বরফের চাদরে গাড়ি ঢুকবে না, ঘোড়া নিয়ে মাল ডেলিভারি করতে পথে আমাজনের কর্মী, নেটদুনিয়ার স্যালুট

#শ্রীনগর: বহু প্রতিকূলতার মধ্যেও গ্রাহককে পণ্য পৌছে দিয়ে অতীতেও নজির গড়েছে আমাজন। দীর্ঘদিন ধৈর্য্যের পরীক্ষা নিয়েছে করোনা। একটু পরিস্থিতি স্বাভাবিক হতেই নতুন করে প্ল্যাটফর্মটির পরীক্ষা নিচ্ছে কাশ্মীর উপত্যকা। বরফের চাদরে ঢাকা উপত্যকায় গ্রাহকের শেষ নেই। কিন্তু পুরু বরফের আচ্ছাদন সরিয়ে পখ সে তো আরও কঠিন। এমত অবস্থায়, আমাজনের এক ডেলিভারি একজিকিউটিভের কীর্তি এখন সমাজমাধ্যমে ঝড় তুলেছে। দেখা যাচ্ছে,পণ্য গ্রাহকের দরজায় পৌঁছে দিতে তিনি ঘোড়ায় চড়ে যততত্র পৌঁছে যাচ্ছেন।

ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন উমর জ্ঞানি বলে এক ব্যক্তি। দেখা যাচ্ছে মোটা বরফের আচ্ছাদনে ঢাকা চারপাশ। পরিষ্কার, ওখানে কোনও দুচাকা বা চার চাকার গাড়ি ঢুকবে না। অতএব ঘোড়াই ভরসা। শতাব্দীপ্রাচীন যোগাযোগ ব্যবস্থায় ফিরে গিয়েছেন ওই আমাজন ডেলিভারি বয়। আমাজনও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে।

সেই সঙ্গে নেটদুনিয়ায় ঘুরছে এই ভিডিও। ট্যুইটারে নানা রকম মন্তব্য ভেসে আসছে। কেউ প্রশংসা করছেন ওই ডেলিভারি এক্সিকিউটিভের কর্তব্যবোধের। কেউ আবার প্রশংসা করছেন আমাজনের।