Tag Archives: Cheteshwar Pujara

চেতেশ্বর পূজারা: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!

পুরো নাম

চেতেশ্বর পূজারা

জন্ম

২৫ জানুয়ারি, ১৯৮৮

উচ্চতা

৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)

জাতীয়তা

ভারতীয়

ক্রীড়াবিদ

ডানহাতি ব্যাটসম্যান

পরিবার

পিতা: অরবিন্দ পূজারা

মা: রিনা পূজারা

স্ত্রী: পূজা পাবারি

কেরিয়ারের সূচনা

ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে পূজারা এটি বড় নাম। প্রায় গত এক দশক ধরে টেস্ট দলের স্থায়ী সদস্য হয়ে তিনি ভারতের হয়ে খেলেন। পূজারা মাত্র ৬ বছর বয়স থেকেই ক্রিকেট খেলতেন। প্রফেশনাল ক্রিকেটে তাঁর পদার্পণ হয় ২০০৫ সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সঙ্গে। এরপর ২০০৭ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জায়গা পান তিনি। এই টুর্নামেন্টে মাত্র ৬টি ম্যাচে ৩৪৯ রান করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২০০১৭ সালে সৌরাষ্ট্রের হয়ে তাঁর ফার্স্ট-ক্লাস ক্রিকেটে অভিষেক হয়।  

আন্তর্জাতিক অভিষেক

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ডেবিউ করেন পূজারা। এই টেস্ট ম্যাচে ৭৬ রান করেন তিনি। এরপর ২ বছর তাঁর সময় খারাপ কাটলেও ২০১২ সালে ফের জাতীয় দলে সুযোগ পান তিনি। এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেন। ওই বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ডবল-সেঞ্চুরির স্কোর করেন।

উত্থান

২০১২ সালের পর থেকে ভারতীয় টেস্ট দলে ওপেনার হিসেবে তাঁর স্থান স্থায়ী হয়ে যায়। ২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তার আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়। ওই বছরই টেস্ট ফরম্যাটে তাঁর ১০০০ রান পূর্ণ হয়। ২০১৩ সালের একটি টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৩ ম্যাচে ২৮০ রান করেন তিনি। 

২০১৪ সালে তাঁর ফর্ম কিছুটা খারাপ হয়। এক বছরের মাথায় ফর্ম ফিরে আসে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি সেঞ্চুরি করেন। ২০১৫ সালে টেস্টে পূজারা ১৩১৬ রান করে বিশ্বের সেরার তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছন। ২০১৬-১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ৫ ম্যাচের টেস্ট সিরিজে একটি ডবল-সেঞ্চুরি সহ সর্বোচ্চ রান করে রেকর্ড গড়েন।   

২০১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। এই সিরিজে পূজারা ৫ ম্যাচে ৫২১ রান করে ভারতের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সিরিজে তিনিই সর্বোচ্চ রান করেন এবং ম্যান অফ দ্য সিরিজের শিরোপা পান।  

ক্লাব ক্রিকেট

পূজারা ২০০৮ সাল অর্থাৎ আইপিএল প্রথম সংস্করণ থেকেই টুর্নামেন্টের অংশ হলেই তিনি এখনও পর্যন্ত মাত্র ৩০টি ম্যাচ খেলেছেন। প্রথম ৩টি সিজন তিনি কলকাতা নাইট রাইডার্স শিবিরের অংশ ছিলেন। এই ৩ সিজনে তাঁকে মাত্র ১০টি ম্যাচ খেলতে দেখা যায়। 

২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পূজারাকে নিজের দলে নেয়। ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্যাঙ্গালোর ফ্রাঞ্চাইজির অংশ হয়ে থাকেন। ২০১৪ সালের পর পূজারার জন্য নিলামে কোনও দলই হাত তোলেনি। ২০২১ সালে চেন্নাই সুপার কিংস এই ডানহাতি ব্যাটসম্যানকে ৫০ লক্ষ টাকা দিয়ে স্কোয়াডে জায়গা দেয়। যদিও এই সিজনে তিনি কোনও ম্যাচই খেলেননি। 

বিভিন্ন ফরম্যাটে পূজারার রান

টেস্ট ক্রিকেটে পূজারা মোট ৯৫টি ম্যাচে খেলে ৬৭১৩ রান করেছেন যার মধ্যে ১৮টি সেঞ্চুরি এবং ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওয়ান ডে ফরম্যাটে তিনি মোট ৫টি ম্যাচ খেলে ৫১ রান করেছেন।

Cheteshwar Pujara: গাভাসকর-সচিন-দ্রাবিড়দের এলিট ক্লাসে পুজারা, গড়লেন অনন্য রেকর্ড

একটা সময় ভারতীয় টেস্ট দলে তাঁকে পরবর্তী রাহুল দ্রাবিড় বলা হত। বছরের পর বছর একাধিক ম্যাচে দ্য ওয়াল-এর মতই ইনিংসও খেলেছেন তিনি। কিন্তু বর্তমানে তিনি ভারতীয় টেস্ট দলে অনিয়মিত। তবে এখনও হাল ছাড়েননি চেতেশ্বর পুজারা। ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলে ফেরার লড়াইটা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন পুজারা। একই আসনে বিরাজমান হলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভল পারফর্ম করে যাচ্ছে চেতেশ্বর পুজারা। রঞ্জি ট্রফিতে নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে ৪৩ ও ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন পুজারা। এই ইনিংসের সৌজন্যে ভারতের চুতুর্থ ব্যাটার হিসেব প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ রানের মাইলস্টোন পার করলেন অভিজ্ঞ ডান হাতি ব্যাটার। নীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পর এই নজির গড়লেন চেতেশ্বর পুজারা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০টি ম্যাচ খেলে চেতেশ্বর পুজারা মোট ২০, ০১৩ রান করেছেন। পুজারার ঝুলিতে রয়েছে ৬১টি সেঞ্চুরি ও ৭৭টি হাফ সেঞ্চুরি। এর সঙ্গে টেস্ট ক্রিকেটে পুজারা ১০৩টি ম্যাচে ৭১৯৫ রান করেছেন। গাভালসর, সচিন, দ্রাবিড়দের এলিট প্যানেলে জায়গা করে নিতে পেরে খুশি পুজারা। তবে ভারতীয় দলে কামব্যাক করা তাঁর প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ Tribal Ritulas: এই গ্রামে পুরুষরা তাদের মেয়েদের সঙ্গে বিয়ে ও সহবাস করেন, কারণ জানলে অবাক হবেন

এই তালিকায় শীর্ষে রয়েছেন সুনীল গাভাসকর। ৩৪৮টি ম্যাচ খেলে লিটল মাস্টারের ঝুলিতে ২৫,৮৩৪ রান। দ্বিতীয় স্থানে রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ৩১০টি ম্যাচে ২৫,৩৯৬ রান করেছেন ছোটে নবাব। ২৯৮ ম্যাচে ২৩,৭৯৪ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়।

Sourav Ganguly: ‘কেউ চিরকাল থাকবে না, এটাই নিয়ম’, হঠাৎ কেন এমন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়লেও ভারতীয় ক্রিকেট নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামতের যে আলাদা গুরুত্ব রয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার ফের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সৌরভ। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়লেও ভারতীয় ক্রিকেট নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামতের যে আলাদা গুরুত্ব রয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার ফের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সৌরভ। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্রতি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০, ওডিআই ও টেস্ট এই তিন ফর্ম্যাটে প্রোটিয়া সফরে দলকে নেতৃত্ব দেবেন ৩ আলাদা অধিনায়ক। তবে টেস্ট দলে চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের জায়গা না পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন।
সম্প্রতি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০, ওডিআই ও টেস্ট এই তিন ফর্ম্যাটে প্রোটিয়া সফরে দলকে নেতৃত্ব দেবেন ৩ আলাদা অধিনায়ক। তবে টেস্ট দলে চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের জায়গা না পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন।
ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে দীর্ঘ বছর সার্ভিস দিয়েছে পুজারা ও রাহানে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ফর্ম ও বয়সের কারণে টেস্ট দলে সুযোগ হচ্ছে না তাদের। তার বদলে নতুন দের সুযোগ দেওয়া হচ্ছে।
ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে দীর্ঘ বছর সার্ভিস দিয়েছে পুজারা ও রাহানে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ফর্ম ও বয়সের কারণে টেস্ট দলে সুযোগ হচ্ছে না তাদের। তার বদলে নতুন দের সুযোগ দেওয়া হচ্ছে।
একটি অনুষ্ঠানের পুজারা ও রাহানের বাদ পড়া নিয়ে সৌরভকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,"চিরকাল কেউ খেলবে না। এটা সবার সঙ্গেই ঘটবে। ভারতীয় ক্রিকেটের জন্য ওঁরা যা করেছেন, তার জন্য ওঁদের আমি ধন্যবাদ জানাব। এবং নির্বাচকেরা নতুন মুখ চান, এটাই নিয়ম। এভাবেই সবটা এগিয়ে চলে।"
একটি অনুষ্ঠানের পুজারা ও রাহানের বাদ পড়া নিয়ে সৌরভকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,”চিরকাল কেউ খেলবে না। এটা সবার সঙ্গেই ঘটবে। ভারতীয় ক্রিকেটের জন্য ওঁরা যা করেছেন, তার জন্য ওঁদের আমি ধন্যবাদ জানাব। এবং নির্বাচকেরা নতুন মুখ চান, এটাই নিয়ম। এভাবেই সবটা এগিয়ে চলে।”
এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,"পুজারা ও রাহানে ভারতের হয়ে অনবদ্য পারফর্ম করেছেন। কিন্তু আপনার খেলা আপনাকে চিরকাল সঙ্গ দেবেন না। ভারতে আরও অনেক নতুন প্রতিভা রয়েছে। আর একটা সময়ের পর নতুনদের সুযোগ দিতে হবে।"
এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”পুজারা ও রাহানে ভারতের হয়ে অনবদ্য পারফর্ম করেছেন। কিন্তু আপনার খেলা আপনাকে চিরকাল সঙ্গ দেবেন না। ভারতে আরও অনেক নতুন প্রতিভা রয়েছে। আর একটা সময়ের পর নতুনদের সুযোগ দিতে হবে।”
প্রসঙ্গত, ভারতের হয়ে ৮৫ টি টেস্ট ম্যাচ খেলে অজিঙ্কা রাহানে ৩৮.৪৬ গড়ে ৫০৭৭ রান করেছেন। অপরদিকে, চেতেশ্বর পুজারা ১০৩টি টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন।
প্রসঙ্গত, ভারতের হয়ে ৮৫ টি টেস্ট ম্যাচ খেলে অজিঙ্কা রাহানে ৩৮.৪৬ গড়ে ৫০৭৭ রান করেছেন। অপরদিকে, চেতেশ্বর পুজারা ১০৩টি টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন।

IND vs England : কোহলি, গিলকে হারালেও ভারতের টার্গেট বাড়াতে লড়ছেন পূজারা, পন্থ! বার্মিংহ্যামে চালকের আসনে ভারত

#লন্ডন: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের তৃতীয় দিন ক্রিকেট সমর্থকদের জন্য সবচেয়ে ভাল দিন ছিল। এদিন মাত্র একবারই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল মধ্যাহ্ন ভোজের আগে। তাছাড়া রবিবার সেভাবে ভুগতে হয়নি বৃষ্টির কারণে। সিরাজ, বুমরাহ, শামিদের দাপটে যখন ইংল্যান্ডকে ২৮৪ রানে অলআউট করে দিল ভারত, তখন ১৩২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেছিল কোহলি, গিলরা।

শুভমন গিল প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও যথারীতি ফ্লপ। ফিরে গেলেন মাত্র ৪ রান করে। হনুমা বিহারী বেশ দেখে শুনে ব্যাট করছিলেন। কিন্তু সেট হয়ে গিয়েও খারাপ শট খেলে উইকেট দিয়ে এলেন তিনি। যেভাবে শুরু করেছিলেন বিরাট কোহলি দেখে মনে হচ্ছিল আজ বোধহয় বড় রান করবেন তিনি। দেখার মত কভার ড্রাইভ এবং স্ট্রেট ড্রাইভ মারলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

কিন্তু বেন স্টোকস একটা স্বপ্নের ডেলিভারিতে ফিরিয়ে দিলেন বিরাটকে (২০)। বলটা অনেকটা লাফিয়ে ওঠায় কোহলির ব্যাটের কানায় লেগে স্যাম বিলিংস্ হয়ে রুটের হাতে জমা পড়ল। ইংল্যান্ডের হয়ে ১০৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন জনি বেয়ারস্ট্রো। তাঁর কারণেই এই ম্যাচে এতটা পর্যন্ত এগোতে পেরেছে ইংল্যান্ড, না হলে অনেক আগেই শেষ হয়ে যেত ব্রিটিশ দলটির ব্যাটিং। ১৪টি চার এবং দু’টি ছয়ের সৌজন্যে ১৪০ বলে ১০৬ রানের ইনিংসটি খেলেন বেয়ারস্টো।

ইংল্যান্ডের ব্যাটিং এই ইনিংসে কতটা বেয়ারস্টোর উপর নির্ভরশীল ছিল তা বোঝা যায় দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর দিকে তাকালেই। ভারতের হয়ে সর্বাধিক চারটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। দু’টি উইকেট পেয়েছেন মহম্মদ শামি, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এই টেস্টে সুযোগ পাওয়া শার্দূল ঠাকুর পেয়েছেন একটি উইকেট।

জনি বেয়ারস্টোর ইনিংসটি ভারতের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল। বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। কথা কাটাকাটি হয় দুজনের। এরপরেই যেন আক্রমণাত্মক হয়ে ওঠেন ইংলিশ ব্যাটসম্যান। ধৈর্য ধরে ব্যাটিং করছেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে আছেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি বুঝে আজ সেভাবে ঝুঁকি নিলেন না।

চতুর্থ দিনে ৩৫০ তুলে ইংল্যান্ডকে ব্যাটিং করতে দিতে চাইবে ভারত। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের পর আরো একটি ঘন্টা ব্যাট করে ছেড়ে দেওয়া লক্ষ্য ভারতের। কারণ ড্র নয়, বার্মিংহাম টেস্ট ম্যাচ জিতেই সিরিজ ৩-১ জয় পাওয়ার লক্ষ্য ভারতের।

পরপর করোনা ভ্যাকসিন নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা, দেখে নিন কারা কারা পেলেন

#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটাররা একে একে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (COVID-19 vaccine) নিয়ে নিচ্ছেন৷ এদিনই ভারত অধিনায়ক বিরাট কোহলি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন৷ এদিন কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য হাতিয়ার হিসেবে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara ) ও তাঁর স্ত্রী পূজা(Puja ) ৷ সারা দেশের কোটি কোটি মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করছেন৷

পূজারা ও তাঁর স্ত্রী পূজা দুজনেই করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেছে৷ পূজারা জানিয়েছেন  যত দ্রুত সম্ভব সব মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য৷ তিনি ট্যাগলাইনে লিখেছেন, ‘‘ পূজা আর আমি ভ্যাকসিন , পেলাম, যাঁরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তাঁরা সকলে আবেদন করুন আর ভ্যাকসিন নিন৷ ’’

আইপিএলের (IPL)  চোদ্দতম মরশুমের খেলা স্থগিত হয়ে যাওয়ার পরেই পূজারাও নিজের বাড়িতে ফিরেছেন৷ বিসিসিআইয়ের (BCCI) এই সিদ্ধান্ত সামনে আসে যখন বায়োবাবল ভেঙে একাধিক দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্টস্টাফ পজিটিভ হন৷

ভারতের অন্যতম জোরে বোলার ইশান্ত শর্মা (Ishant Shamra) ও তাঁর স্ত্রী প্রতিমা সিং (Pratima Singh)  সোমবার দিনই ভ্যাকসিন নিলেন৷ ফ্রন্টলাইন ওয়ার্কার যাঁরা এই ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন তাঁরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷

ইশান্তও একইভাবে আবেদন করেছেন যত সম্ভব তাড়াতাড়ি ভ্যাকসিন নিতে৷  আর ভ্যাকসিন ়দেওয়ার কাজ করছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন৷ তিনিও নিজের ভ্যাকসিন কেন্দ্রের বাইরের ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন৷

 

View this post on Instagram

 

A post shared by Ishant Sharma (@ishant.sharma29)

গত সপ্তাহে অজিঙ্ক রাহানে এবং শিখর ধাওয়ান এবং পেসার উমেশ যাদব ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন৷

পূজারা , কোহলি, ইশান্ত ও রাগানে সামনেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন৷ সাদাম্পটনে নিউজিল্যান্ড বনাম ভারত খেলবে৷

IPL Auction 2021: আইপিএলে পূজারার প্রত্যাবর্তন! খেলবেন ধোনির টিমে

#চেন্নাই: আইপিএল নিলামে (IPL Auction 2021) সবচেয়ে বড় চমকটা দিল চেন্নাই সুপার কিংস (CSK)৷ ভারতীয় দলের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে আইপিএলে (Cheteshwar Pujara) ফিরিয়ে আনল তারা৷ ৫০ লক্ষ টাকার বেস প্রাইজে পূজারাকে কিনে নিল সিএসকে৷ ফের একবার এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে ও তাঁর টিমে খেলবেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান৷

২০১৪ সালে শেষবার পূজারা আইপিএলে খেলেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের (অধুনা পঞ্জাব কিংস, Punjab Kings) হয়ে৷ ৭ বছর পর ফের তিনি খেলবেন আইপিএল৷ পূজারা এখনও পর্যন্ত পঞ্জাব, বেঙ্গালুরু ও কলকাতা মিলিয়ে ৩০টি আইপিএল ম্যাচ খেলেছেন৷ তাঁর মোট রান সংখ্যা ৩৯০৷ স্ট্রাইক রেট প্রায় ১০০-র কাছাকাছি৷

পূজারা ট্যুইট করে লিখলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ৷ আমি খেলার জন্য মুখিয়ে আছি৷” তিনবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই পূজারার আগে দলে নিয়েছে ব্রিটিশ স্পিনিং অলরাউন্ডার মইন খান (৭ কোটি টাকা) ও কৃষ্ণাপ্পা গৌতমকে (৯.২৫ কোটি টাকা)৷ পূজারা তাদের দিনের তৃতীয় বাছাই৷

পূজারা টেস্টের বিশেষজ্ঞ ব্যাটসম্যান হলে কী হবে! তিনি কিন্তু টি-২০ ক্রিকেটেও নিজের জাত চেনাতে পারেন৷ দু’বছর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে রেলওয়েজের বিরুদ্ধে ইন্দোরে ৬১ বলে অপরাজিত সেঞ্চুরি করেন৷ ১৪টি চার ও একটি গগণচুম্বী ছক্কাও হাঁকান তিনি৷ এটিই ছিল পূজারার প্রথম টি-২০ সেঞ্চুরি৷

‘ক্রিজে আরও বেশি ঘণ্টা কাটাও’, পূজারার জন্মদিনে বিরাটের বার্তা

#নয়াদিল্লি:  ৩৩ বছরে পা দিলেন ‘দ্য রক অফ রাজকোট’ ওরফে চেতেশ্বর পূজারা৷ ভারতীয় দলের তারকা মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্মদিনে ট্যুইট বন্য বয়ে গেল৷ টেস্ট বিশেষজ্ঞ পূজারাকে সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

কোহলির শুভেচ্ছা বার্তায় পূজারার ক্রিকেটীয় বৈশিষ্ট্যের কথাই ফুটে উঠেছে৷ কোহলি লিখলেন, “শুভ জন্মদিন পুজি, তোমার সুস্বাস্থ্য ও সুখের কামনা করি৷ ক্রিজে আরও বেশি ঘণ্টা কাটাও৷ দারুণ কাটুক বছর৷”

 

পূজারা হয়তো সদ্যসমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সেঞ্চুরি করতে পারেননি, কিন্তু তিনি অসাধারণ সব ইনিংস খেলেছেন৷ মাটি কামড়ে, দাঁতে দাঁত চিপে ক্রিজে থেকে গিয়েছেন৷ অজি বোলারদের যাবতীয় সংযম তিনি নষ্ট করে দিয়েছেন৷ ঋষভ পন্থ যখন এক দিক থেকে আক্রমণ করে গিয়েছেন, তখন পূজারা ধরে খেলেছেন৷

প্যাট কামিন্স, জোশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্করা শুধু পূজারার শরীর টার্গেট করে বল করে গেছেন। যা ক্রিকেটের ভাষায় ‘বডিলাইন’। স্টার্ক-কামিন্সরা খুব ভাল মতো জানেন যে, রাজকোট থেকে যে ৩২ বছরের ক্রিকেটার খেলতে এসেছেন, তাঁকে আউট করার মতো বল তাঁদের কেউ শেখায়নি। দ্রাবিড় পরবর্তী ভারতের ‘দ্য ওয়াল’ একবার ক্রিজে দাঁড়িয়ে গেলে ভূমিকম্পেও সে টলবে না। শিকড় ক্রমেই ভিতরের দিকে ঢুকতে থাকবে। ফলে উপড়ে ফেলতে হলে শরীর লক্ষ্য করেই বল করতে হবে।

ব্রিসবেন টেস্টে একবার নয়, ১১ বার (cricvizanalyst-এর রিপোর্ট বলছে হেলমেট ও শরীর মিলিয়ে পূজারার মোট ১৪ বার বলের আঘাত লেগেছে। ২০০৬ সাল থেকে কোনও সিরিজে একজন ব্যাটসম্যানের আঘাত পাওয়ার এটা নজির।) পূজারার শরীরে আগুনের গোলার মতো বল এসে লেগেছে, কখনও হেলমেটে, তো কখনও আঙুলে, আবার কখনও কনুইতে। পূজারা মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রনায় ছটফট করেছেন, টিম ইন্ডিয়ার ফিজিও নীতিন প্যাটেল ছুটে ছুটে এসেছেন বারবার। পূজারা হাল ছাড়েননি৷