IND VS ENG: একই সঙ্গে ‘স্পাইডারম্যান ও ‘সুপারম্যান’! আলোচনায় ‘উড়ন্ত’ পন্থ

#চেন্নাই: ব্যাটিংয়ের জন্য ভূয়সী প্রশংসা পেলেও, হতশ্রী উইকেট কিপিংয়ের জন্য চূড়ান্ত সমালোচিত হন ঋষভ পন্থ (Rishabh Pant)৷ কিন্তু রবিবার পন্থ তাঁর সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন৷ একটি নয়, উড়ে গিয়ে দু’টি অসাধারণ ক্যাচ নিয়ে চমকে দিলেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান৷ তাঁকে একই সঙ্গে ‘স্পাইডারম্যান ও ‘সুপারম্যান’ বলছেন ফ্যানেরা৷

ব্যাট হাতে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৫৮ রানের ইনিংস খেলা পন্থ, ভারত-ইংল্যান্ড (India vs England) চলতি টেস্টের দ্বিতীয় দিনে উইকেটের পিছনে কামাল করলেন পন্থ৷ এদিন দ্বিতীয় সেশনের ওলি পোপের উইকেটটি তুলে নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)৷ দেশের মাটিতে এটিই তাঁর প্রথম উইকেট৷ ম্যাচের ৩৯ ওভারের ঘটনা৷ সিরাজের বল পোপের প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স করায় পোপ কোনও রকমে ব্যাটটি চালিয়ে দেন৷ তাঁর গ্লাভসে বল লাগতেই পন্থ তাঁর বাঁ-দিকে ফুল লেন্থ ডাইভ মেরে বাঁ-হাতে ক্যাচ মুঠো বন্দি করেন৷ দেখে মনে হচ্ছিল, হয়তো বলটা পন্থের গ্লাভস থেকে বেরিয়ে যাবে, কিন্তু সে দুরন্ত ক্যাচটি নিয়ে নেন৷

এরপর একই রকম সুপার রিফ্লেক্সের ছাপ রাখেন পন্থ ম্যাচের ৫৯ ওভারে৷ ইশান্ত শর্মার (Ishant Sharma) বল জ্যাক লিচ লেগস্টাম্পে খোঁচা দিতেই পন্থ উড়ে গিয়ে ক্যাচটি ধরে নেন৷ পন্থের ঠিক পাশেই দাঁড়ানো ক্যাপ্টেন বিরাট কোহলিও (Viarat Kohli) মুগ্ধ হয়ে যান পন্থকে দেখে৷ বিসিসিআই এই ভিডিও ট্যুইট করে পন্থের নাম দিয়েছে “ক্যাচ মার্ভেল”৷