NASA Releases First Audio From Mars: লাল গ্রহের বাতাসের শব্দে গায়ে কাঁটা দেবে

#ওয়াশিংটন: পৃথিবীতে বসেই দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ (Mars)! চোখের সামনে রয়েছে সেই ভিডিও৷ সৌরজগতের দ্বিতীয়-ক্ষুদ্রতম গ্রহের বাতাসের শব্দ আসছে কানে! বৈজ্ঞানিক গবেষণায় প্রযুক্তিকে আজ এই জায়গাতেই নিয়ে গিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)৷

লাল গ্রহে পারসিভিয়ারেন্স রোভারের (Perseverance Rover) অবতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল নাসা৷ বলাই বাহুল্য মহাজাগতিক এই দৃশ্যায়ন মোহিত করেছে গোটা পৃথিবীকে৷ সাত মাস আগে নাসার গ্রহ পৃষ্ঠ অভিযানের ডিভাইসটি পৃথিবী ছেড়ে মঙ্গলে পাড়ি দিয়েছিল৷ গত ১৮ ফেব্রুয়ারি লাল-সাদা প্যারাশুটের মাধ্যমে রোভার মঙ্গলের মাটি ছুঁতে সক্ষম হয়েছে৷ রোভারের মধ্যের অত্যাধুনিক হাই ডেফিনিশন ক্যামেরাই মঙ্গলের জেজেরো গহ্বরে নামার ছবি সফল ভাবে তুলতে সক্ষম হয়েছে৷

পারসিভিয়ারেন্স রোভারের ক্যামেরা এবং মাইক্রোফোন সিস্টেমের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল বলছেন, “আপনারা যে ১০ সেকেন্ডের আওয়াজটা শুনতে পারছেন, সেটাই মঙ্গলের প্রকৃত বাতাসের শব্দ৷ যেটা মাইক্রোফোন রেকর্ড করে পৃথিবীতে পাঠিয়েছে৷” ৩ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটি-র প্রসঙ্গে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ডিরেক্টর মাইকেল ওয়াটকিন্স বলছেন, “এই প্রথমবার এরকম কোনও ইভেন্টকে ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়েছে৷ গোটা উইকেন্ড এই ভিডিও দেখা যাবে৷”

 

View this post on Instagram

 

A post shared by NASA (@nasa)

১৯৬৫ সালের পর থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ২০টি মঙ্গল অভিযান করেছে৷ মনে করা হচ্ছে পারসিভিয়ারেন্স সবচেয়ে ফলপ্রসূ হতে চলেছে৷ পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটিতে অবতরণের পরেই নাসার সদর দফতরের বিজ্ঞানীরা আনন্দে মেতে ওঠেন। আগামী দু’বছর মঙ্গলে ঘর করবে পারসিভিয়ারেন্স রোভার৷ মাটি খুঁড়ে এবং মাটির ওপর থেকে নুড়ি পাথর সংগ্রহ করবে৷ হয়তো মিলতেও পারে কোনও প্রাণের সন্ধান!