Ind vs Eng: পরপর শূন্য! বিরাটের পারফরম্যান্স নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

#আহমেদাবাদ: বিরাট কোহলি ! ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়কদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম৷ ক্রিকেটের জনপ্রিয় প্রবাদ ‘ এ টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ক্যাপ্টেন ’- এটাই পরিষ্কার করে দেয় অধিনায়ক ও দলের কেমিস্ট্রি৷ তা অধিনায়ক বিরাট একের পর এক সিরিজ জেতায় তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স গ্রাফ নিয়ে খুব বেশি সমালোচনার জায়গা থাকছে না৷ কিন্তু বেশ কিছুদিন ধরেই বিরাটের ব্যাটের সেই ধার কেমন যেন কম৷

তারমধ্যে আহমেদাবাদে পরপর ২ টি ম্যাচে শূন্য করায় নেটিজেনদের আক্রোশ একেবারে উপচে গেল৷ একে রোহিতকে বিশ্রাম দিয়ে টি টোয়েন্টি ওপেনিং স্কোয়াড বেছেছেন অধিনায়ক তারমধ্যে শেষ টেস্টের পর প্রথম টি টোয়েন্টিতেও শূন্য৷

শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার কেএল রাহুল৷ শুরুর এই ঝটকা অধিনায়ক বিরাট ব্যাট দিয়ে সামলে দেবেন যখন মনে হচ্ছে তখনই দ্বিতীয় ঝটকা ৷ ৩ রানের মধ্যে ২ উইকেট হারায় টিম, ফিরে যান অধিনায়ক বিরাট৷ পাঁচটি বল তিনি মুখোমুখি হয়েছিলেন৷ আর সেখানে প্রথম হোঁচট খাচ্ছিলেন জোফ্রা আর্চারের একটি বলে, সেটা পেরোলেও আদিল রশিদের ওভারে তিনি মিডঅফ দিয়ে স্ম্যাশ করতে গিয়ে ক্রিস জর্ডনের হাতে ধরা দেন৷

এরপরেই বিরাটের শূন্য করা বা ‘ডাক’-এ আউট হওয়া নিয়ে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া৷

 

একের পর এক সমালোচনার ঝড় আছড়ে পড়ে৷ ৪৭৭ দিন ধরে বিরাটের ব্যাটে নেই কোনও আন্তর্জাতিক শতরান! ভারত অধিনায়কের হল কি এটাই এখন বড় প্রশ্ন এবং চিন্তা৷