নিজের রাজ্যের জন্য মন কাঁদছে পন্থের, ৯১ রানের ইনিংসের পর আবেগি ট্যুইট

#চেন্নাই: মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধসের কথা জেনেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)৷ নিজের রাজ্যের দুর্দিনে মন কাঁদল ভারতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের৷ উত্তরাখণ্ডের হরিদ্ধার জেলার রুরকি শহরের বাসিন্দা পন্থ ৷

হরিদ্বারেও জারি আছে হাই অ্যালার্ট৷ রবিবার চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের (India vs England) হয়ে অনন্য ৯১ রানের ইনিংসের পর আবেগি ট্যুইট করলেন তিনি৷ এদিন পন্থ ট্যুইটারে লিখলেন, “উত্তরাখণ্ডের বন্যায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা। আশা করি উদ্ধারকার্য চলছে, যারাঁ সমস্যায় রয়েছেন তাঁরা যেন সহায়তা পান৷”

রবিবার ভারত-ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনের সকালে মাত্র ২৩ রান যোগ করে ইংল্যান্ড৷ জো রুটদের ইনিংস শেষ হয় ৫৭৮ রানে৷ জবাবে ৭৩ রানে ভারত চার উইকেট হারিয়ে ফেলে৷ এরপর চেতেশ্বর পূজারা এবং পন্থের ব্যাটে ভারতের পায়ের তলার মাটি কিছুটা হলেও শক্ত হয়৷ অস্ট্রেলিয়ার দুই নায়ক ১১৯ রানের পার্টনারশিপ খেলেন৷

এদিনও পন্থকে পাওয়া গেল চেনা মেজাজে৷ ১৩৭ মিনিট ক্রিজে থেকে ৮৮ বলের ঝোড়ো ৯১ রানের ইনিংস খেললেন তিনি৷ পাঁচটা ছয় ও নয়টি বাউন্ডারি ছিল পন্থের ইনিংসে। বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে স্কুল স্তরে নামিয়ে আনলেন। তাঁকেই মারলেন তিনটি ছয়৷ সিডনিতে তিন রানের জন্য সেঞ্চুরি হাত ছাড়া করা পন্থ এদিন নয় রানের জন্য শতরান মাঠে রেখে আসেন। ধৈর্য্য শব্দটা পন্থের অভিধানে থাকলে তিনি সেঞ্চুরি করেই হয়তো ফিরতেন৷