এক জোড়া নতুন অধিনায়ক বেছে নিল দক্ষিণ আফ্রিকা

#কেপটাউন: টপ অর্ডার ব্যাটসম্যান ডিন এলগার (Dean Elgar) ও তেম্বা বাভুমার (Temba Bavuma) কাঁধে বাড়তি দায়িত্ব সঁপে দিল দক্ষিণ আফ্রিকা৷ বাভুমাকে সীমিত ওভারের ও এলগারকে টেস্ট ক্যাপ্টেনসির গুরুভার দিল ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA)৷ বৃহস্পতিবার এমনটাই বিবৃতি দিয়ে জানিয়ে দিল সিএসএ-র ডিরেক্টর অফ ক্রিকেট গ্রেম স্মিথ (Graeme Smith)৷ বাভুমা ২০২১ এর টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন৷ অন্যদিকে এলগার পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) ক্যাপ্টেন হবেন৷

বাভুমা ও এলগার দু’জনেই দেশকে নেতৃত্ব দিতে পারবেন জেনে অত্যন্ত খুশি হয়েছেন৷ বাভুমা বলছেন, “বহু বছর ধরেই স্বপ্ন দেখেছি প্রোটিয়াদের অধিনায়ক হব৷ আমার জীবনের এখনও পর্যন্ত এটাই সর্বশ্রেষ্ঠ সম্মান৷ কুইনি (কুইন্টন ডি কক) দলে একটা নতুন সংস্কৃতি নিয়ে এসেছে৷ আমরা সেটাকেই আরও উন্নত করেছি৷ সেটারও ওপরেই ধারাবাহিক ভাবে কাজ করে যেতে হবে৷” একই সুরে কথা বলেছেন এলগারও৷ তাঁর সংযোজন, “আমি সবসময় বলেছি, যে কোনও ফর্ম্যাটেই দলকে নেতৃত্ব দেওয়াটা একটা প্লেয়ারের কাছে বিরাট সম্মানের৷ ক্রিকেটের শৃঙ্গে অবস্থিত টেস্ট৷ সেই ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দিতে পারলে কেরিয়ারের সবচেয়ে বড় দিক হবে৷ আমি কৃতজ্ঞ এভাবে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে দেওয়ার জন্য৷”