কোচিংয়ের জন্য পেশাদার ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর ওয়েন রুনির

#লন্ডন: ফোকাসে এখন ফুল-টাইম কোচিং৷ তাই সিদ্ধান্তটা নিয়ে ফেললেন ওয়েন রুনি৷ পেশাদার ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর নিলেন ব্রিটিশ কিংবদন্তি ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক৷

৩৫ বছরের রুনি গত নভেম্বরে লন্ডনের ডার্বি কাউন্টি ফুটবল ক্লাবের অস্থায়ী ভাবে দায়িত্ব নিয়েছিলেন৷ কিন্তু এই ক্লাব এখন রুনিকে পাকাপাকি ভাবে কোচ হিসাবেই চাইছে৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডার্বির সঙ্গেই ২০২৩ পর্যন্ত চুক্তি করে ফেললেন৷ আর তিনি ফুটবলার নন, এবার তিনি কোচ৷

অবসরের প্রসঙ্গে রুনি বলছেন, “স্বাভাবিক ভাবেই আমার কাছে অনান্য প্রস্তাবও ছিল৷ কিন্তু আমি জানতাম ডার্বি কাউন্টিই আমার আদর্শ জায়গা৷ আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ, আমাদের ফ্যান, স্টাফেদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি এই ঐতিহাসিক ক্লাবকে উচ্চতায় নিয়ে যেতে চেষ্টার কোনও ত্রুটি রাখব না৷ বিগত ১২ মাসে আমি দেখে নিয়েছি এই ক্লাবের মধ্যে কী সম্ভাবনা আছে৷”

রুনি ইংল্যান্ডের সঙ্গেই ম্যান ইউয়েরও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা৷ দেশের হয়ে ৫৩টি ও ক্লাবের জার্সিতে ২৫৩টি গোল রয়েছে তাঁর৷ মেজর লিক সকারের ডিসি ইউনাইটেড ছেড়ে ডার্বিতে রুনি যোগ দিয়েছিলেন প্লেয়ার ও কোচ হিসাবেই৷ ৩৫টি ম্যাচও খেলেন ডার্বির হয়ে৷

এখন তিনি শুধুই প্র্যাকটিস করাবেন, আর করবেন না নিজে৷ প্রিমিয়র লিগ (৫), এফএ কাপ (১), লিগ কাপ (৩), ইউরোপা লিগ (১) ও চ্যাম্পিয়ন্স লিগ (১) জয়ী রুনি যে নিজের অভিজ্ঞতার সবটাই প্লেয়ারদের উজাড় করে দেবেন, সেই নিয়ে কোনও সন্দেহই নেই৷