Category Archives: ফুটবল

History in Football: একই টুর্নামেন্টে মাঠে নামল মা ও ছেলে! পায়ের জাদুতে মাত সবাই

উত্তর ২৪ পরগনা: মা ও ছেলের একই ফুটবল টুর্নামেন্টে খেললেন। আর তা চাক্ষুষ করল সুন্দরবনবাসী। এমনই চমকপ্রদক ঘটনায় সকলেই যেমন উল্লসিত তেমনই প্রবীণরা কিছুটা হলেও বিস্মিত হয়ে গিয়েছেন।

নদী বেষ্টিত এলাকা সুন্দরবন। এই এলাকা ঘিরে কতই না গল্প লুকিয়ে আছে। প্রত্যন্ত এলাকার জনজীবনে উঁকি মারলে জীবন সংগ্রামের লড়াইয়ের পাশাপাশি দেখা মিলবে বিনোদনের মাধ্যমগুলির অভিনব গল্প। এই প্রত্যন্ত এলাকার মানুষের কাছে আজও বিনোদনের অন্যতম মাধ্যম ফুটবল খেলা। আর তাতেই একত্রে অংশগ্রহণ করল মা ও ছেলে।

আর‌ও পড়ুন: এই প্রকল্প দিনের আলো দেখলে পাল্টে যেত বাঁকুড়া

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার বিশপুরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন মা ও ছেলে। সন্দেশখালির কালিনগরের বাসিন্দা মৌমিতা সরদার ও ছেলে সৌম্যদীপ সরদার একই সঙ্গে ফুটবল প্র্যাকটিস করেন। আবার কখনও কখনওটুর্নামেন্ট এলে একই টুর্নামেন্টে খেলার ডাকও পান। সুন্দরবন এলাকায় হিঙ্গলগঞ্জের বিশপুরে আদিবাসী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টে মা ও ছেলের পায়ের জাদু দেখল এলাকার মানুষ।

যেখানে প্রত্যন্ত এলাকায় একাধিক সামাজিক বেড়াজলের প্রতিবন্ধকতার মাঝে বারে বার পিছুপা হতে হয়, সেখানে মা ও ছেলের একসঙ্গে ফুটবল খেলা চাক্ষুষ করল এলাকার মানুষ। মা ও ছেলের খেলার জুটি দেখতে পেয়ে খুশি অত্যন্ত এলাকার ফুটবল প্রেমীরা।

জুলফিকার মোল্যা

Local Football: বিশ্বমানের ফুটবল প্রতিভা ডুয়ার্সে! যার খোঁজে ছুটে এলেন খোদ…

জলপাইগুড়ি: ক্রীড়া ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে বাংলার নারীরা। ছোট্ট শহর জলপাইগুড়ির বেশ ক’জন নারীও খেলাধুলোর ময়দানে নিজেদের সাফল্যের ছাপ রেখেছে। দেশের নানা খেলার ময়দানে এখন নারীদের সাফল্য চোখে পড়ার মত। তবুও আজ‌ও মেয়েদের অনেক বাধার মুখে পড়তে হয়। তারই মধ্যে জলপাইগুড়ি তথা ডুয়ার্সকে আশার আলো দেখাচ্ছে ফুটবল।

বাংলার মেয়েরা দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে জলপাইগুড়িতে আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর উদ্যোগে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে ফুটবল খেলার আসর। মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে কলকাতা, লাক্ষাদ্বীপ, কোকরাঝাড়, ইম্ফল, তিনসুকিয়া এবং সোনেলগাঁও কেন্দ্রের মহিলা ফুটবল দল।

আর‌ও পড়ুন: যমে-মানুষে কয়েক মিনিটের টানাটানি! রুদ্ধশ্বাস লড়াই শেষে…

মূলত মহিলা ফুটবলারদের অগ্রগতির লক্ষ্যে ও ভারতীয় মহিলা ফুটবলকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মহিলাদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে সাই। গ্রাম-গঞ্জ, শহরের সব মেধাবী প্রতিভাবান মহিলা ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন মহিলা ফুটবলার শুক্লা দত্ত তাঁর নিজের জীবনের বাধা বিপত্তি পেরিয়ে সফলতা অর্জনের কথা বলে সবাইকে অনুপ্রেরণা দেন। ভবিষ্যতে যাতে জলপাইগুড়ি জেলায় মহিলা ফুটবলারদের তথা ক্রীড়াবিদদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয় তার আবেদন জানান তিনি।

সুরজিৎ দে

Barcelona beat Espanyol : কোচিং জীবনের দ্বিতীয় ইনিংসে বার্সেলোনাকে জিতিয়ে শুরু করলেন জাভি

বার্সেলোনা -১
এস্পানিয়ল -০

#বার্সেলোনা: ঘরের ছেলে ঘরে ফিরতেই জয় পেল বার্সেলোনা। সৌভাগ্য নিয়ে এসেছেন বলা যেতে পারে। নিয়ে এসেছেন দায়বদ্ধতা। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে সব ধরনের সাফল্য পেয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এবার প্রিয় ক্লাবের কঠিন সময়ে কোচ হিসেবে নতুন পরিচয়ে এসেছেন তিনি। জাভির নতুন অধ্যায়ের প্রথম ম্যাচটি জিতেই মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। শনিবার রাতে প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা।

আরও পড়ুন -Australian Open vaccination : অস্ট্রেলিয়ান সরকারের ভ্যাকসিনের নীতি নিয়ে বিরক্ত জোকোভিচ, নাও খেলতে যেতে পারেন

পেনাল্টি থেকে গোলটি করেছেন মেমফিস ডিপাই। স্প্যানিশ লা লিগায় চার ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে বার্সা। পরপর দুই হারের পর দুই ড্র করে পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে গিয়েছিল তারা। এস্পানিওলের বিপক্ষে ম্যাচটিতেও পুরো নব্বই মিনিটে অন্তত ১৬টি শট করেছে বার্সা। যার ছটি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু গোল হয়েছে মাত্র একটি।

অন্যদিকে ১২ শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখেও গোল পায়নি এস্পানিওল। তাদের দুটি শট আবার প্রতিহত হয়েছে বার পোস্টে। স্প্যানিশ লিগে পরপর চার ম্যাচে জয়হীন, চ্যাম্পিয়নস লিগে প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কা- সব মিলিয়ে ব্যর্থতার দায়ে বরখাস্ত করা হয়েছে বার্সার কোচ রোনাল্ড কোম্যানকে। তার জায়গায় নতুন কোচ হিসেবে গত ৬ নভেম্বর ঘোষণা করা হয় জাভির নাম। তবে আন্তর্জাতিক বিরতির কারণে সপ্তাহ দুয়েক পর প্রথমবার ডাগআউটে দাঁড়ালেন তিনি।

শনিবার রাতে বার্সার কোচের জন্য ‘জাভি, জাভি’ স্লোগানে মেতেছিলেন ক্যাম্প নুয়ে থাকা ৭৪ হাজারের বেশি দর্শক। যা শেষ ম্যাচের প্রায় দ্বিগুণ দর্শকের রেকর্ড। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচটিতে বেশ উজ্জীবিত ফুটবলই খেলেছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই এস্পানিওলের রক্ষণে একের পর এক আক্রমণ করেছে তারা। তবু প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৮ মিনিট পর্যন্ত।

পেনাল্টি পেয়ে সেটিতে গোল দিতে ভুল করেননি মেমফিস। এরপর ৬১ মিনিটের সময় আরও একবার জালের ঠিকানা খুঁজে পেয়েছিল বার্সা। কিন্তু ফ্রেংকি ডি ইয়ংয়ের করা সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এই জয়ের পর ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। জাভি জানিয়েছেন তিনি যে ধরনের ফুটবল খেলানোর চেষ্টা করছেন, সেটা রপ্ত করতে একটু সময় লাগবে ছেলেদের। বার্সিলোনার সোনার সময় তিনি ফিরিয়ে আনতে পারেন কিনা সেটাই দেখার।

BFC vs NEUFC match: গোল পেলেন না সুনীল, নর্থইস্টকে হারিয়ে আইএসএলে যাত্রা শুরু বেঙ্গালুরুর

বেঙ্গালুরু -৪
নর্থইস্ট -২

#গোয়া: বেঙ্গালুরু কোচ মার্কো পেজ্জাইয়ুলি বলে দিয়েছিলেন ‍প্রথম লক্ষ্য হল সেমিফাইনালে যাওয়া। কারণ, গত দু’মরসুম ধরে সেমিফাইনাল যেতে পারেনি দল। সেভাবে সাফল্যও মেলেনি। আমাদের কিছু পরিবর্তন ধীরে ধীরে করতে হবে। তবে সবার আগে প্রথম ম্যাচে মাঠে নেমে লড়ে তিন পয়েন্ট আনতে হবে। বেঙ্গালুরু এফসি অধিনায়ক সুনীল ছেত্রী, যিনি আন্তর্জাতিক ম্যাচে গোলসংখ্যায় লিয়োনেল মেসিকে স্পর্শ করার পাশাপাশি ‍‘খেলরত্ন’ সম্মান পেয়েছেন।

আরও পড়ুন – Ballon d Or 2021 nominee: নতুন বছরের ব্যালন ডি ওরের দৌড়ে চার মহারথী, শেষ পর্যন্ত জিতবে কে? জানুন

খালিদ জামিল। যিনি কলকাতায় প্রশিক্ষক হিসেবে সাড়া না পেলেও প্রতিবেশী রাজ্যের রাজধানী গুয়াহাটিতে গিয়ে সাফল্য পেয়েছেন। গত বছর দলের প্রধান কোচ হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেডকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এ পর্যন্ত দু’দলের সাক্ষাতে ১০ বারের মধ্যে মাত্র এক বার বেঙ্গালুরুকে হারিয়েছে নর্থ ইস্ট। কিন্তু সেই রেকর্ডকে ধর্তব্যের মধ্যেই আনতে চাননি বেঙ্গালুরু কোচ।

কোচের এই ধারণা কতটা সঠিক বোঝা গেল ম্যাচ শুরু হতেই। প্রথম থেকেই বৃষ্টি হচ্ছিল। গোলও হল বৃষ্টির মত।শনিবার গোয়ার বাম্বোলিমের মাঠে বেঙ্গালুরু বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচটা প্রথম থেকেই ওপেন ফুটবলের দেখা মিলল। দুই দলই গুটিয়ে থেকে নয়, আক্রমনাত্মক ফুটবল উপহার দিল। ১৩ মিনিটের মাথায় বেঙ্গালুরুকে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলীয় ফুটবলার ক্লেটন। উদন্তর পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে নিয়ে জালে বল খেলতে ভুল করেননি তিনি।

১৭ মিনিটে সমতা ফিরিয়ে আনে নর্থইস্ট। সুহেরের পাস থেকে গোল করেন জামাইকান স্ট্রাইকার দেশন ব্রাউন। আবার এগিয়ে যায় বেঙ্গালুরু। আত্মঘাতী গোল করেন নর্থইস্ট ডিফেন্ডার মাশুর শারিফ। আবার নর্থইস্টকে সমতায় ফিরিয়ে আনেন কুরিয়ার। প্রথমার্ধেই পাঁচটি গোল। কিন্তু সুনীল ছেত্রী ছিলেন একেবারেই ম্রিয়মাণ। বলের সাপ্লাই আসছিল না তার কাছে। অনেকটা নীচ থেকে খেলছিলেন তিনি।

৪২ মিনিটে ডিফেন্স থেকে একটা বল এলে দুরন্ত ফ্লিক করে দেন ক্লেটন। জয়েস রানের শট গোলরক্ষক শুভাশিসকে পরাস্ত করে আশ্রয় নেয় জালে। ৩-২ এগিয়ে থেকেই বিরতিতে যায় বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে মশুরকে তুলে নিয়ে শাহনাজ সিং কে নামালেন খালিদ। বেঙ্গালুরুর দুই প্রান্তে আশিক এবং অজিত চাপ তৈরি করছিলেন নর্থইস্ট ডিফেন্সে। প্রেসিং ফুটবল বাড়িয়ে দিল বেঙ্গালুরু।

মিডফিল্ডে ব্রাজিলীয় ফুটবলার রামিরেজ খেলাটা নিয়ন্ত্রণ করছিলেন। বেঙ্গালুরু দুটো পরিবর্তন করল। প্রতিক চৌধুরি এবং লিওন অগাস্টিনকে নামালেন বেঙ্গালুরু কোচ। কিন্তু ভাগ্য খারাপ লিওনের। চোট পেয়ে বাইরে চলে গেলেন। তার জায়গায় নামলেন কঙ্গোর প্রিন্স ইবারা। ৮০ মিনিটে গোল করলেন দুরন্ত শটে।

ATK MB vs Kerala Blasters result : বুমু ম্যাজিক, লিস্টনের বিশ্বমানের গোল! কেরলকে হারিয়ে যাত্রা শুরু এটিকে মোহনবাগানের

এটিকে মোহনবাগান – ৪

কেরল ব্লাস্টার্স- ২

#গোয়া: গত মরশুমে এই প্রতিপক্ষের বিরুদ্ধেই এক গোলে জিতে যাত্রা শুরু করেছিল এটিকে মোহনবাগান। সেদিন গোল করেছিলেন রয় কৃষ্ণ। আজ কেরল ব্লাস্টার্স এর বিরুদ্ধে মাত্র তিন মিনিটে মোহনবাগানকে এগিয়ে দিলেন হুগো বুমু। বাঁদিক থেকে একটা সুইং মেশানো বল বাড়ালেন বক্সের ভেতর। রয় কৃষ্ণ মাথা না লাগালেও একটা মুভমেন্ট করলেন, যাতে বোকা বনে গেলেন কেরল গোলরক্ষক গোমেজ। বল জড়িয়ে গেল জালে।

তবে ম্যাচের ২৩ মিনিটে সমতা ফিরিয়ে আনল দক্ষিণের দল। রাহুল কেপি ডানদিক থেকে একটা বল বাঁড়ালেন। সাহাল আব্দুল সামাদ বলটা বুকে রিসিভ করে ডান পায়ের জোরালো শটে জালে জড়িয়ে দিলেন। কিন্তু আবার তিন মিনিটের মধ্যে জ্বলে উঠল বুমু – কৃষ্ণ জুটি। দুর্দান্ত একটা থ্রু বাড়ালেন বুমু। রয় কৃষ্ণ বলটা ধরতে যাবেন। গোলরক্ষক তাকে ফাউল করলেন। পেনাল্টি দিতে ভুল করেননি রেফারি। স্পটকিক জালে জড়িয়ে দিলেন কৃষ্ণ।

৩৯ মিনিটে আবার বুমু ম্যাজিক। ডানদিক থেকে একটা বল ধরে কেরলের ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে ঢুকে পড়ে প্রথম পোস্ট দিয়েই বল জড়িয়ে দিলেন জালে।বুমু ম্যাজিক। ডানদিক থেকে একটা বল ধরে কেরলের ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে ঢুকে পড়ে প্রথম পোস্ট দিয়েই বল জড়িয়ে দিলেন জালে।দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের চাপ বাড়াল কেরল। কিন্তু কাউন্টার অ্যাটাকে ৫০ মিনিটে আর একটা গোল করে গেল সবুজ মেরুন। এবার বিশ্বমানের গোল করলেন লিস্টন কোলাসো। বক্সের ভেতর থেকে ডান পায়ের দুরন্ত কার্লিং শটে গোল করলেন গোয়ান ফুটবলার।

মনবীর সিং শট ক্রসপিসে না লাগলে পাঁচ গোল হয়ে যেত তখনই। লিস্টনকে তুলে নিয়ে প্রবীর দাসকে নামানো হল। ৭০ মিনিটে ব্যবধান কমাল কেরল। আর্জেন্টিনার পেরেরা ডিয়াজ বল জালে জড়িয়ে দিলেন। আক্রমণের গতি বাড়াতে কেরল ৭৫ মিনিটে নামাল চেঞ্চকে। এটিকে মোহনবাগান নামাল ডেভিড উইলিয়ামস এবং বিদ্যানন্দকে।

বাকি সময়টা কেরল চেষ্টা করল বটে। কিন্তু সবুজ মেরুনের শক্ত ডিফেন্স আর পরাস্ত হয়নি। সন্দেশ ঝিঙ্গান আগেই ছিলেন না। এদিন খেলেননি দলের প্রধান স্প্যানিশ ডিফেন্ডার তিরি। তাতেও কার্ল ম্যাক হিউ এবং শুভাশিস, প্রীতমরা যথেষ্ট লড়াই করলেন। এই জয়টা ডার্বির আগে এটিকে মোহনবাগানের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

ATK MB vs Kerala blasters preview : আজ শুরু আইএসএল, কেরলের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এটিকে মোহনবাগান

#গোয়া: গতবার ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিল। মুম্বই সিটির কাছে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়েও জয়ের মুখ দেখতে পায়নি সবুজ মেরুন। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে হাবাস ব্রিগেড। আজ শুরু হচ্ছে ২০২১-২২ মরশুমের আইএসএল। উদ্বোধনী ম্যাচে ফতোরদায় গতবারের রানার-আপ এটিকে মোহনবাগানের সামনে কেরল ব্লাস্টার্স এফসি। এই স্টেডিয়ামে গত মরশুমে ১৫টি ম্যাচ খেলে ১২টিতেই অপরাজেয় ছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। অপরদিকে চারটি ম্যাচ খেলে এই স্টেডিয়ামে একটিতেও জেতেনি কেরল ব্লাস্টার্স।

আরও পড়ুন – Ravichandran Ashwin T20 : টি টোয়েন্টি ফরম্যাটে তাকে বাইরে রাখা মুশকিল, রোজ বুঝিয়ে দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন

গত মরশুমের আইএসএলে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুটি জেতে এটিকে মোহনবাগান, একটি ড্র, ফাইনাল-সহ পরাজয় দুটিতে। আইএসএলে রানার-আপ হওয়ার পর এএফসি কাপে দাপটে খেলে নক আউটেও পৌঁছায় সবুজ মেরুন। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে নাসাফের কাছে হাফ ডজন গোল হজম করতে হয় এটিকে মোহনবাগানকে। অন্যদিকে, কেরল ব্লাস্টার্স গত মরশুমের শেষ পাঁচটি ম্যাচে তিনটিতে হারে, দুটি ড্র। গোটা আইএসএলে মাত্র তিনটি জয়ের সুবাদে ১১ দলের মধ্যে দশম স্থানে শেষ করেছিল তারা।

এটিকে মোহনবাগান গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের জায়গায় নিয়েছে অমরিন্দর সিংকে। তবে সন্দেশ ঝিঙ্ঘানের অভাব সুমিত রথী কতটা মেটাতে পারবেন সেটা লক্ষ্যণীয়। তবে উইংয়ে লিস্টন কোলাসো ও প্লে-মেকিং জোনে হুগো বুমুর উপস্থিতি সবুজ-মেরুনের আক্রমণকে ধারালো করতেই পারে। আক্রমণভাগে রয় কৃষ্ণ নিশ্চিত। তিরি ও বুমু দুজনেই যদি খেলেন তবে চতুর্থ বিদেশি হওয়ার লড়াইয়ে ডেভিড উইলিয়ামস ও ইউরো ২০২০-তে খেলা জনি কাউকো।

কেরল ব্লাস্টার্সে এবার সব নতুন বিদেশি। চেন্নাইয়িন এফসিতে খেলা এনেস সিপোভিচ ও ক্রোয়েশিয়ার মার্কো লেসকোভিচকে সেন্ট্রাল ডিফেন্সে রেখে রক্ষণ মজবুত করা হচ্ছে। গত মরশুমে ৩৬টি গোল হজম করেছিল কেরল ব্লাস্টার্স। নিশু কুমার, অধিনায়ক জেসেল কার্নেরিও, সঞ্জীব স্ট্যালিনরা ফুল ব্যাক পজিশনে থাকতে পারেন। মেলবোর্ন সিটিকে এ-লিগ জেতানোয় অবদান রাখা আদ্রিয়ান লুনা, অ্যালভারো ভাসকুয়েজের পাশাপাশি গোলের জন্য হরমনজ্যোৎ সিং খাবড়ার দিকেও তাকিয়ে থাকবে কেরল ব্লাস্টার্স।

এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণর পাশাপাশি ফুটবলপ্রেমীদের নজর থাকবে কেরল ব্লাস্টার্সের তারকা স্ট্রাইকার আলভারো ভ্যাসকুয়েজের দিকে, যিনি লিগা ও ইউরোপের প্রথম সারির বিভিন্ন দলে খেলেছেন। তবে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানো নিয়ে প্রশ্ন তুলেছেন হাবাস। একজন বিদেশি কমিয়ে ভারতীয় ফুটবলের খুব উন্নতি হবে মনে করেন না তিনি। তবে একটি করে ম্যাচ ধরে এগোতে চান তিনি। আপাতত ফোকাস কেরালা ব্লাস্টার্স ম্যাচে।

ম্যাচ শুরু – সন্ধ্যা ৭.৩০

Brazil vs Argentina: গোল পেলেন না মেসি, নেইমারহীন ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেল আর্জেন্টিনা

বুয়েনস আইরেস: নেইমারহীন ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেলেন মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে গোলশূন্য ড্র হল ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ব্রাজিল। সমসংখ্যক ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট ২৯ (Brazil vs Argentina Match 0-0 Draw)।

অত্যন্ত বিরক্তিকর ফুটবলই এদিন দর্শকদের দেখতে হয়েছে ৷ ব্রাজিল বা আর্জেন্টিনা কোনও দলই নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না ৷ মেসি এদিন খেললেন গোটা ম্যাচেই ৷ কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি ৷ অন্যদিকে নেইমারকে ছাড়া ব্রাজিলকেও ছন্দে দেখা যায়নি ৷ হাইভোল্টেজ ম্যাচে মোট ফাউল হয়েছে ৪২টি ৷ এ ব্যাপারে দুই দলই সমান সমান ৷ গোলের উদ্দেশে ৯টি করে ব্রাজিল এবং আর্জেন্টিনা শট নিলেও গোল আসেনি একটিতেও ৷

আরও পড়ুন– ইডেন ম্যাচের জন্য টিকিটের চাহিদার তুঙ্গে ! ক্লাব হাউজে ১০০% দর্শক প্রবেশের অনুমতি চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ সিএবি

ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। তবে যেমন ম্যাচ হবে বলে আশা করা হয়েছিল, তার কিছুই হয়নি ৷ ম্যাচে একাধিক ফাউলে বিঘ্ন ঘটে ফুটবলের স্বাভাবিক ছন্দ। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলের সুযোগ পায় ব্রাজিল ৷ সহজ সুযোগ নষ্ট করেন জুনিয়র ৷ এরপর ২৪ মিনিটে দি মারিয়ার বাড়ানো বল থেকে গোল করতে পারতেন মেসি ৷ কিন্তু মেসিকে আটকে দিতে সফল ব্রাজিলীয় ডিফেন্স ৷

প্রথমার্ধে ৪১তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো দে পলের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান অ্যালিসন।

আরও পড়ুন– বায়োপিক নিয়ে প্রথমবার মুখ খুললেন বিশ্বনাথন আনন্দ, সিনেমার পর্দায় নিজের ভূমিকায় কাকে দেখতে চান তিনি ?

বিরতির পরেও ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিল দুই দল ৷ ৬০ মিনিটে অল্পের জন্য গোল পায়নি ব্রাজিল ৷

Harry Kane England 10 goals : ৫৬ বছর পর হ্যারি কেনের চার গোলে নতুন রেকর্ড স্পর্শ ইংল্যান্ডের

ইংল্যান্ড – ১০

স্যান ম্যারিনো – ০

#লন্ডন: ফুটবল ম্যাচের স্কোরলাইন, নাকি টেনিসের? বুঝতে অসুবিধে হতে পারে। সেটাই স্বাভাবিক। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে সবসময়ই দেখা মেলে রোমাঞ্চকর সব ম্যাচের। কখনও নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে অনিশ্চিত হয়ে যায় ইতালির বিশ্বকাপ, আবার কখনও কাজাখাস্তানের জালে ৯ গোল দিয়ে উৎসব সারে ফ্রান্স। যেখানে দ্বিতীয়টির দেখাই মেলে বেশি। সোমবার রাতেই যেমন, ফিফা র‍্যাংকিংয়ের তলানির দল স্যান ম্যারিনোকে নিয়ে ছেলেখেলাই করল ইউরো কাপের রানার্সআপ দল ইংল্যান্ড।

আরও পড়ুন – Argentina vs Brazil qualifier : খেলবেন না নেইমার, ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে মরিয়া মেসির আর্জেন্টিনা

মাত্র ১৫ মিনিটের ব্যবধানে অধিনায়ক হ্যারি কেইনের একার চার গোলসহ গুনে গুনে দশবার স্যান ম্যারিনোর জালে বল প্রবেশ করিয়েছে তারা। এই ১০-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ টিকিটও নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। ম্যাচটি অবশ্য হারলেও ক্ষতি ছিল না ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীদের। কেননা অন্য ম্যাচে হাঙ্গেরির কাছে ১-২ গোলে হেরেছে পোল্যান্ড। ফলে এমনিই বিশ্বকাপ নিশ্চিত হয় ইংল্যান্ডের।

ম্যাচটিতে গোল বন্যা করে ১৯৬৪ সালের পর কোনো ম্যাচে ১০ গোলের ব্যবধানে জিতল ইংল্যান্ড। সে বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে একই ব্যবধানে ছিল তারা। ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় ১৩-০ গোলে; ১৮৮২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। দলের বিশাল জয়ে একাই চার গোল করে এলিট ক্লাবে ঢুকেছেন হ্যারি কেইনও। আলবেনিয়ার বিপক্ষে আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা চতুর্থ ইংলিশ খেলোয়াড় কেইন।

স্কোরশিটে নাম তুলেছেন ইংল্যান্ডের আরও পাঁচ খেলোয়াড়। তারা হলেন হ্যারি মাগুইরে (৬), এমিল স্মিথ রো (৫৮), টাইরন মিংস (৬৯), ট্যামি আব্রাহাম (৭৮) ও বুকায়ো সাকা (৭৯)। অন্য গোলটি ছিলো আত্মঘাতী। চার গোল করতে কেইন সময় নিয়েছেন মোটে ১৫ মিনিট। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে আই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংলিশ কোচ সাউথ গেট অবশ্য উচ্ছ্বসিত হতে নারাজ। আসল লক্ষ্য কাতারে বিশ্বকাপ জয়।

Serbia beat Portugal : ইতিহাসে প্রথমবার সার্বিয়ার কাছে হেরে বিশ্বকাপ অনিশ্চিত রোনাল্ডোর পর্তুগালের

পর্তুগাল -১
সার্বিয়া -২

#লিসবন: কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য অপেক্ষা বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রবিবার রাতে নিজেদের ঘরের মাঠে দর্শক ভর্তি স্টেডিয়ামে পূর্ণ সমর্থন পেয়েও হেরে গেল পর্তুগাল। অথচ শুধু ড্র রাখলেই চলত। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সার্বিয়ার কাছে ২-১ গোলে হেরে ২০২২ সালের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে পর্তুগালের। কাতার বিশ্বকাপের টিকিট পেতে এখন প্লে-অফ খেলতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশকে।

আরও পড়ুন – T20 World Cup money : টি ২০ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল অস্ট্রেলিয়া? নিউজিল্যান্ডের আয় কত? জানুন

রবিবার রাতে নিজেদের ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল। তাদের শুরুটা ছিল দারুণ। ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় বার্নার্দো সিলভার অসাধারণ এক পাসে জালে বল জড়ান পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজ। তারপর দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে। ম্যাচের ৩৩ মিনিটের সময় সুফল পায় সার্বিয়ানরা। মিডফিল্ডার সাসা লুকিচের অসাধারণ পাস থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন আরেক মিডফিল্ডার ডুসান টেডিচ।

বলটা পর্তুগিজ গোলরক্ষক প্যাট্রিসিও ধরতে পারেননি, কারণ দ্যানিলোর পায়ে লেগে গতিপথ পরিবর্তন করে। ফলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু পরিবর্তন আনে খেলার গতি পরিবর্তন করতে। পর্তুগালের মিডফিল্ড জেনারেল ব্রুনো ফার্নান্দেজকে নামানো হয়। বেশ কিছু আক্রমণও দেখা যায়। কিন্তু জয়সূচক গোলটি হয় ম্যাচ শেষ হওয়ার একটু আগে। ম্যাচের ৯০ মিনিটের সার্বিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রভিচ হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করেন।

৯০ মিনিট খেলা শেষ হলে অতিরিক্ত চার মিনিট খেলেও পর্তুগাল গোল পরিশোধ করতে পারেনি। ২-১ গোলে হেরে ম্যাচ শেষ করেছে পর্তুগাল। পুরো ম্যাচে পর্তুগাল শট নিয়েছে ৯টি তার মধ্যে জালে লক্ষ্য করে ছিল ৩টি এবং সার্বিয়া শট নিয়েছে ১১টি গোল পোস্ট বরাবর গিয়েছে ৩টি। এই জয়ের সুবাদে ‘এ’ গ্রুপ থেকে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সার্বিয়া।

সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে পর্তুগাল। যে কারণে তাদের খেলতে হবে প্লে-অফে। আগামী বছর মার্চ মাসে নিজেদের ঘরের মাঠে একটি লেগের ম্যাচ খেলার সুযোগ পাবে পর্তুগাল। সেটা জিততেই হবে বিশ্বকাপের টিকিট পেতে গেলে। না হলে ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মঞ্চে থাকবে না পর্তুগিজরা।

পর্তুগালের ম্যানেজার ফার্নান্দো স্যান্টস অবশ্য কাউকে দোষ দিতে নারাজ। তবে দ্বিতীয়ার্ধে তার দল একেবারেই খেলতে পারেনি মেনে নিয়েছেন। কিন্তু তিনি আশা ছাড়ছেন না। প্লে-অফ ম্যাচে জিতে বিশ্বকাপের টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

Sanju Samson helps footballer : মানবিক সঞ্জু, কেরলের তরুণ ফুটবলারকে স্পেনে যাওয়ার বিমান খরচা দিলেন

 

#তিরুবন্তপুরম: মানবিক সঞ্জু স্যামসন। ভারতীয় দলে তার জায়গা পাকা হয়তো হয়নি। কিন্তু প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারো। এবার এমন একটা কাজ করলেন যার প্রশংসা না করলেই নয়। স্প্যানিশ লিগে পঞ্চম বিভাগীয় দল ভিরেগন দেল কামিনোয় মাসব্যাপী অনুশীলনের ডাক পেয়েছেন ভারতের কেরলের এক ফুটবলার। কিন্তু তাঁর জন্য স্পেনে উড়ে যাওয়া তো আর সহজ বিষয় না। আর্থিক সমস্যা থাকায় সাহায্য চেয়েছিলেন এই লেফট উইঙ্গার। কেরলের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন তাতে দ্রুত সাড়া দিয়ে ফুটবলারটির স্পেনে উড়ে যাওয়ার বিমান খরচের ব্যবস্থা করে দেন।

আরও পড়ুন – East Bengal vs Mumbai City : বাঙালি গোলরক্ষকের হাতেই আইএসএলে ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব থাকছে নতুন মরশুমে

সংবাদমাধ্যম জানিয়েছে, স্যামসন নিজ পৃষ্ঠপোষকতায় আদর্শ পিআর নামের ওই ফুটবলারের বিমানের টিকিট খরচ তুলে দেন। স্থানীয় বিধানসভার সদস্য সাজি চেরেইন ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় কারাক্কাদ লিও ক্লাব ৫০ হাজার টাকা সাহায্য তুলেছে এ ফুটবলারের জন্য। বাকি তহবিলের ব্যবস্থা করেছেন সাজি চেরেইন, আর স্যামসন বহন করছেন তাঁর বিমানের টিকিট খরচ।

নিজের দীর্ঘ ফেসবুক পোস্টে চেরেইন লেখেন, সপ্তাহখানেক আগে আদর্শ নামে এক তরুণ আমার সঙ্গে দেখা করে। থিরুভাল্লা মার্থোমা কলেজে সে স্নাতক সম্পন্ন করেছে। সে দারুণ ফুটবলার। আদর্শ দারুণ এক সুযোগ পেয়েছে। কিন্তু আর্থিক সমস্যায় সে এই সুযোগ হারানোর ভয়ে ভীত ছিল। স্পেনের তৃতীয় বিভাগের (পঞ্চম বিভাগ) দল ভিরেগন দেল কামিনোয় এক মাস অনুশীলনের সুযোগ পেয়েছে সে। এ সময় সে অন্তত পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাঁর পারফরম্যান্স ক্লাবগুলোর নজরে পড়লে চুক্তিও হয়ে যেতে পারে। আমাদের স্থানীয় ফুটবলারদের জন্য এমন কিছু স্বপ্নপূরণের সুযোগ।

চেরেইন এরপর লিখেছেন, ‘আমাদের প্রিয় তারকা সঞ্জু স্যামসন আদর্শর বিমান টিকিটের ব্যবস্থা করেছে। বাকিরাও যে যাঁর মতো পেরেছেন সাহায্য করেছেন। কারাক্কাদ লিও ক্লাব তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছে। একদিন পরই আদর্শ মাদ্রিদের উদ্দেশে রওনা দেবে। সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত। আশা করি এ সুযোগ তার পথ খুলে দেবে।’

ভারতের হয়ে ১০টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলা স্যামসনকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দলে রাখেননি নির্বাচকেরা। এ নিয়ে অবশ্য বিসিসিআই নির্বাচকদের সমালোচনা করেন অনেকেই। আইপিএলে তিনি নিয়মিত পারফরমার। তবে এবার ফুটবলারকে সাহায্য করে ভক্তদের মনে আরও গভীরভাবে দাগ কাটলেন স্যামসন। বুঝিয়ে দিলেন তিনি কত বড় মনের মানুষ। তরুণ ফুটবলারটি জানিয়েছেন তিনি ভারতীয় ক্রিকেট তারকার কাছে ঋণী থাকবেন।