ভাইরাল ভিডিও পোস্ট করে টিকা কেন্দ্রগুলির প্রস্তুতি নিয়ে প্রশ্ন হর্ষ গোয়েঙ্কার

#কলকাতা: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি টিকা নেওয়ার সময় ভয়ে তারস্বরে চিৎকার করছেন৷ প্রায় কান্নাকাটি জুড়ে দেওয়ার মতো অবস্থা৷

ভিডিও-তে একজন স্বাস্থ্যকর্মী পিপিই স্যুট পরে ওই ব্যক্তির হাতে স্পিরিট ঘষছেন টিকা দেওয়ার আগে৷ যিনি টিকা নিচ্ছেন তিনি আতঙ্কে নিজের সোফার সিট থেকেই হড়কে হড়কে পড়ে যাচ্ছেন৷ তাঁকে ধরে রেখেছে এক নিরাপত্তারক্ষী৷

ব্যক্তির শরীরী ভাষা ও অভিব্যক্তি দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি খেয়েছেন৷ এই ভিডিও পোস্ট করে কলকাতার শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা মজার ছলে প্রশ্ন করেছেন, “আমাদের টিকা কেন্দ্রগুলি কি এর জন্য প্রস্তুত?”

 

হাতে আর তিন দিন৷ তারপরেই দেশ জুড়ে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে৷ পুণে বিমানবন্দর থেকে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গৌহাটি ও লখনউ-সহ দেশের ১৩টি কেন্দ্রে পৌঁছে গিয়েছে টিকা৷

কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এই মুহূ্র্তে এই দুটো করানো টিকাই ভারতে পাওয়া যাচ্ছে৷ মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এই দু’টি টিকাি এখন ভরসা৷ ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন ,সামনের মাসগুলিতে এই ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিকে আপৎকালীন মঞ্জুরি দেওয়া হতে পারে যাতে আরও কয়েকটি সংস্থা করোনা ভ্যাকসিন বাজারে আনতে পারে৷ ভারতে পরবর্তী পর্যায়ে জাইডাস ক্যাডিলা, রাশিয়ার স্পুটনিক, বায়োলজিক্যাল ই এবং জেনোভালের মতো টিকাগুলি আসতে পারে৷ এগুলি সব অ্যাডভান্সড ট্রায়ালে রয়েছে৷