‘ক্রিজে আরও বেশি ঘণ্টা কাটাও’, পূজারার জন্মদিনে বিরাটের বার্তা

#নয়াদিল্লি:  ৩৩ বছরে পা দিলেন ‘দ্য রক অফ রাজকোট’ ওরফে চেতেশ্বর পূজারা৷ ভারতীয় দলের তারকা মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্মদিনে ট্যুইট বন্য বয়ে গেল৷ টেস্ট বিশেষজ্ঞ পূজারাকে সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

কোহলির শুভেচ্ছা বার্তায় পূজারার ক্রিকেটীয় বৈশিষ্ট্যের কথাই ফুটে উঠেছে৷ কোহলি লিখলেন, “শুভ জন্মদিন পুজি, তোমার সুস্বাস্থ্য ও সুখের কামনা করি৷ ক্রিজে আরও বেশি ঘণ্টা কাটাও৷ দারুণ কাটুক বছর৷”

 

পূজারা হয়তো সদ্যসমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সেঞ্চুরি করতে পারেননি, কিন্তু তিনি অসাধারণ সব ইনিংস খেলেছেন৷ মাটি কামড়ে, দাঁতে দাঁত চিপে ক্রিজে থেকে গিয়েছেন৷ অজি বোলারদের যাবতীয় সংযম তিনি নষ্ট করে দিয়েছেন৷ ঋষভ পন্থ যখন এক দিক থেকে আক্রমণ করে গিয়েছেন, তখন পূজারা ধরে খেলেছেন৷

প্যাট কামিন্স, জোশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্করা শুধু পূজারার শরীর টার্গেট করে বল করে গেছেন। যা ক্রিকেটের ভাষায় ‘বডিলাইন’। স্টার্ক-কামিন্সরা খুব ভাল মতো জানেন যে, রাজকোট থেকে যে ৩২ বছরের ক্রিকেটার খেলতে এসেছেন, তাঁকে আউট করার মতো বল তাঁদের কেউ শেখায়নি। দ্রাবিড় পরবর্তী ভারতের ‘দ্য ওয়াল’ একবার ক্রিজে দাঁড়িয়ে গেলে ভূমিকম্পেও সে টলবে না। শিকড় ক্রমেই ভিতরের দিকে ঢুকতে থাকবে। ফলে উপড়ে ফেলতে হলে শরীর লক্ষ্য করেই বল করতে হবে।

ব্রিসবেন টেস্টে একবার নয়, ১১ বার (cricvizanalyst-এর রিপোর্ট বলছে হেলমেট ও শরীর মিলিয়ে পূজারার মোট ১৪ বার বলের আঘাত লেগেছে। ২০০৬ সাল থেকে কোনও সিরিজে একজন ব্যাটসম্যানের আঘাত পাওয়ার এটা নজির।) পূজারার শরীরে আগুনের গোলার মতো বল এসে লেগেছে, কখনও হেলমেটে, তো কখনও আঙুলে, আবার কখনও কনুইতে। পূজারা মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রনায় ছটফট করেছেন, টিম ইন্ডিয়ার ফিজিও নীতিন প্যাটেল ছুটে ছুটে এসেছেন বারবার। পূজারা হাল ছাড়েননি৷