ কয়েক মাস ধরেই একদম টাচের মধ্যে নেই৷ আইপিএলেও তাঁর ব্যাটে ধারাবাহিকতা দেখা যায়নি৷  এমনকী দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ থেকেও বাদ পড়তে হয়েছিল তাঁকে৷ ১৩ ম্যাচ ২২৮ রান করেন ওই টুর্নামেন্টে৷  অ্যাডিলেড টেস্টের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও তাঁর পারফরম্যান্স ছিল তথৈবচ৷ ০,১৯, ৪০ এবং ৩ ছিল তাঁর স্কোর৷

যাঁর নামাঙ্কিত এই ট্রফি সেই সুনীল গাভাস্করও ম্যাচের আগে বলেছিলেন যে,  গিলেরই ময়াঙ্কের সঙ্গে ওপেন করা উচিত৷ দেশের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তির সংযোজন, ” আমার মনে হয় প্রথম টেস্টে ময়াঙ্কের সঙ্গে গিলের ওপেন করা উচিত৷ ও ভাল ফর্মে আছে৷ অ্যালান বর্ডারও ওর খেলা পছন্দ করেছে৷”