বরফাবৃত হিমাচলে তুষারস্নাত হেরিটেজ ট্রেন, রেল মন্ত্রকের ট্যুইট সুপার ভাইরাল

#ধরমশালা: বরফের চাদরে মোড়া হিমাচল এখন শীত প্রিয় পর্যটকদের কাছে স্বর্গ৷ তুষারপাত হচ্ছে সেখানে৷ আর বরফ মানুষকে যে ঠিক কত’টা টানে তা ভাল মতো জানে কেন্দ্রীয় রেল মন্ত্রক৷ সম্প্রতি কয়েক দিনের ব্যবধানে তাদের করা তুষারস্নাত হেরিটেজ ট্রেনের ভিডিও-র ট্যুইট এখন ভাইরাল হয়ে যাচ্ছে৷

শিমলা-কালকা ন্যারোগেজ লাইনে চলা বিশেষ সাত কোচের হেরিটেজ টয়-ট্রেনের ছবি ও ভিডিও শেয়ার করেছে রেল মন্ত্রক৷ হিমাচলের তারাদেবী স্টেশনে ট্রেনের দাঁড়িয়ে থাকা অবস্থায় চারপাশের নৈসর্গিক দৃশ্য ট্যুইটারাত্তিদের মনে আলাদা জায়গা করে নিয়েছে৷ যে দিকে চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফেরই দেখা মিলেছে এই ভিডিও-তে৷ প্রায় ১৬ হাজারেরও বেশি বার এই ভিডিও দেখা হয়ে গিয়েছে৷ তাও যেন পুরনো হচ্ছে না!

দু’দিন আগেই মরসুমের প্রথম তুষারপাত দেখেছে হিমাচল প্রদেশের রাজধানী শিমলা৷ যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা৷ বরফের চাদরে ঢাকা পড়েছে সিমলা, কুফরি, কিলং ও কল্পা৷ বৃহস্পতিবার সকাল থেকেই শিমলা ও হিমাচলের অনান্য অঞ্চলে লাগাতার তুষারপাত হয়েছে৷ বরফ পড়ার আচমকা উৎসবে পর্যটকরাও মেতেছেন আনন্দে৷