ISL 2020-21: শেষ মুহূর্তে চমকে দিল ATKMB, সোয়াপ ডিলে দলে লেনি রডরিগেজ

#পানাজি: গোটা দেশ যখন বাজেট (Union Budget) নিয়ে ব্যস্ত, ঠিক তখনই কাজের কাজটা সেরে ফেলল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)৷ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে চমকে দিল এটিকেএমবি (ATKMB)৷ সোয়াপ ডিলে (Swap Deal) তারকা ভারতীয় ফুটবলার লেনি রডরিগেজকে সই করিয়ে নিল ক্লাব৷ সোমবার ট্যুইট করে এই খবর জানিয়ে দিল এটিকেএমবি৷

বলাই বাহুল্য হাবাসের দলের মাঝমাঠে এখন অনেকটাই শক্তি বাড়ল৷ মার্সেলিনহো ও স্যামুয়েলের মতো ফুটবলারকে আগেই নিয়েছিল ক্লাব৷ এবার মাঝমাঠ শাসন করার জন্য এলেন লেনি৷ এফসি গোয়ার এই ফুটবলারের সঙ্গে দেড় বছরের চুক্তি করেছে এটিকেএমবি৷ যেহেতু সোয়াপ ডিল, সেহেতু লেনির বদলে হাবাসের টিম গোয়াতে পাঠাল তাঁদের দলের অন্য মিডফিল্ডার গ্লেন মার্টিন্সকে৷

৩৩ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার লেনি গোয়ার হয়ে এই মরসুমে সাত ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি৷ দেখতে গেলে লেনি প্রত্যাবর্তন করলেন পুরনো ক্লাবে৷ গোয়ানিজ এই ফুটবলার চার্চিল ব্রাদার্সের হয়ে সিনিয়র কেরিয়ার শুরু করে পুণে সিটি হয়ে ডেম্পোতে আসেন লোনে৷ এরপর ২০১৬ সালে মোহনবাগানে খেলতে আসেন লোনে৷ ওখান থেকে বেঙ্গালুরু হয়ে গোয়ায় খেলে ফের বাগানের জার্সি গায়ে চাপাবেন৷ অন্যদিকে গ্লেন মার্টিন্স হাবাসের হয়ে নিজের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারছিলেন না৷ অ্যাটাকিং মিডফিল্ডারকে খেলতে হচ্ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে৷ স্পোর্টিং স্পোর্টিং ক্লুব দ্য গোয়া ও চার্চিল ব্রাদার্সে খেলা গ্লেন ফের একবার নিজের রাজ্যের হয়ে খেলার স্বাদ পেতে চলেছেন৷