Ind vs Eng: মেজাজে পন্থ, ছক্কা হাঁকিয়ে শতরান সেরে নিলেন ঋষভ

 #আহমেদাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু, দুটি টেস্টে শতরান মাঠে রেখে ফিরতে হয়েছিল , ইংল্যান্ডের বিরুদ্ধে আর কোনও ভুল করলেন না তরুণ তুর্কি ঋষভ পন্থ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে চতুর্থ টেস্টে তিনি সেরে নিলেন তাঁর শতরান৷ এর আগে তার দুটি শতরান ছিল এটি হল তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান৷ আগের দুবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নব্বইয়ের কোঠায় আউট হয়েছিলেন তবে এবারেও সেই স্বকীয় ভঙ্গিতেই খেললেন ৷ছয় মেরে সেরে নেন শতরান৷ তিনি এদিন যখন ব্যাট করতে এসেছিলেন তখন পরপর তারকাদের হারিয়ে চাপে ছিল ভারত৷ কিন্তু তিনি যখন মাঠ ছাড়লেন তখন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ৫০ -র বেশি লিড ৷

এদিনের ঋষভ ১১৮ বলে ১০১ রান করে আউট হন ৷ তাঁর ইনিংস সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ অ্যান্ডারসনের বলে রুটের তালুবন্দি হন তিনি৷ ওয়াশিংটন সুন্দরের সঙ্গে গুরুত্বপূর্ণ শতরানের পার্টনারশিপ এদিন ভারতীয় ইনিংসকে গড়তে দারুণ সাহায্য করে৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১ রানের জন্য হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)৷ কিন্তু শুক্রবার হিটম্যান রোহিত রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) চক্রে প্রথম ওপেনার হিসাবে ১০০০ রান পূরণ করলেন৷ রোহিতের পরেই আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner) (৯৪৮) ও দক্ষিণ আফ্রিকার ডিন এলগার (Dean Elgar) (৮৪৮ রান)৷