Tag Archives: Ind vs Eng

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর রাহুল দ্রাবিড়ের আগুনে বক্তব্য, ঝড় তুলল নেট দুনিয়ায়

ধরমশালা: ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পর ড্রেসিং রুমে দলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোচ রাহুল দ্রাবিড়। দলের খেলায় দুর্দান্ত খুশি হয়ে খেলোয়াড়দের যে ভাবে প্রশংসা করেছেন দ্রাবিড় তা ইতিমধ্যেই ভাইরাল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর, রোহিত শর্মা অ্যান্ড কোং টানা চারটি ম্যাচ জিতে ইংল্যান্ডের থেকে টেস্ট সিরিজ ছিনিয়ে নিয়ে যায়। ভারত যখন ঘরের মাঠে টেস্টে তাদের অপরাজয়ের ধারাকে বজায় রেখেছে, তখনই বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালাম টেস্ট দলের অধিনায়ক ও কোচের দায়িত্ব নেওয়ার পর এটি ইংল্যান্ডের প্রথম সিরিজ পরাজয়। এরই মধ্যে ৪-১ সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে দ্রাবিড়ের বক্তৃতা ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ?টেস্ট ক্রিকেট কঠিন এবং সফল হওয়ার জন্য একে অপরের প্রয়োজন।’

ড্রেসিংরুমে দলকে সম্বোধন করে, দ্রাবিড় টেস্ট ক্রিকেটের কঠিন বিশ্বে বিজয়ী হওয়ার জন্য একসঙ্গে থাকার এবং একটি ইউনিট হিসাবে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। দ্রাবিড় বলেন যে, “এই ধরনের সিরিজে লড়াই করতে হবে এবং এটা কঠিন। টেস্ট ক্রিকেট অনেক সময়েই কঠিন। নিজেদের দক্ষতার পরিপ্রেক্ষিতে এটি খুবই কঠিন। এটি শারীরিকভাবে কঠিন, যেমন সবাই দেখেছেন, এটি মানসিকভাবেও কঠিন। কিন্তু, এটা দিনের শেষে দারুণ তৃপ্তি। একটা হারের পর থেকে চারটা জিতে, এভাবে একটা টেস্ট সিরিজ জিততে পারার তৃপ্তিই আলাদা। আমি মনে করি এটা অভূতপূর্ব।”

বিরাট কোহলি, মহম্মদ শামির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এই টেস্ট সিরিজে মিস করেছে ভারত। অন্য দিকে, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের মতো খেলোয়াড়রা ইনজুরির কারণে বাদ পড়েছেন। তবে সিরিজে কিছু তরুণ নায়ক খুঁজে পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। হোম সাইডে পাঁচজন খেলোয়াড় ডেবিউ করেছেন — রজত পৈতিদার, ধ্রুব জুরেল, দেবদত্ত পারিক্কল, সরফরাজ খান এবং আকাশ দীপ। এই টেস্ট সিরিজ থেকে এমন তরুণ প্রতিভাবান খেলোয়াড় উঠে আসায় ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ খুবই খুশি।

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ বলেছেন যে, “আপনাদের অনেক তরুণের জন্য, বিশেষ করে এই গ্রুপে আসা, সফল হওয়ার জন্য আপনাদের একে অপরের প্রয়োজন হবে। আপনি একজন ব্যাটসম্যান বা বোলার বা যেই হন না কেন, আপনার সাফল্য অন্যদের সাফল্যের সঙ্গে জড়িত। আপনারা সবাই একে অপরের সাফল্যে বিনিয়োগ করেছেন এবং এটি এগিয়ে নিয়ে যাওয়া সত্যিই গুরুত্বপূর্ণ। এটি আদতে আপনার সাফল্যের বিষয় নয়, তবে আপনি কীভাবে অন্য লোকেদের সফল হতে সাহায্য করতে পারেন সেই সম্পর্কে বলা, যা আপনাকে সফল হতেও সাহায্য করবে।”

একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ জানিয়েছেন যে,“সিরিজে এমন কিছু সময় ছিল যখন আমাদের সত্যিই চ্যালেঞ্জ করা হয়েছিল এবং ধাক্কা দেওয়া হয়েছিল, তবে আমরা ফিরে আসার একটি উপায় খুঁজে পেয়েছি। যা আমাদের দক্ষতা, আমাদের যে স্থিতিস্থাপকতা, আমাদের যে চরিত্রটি রয়েছে তারই কথা বলে। এই সিরিজে অনেক ক্ষেত্রেই খেলাগুলো যে কোনও দিকেই যেতে পারত। কিন্তু, আমরা সবসময় এই ড্রেসিংরুমে এমন লোকদের খুঁজে পেয়েছি যাঁরা এগিয়ে গিয়ে খেলাকে আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছেন এবং এটি দুর্দান্ত ছিল।”

দ্রাবিড় আরও বলেছেন যে দলটি সুবিধাজনক অবস্থানগুলির সর্বাধিক লাভ করার লক্ষ্যেও ভাল ফল করেছে। “সুতরাং, আপনাকে যখন লড়াই করতে হবে তখনই তা গেম জিততে সাহায্য করবে, যা আমরা সত্যিই করেছি। আপনি যখন এগিয়ে থাকবেন তখন আপনাকে গেমগুলিও জিততে হবে এবং আপনি কোনও পরিস্থিতিতেই প্রতিপক্ষকে ফিরে আসতে দেবেন না।?

আরও পড়ুনঃ পাহাড়ে ঘেরা সমুদ্র তীরে পরনে শুধু তোয়ালে! সঙ্গী কে? ভাইরাল শুভমান গিলের ছবি

?প্রাক্তন ভারত অধিনায়ক একটি মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘ, কঠিন সিরিজ থেকে উদীয়মান বিজয়ীদের জন্য দলের প্রশংসা করেছেন। আমরা সিরিজের শুরুতেও এই বিষয়ে কথা বলেছি। আমরা জিতি বা হারি না কেন, এটা আমাদের অনেক কিছু শিখিয়ে দেবে। আপনাকে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হবে। এটি একটি দীর্ঘ সিরিজ, আপনাকে পরীক্ষা করা হবে এবং এটি আমাদের খেলোয়াড় বা দল হিসাবে আমাদের সম্পর্কে অনেক কিছু শেখাতে চলেছে এবং আমাদের অনেক কিছু শিখিয়েছেও। আমরা দুর্দান্ত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এসেছি এবং আমরা মাঠে ও মাঠের বাইরে উভয় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি?, বলতে ভোলেননি রাহুল।

শাবাশ ক্যাপ্টেন! রোহিত শর্মা প্রাণ বাঁচালেন একজনের! জীবনটাই চলে যেত! ভয়ঙ্কর ঘটনা

কলকাতা: টেস্ট ক্রিকেটে স্পিনাররা অনেক সময় শর্টে ফিল্ডিং সাজান। ফরোয়ার্ড শর্ট লেগ, সিলি পয়েন্টে ফিল্ডিং সেট করা হয়। ওই সব পজিশনে ফিল্ডিং করাটা বেশ চাপের।

ব্যাটারদের সামনে দাঁড়িয়ে ফিল্ডিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই তখন ফিল্ডারদের বাড়তি সতর্কতাও অবলম্বন করতে হয়। অনেক সময় স্পিনারদের লুজ ডেলিভারিতে ব্যাটাররা জোরে শট খেলতে চান। তখন বল এসে লাগতে পারে ক্লোজে দাঁড়ানো ফিল্ডারের শরীরের যে কোনও অংশে।

টিম অধিনায়ক রোহিত শর্মার সতর্কবার্তার ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। সরফরাজ খান ইংল্যান্ড ব্যাটারের সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তাও আবার হেলমেট না পরে!

আরও পড়ুন- ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই বড় সুখবর পেল টিম ইন্ডিয়া,সামনে আরও বড় টার্গেট

রোহিত তখন সরফরাজকে বলেন, হিরো হওয়ার প্রয়োজন নেই। সেই পরামর্শ শুনে শেষমেশ সরফরাজ হেলমেট পরেন। কয়েকদিন বাদেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সরফরাজ খান। বল এসে লাগে তাঁর মাথায়। ভাগ্যিস হেলমেট পরে ছিলেন তিনি। বল বেশ জোরেই এসে লাগে হেলমেটে।

অস্ট্রেলিয়ার ফিল হিউজেসের স্মৃতি এখনও বহু মানুষের মনে টাটকা। মাথার পিছন দিকে বল লাগায় মাঠেই প্রাণ হারান তিনি। এদিন সরফরাজের হেলমেটে বল এসে যতটা জোরে লাগে, তাতে যে কোনও অঘটন ঘটতে পারত। ঘটতে পারত বড় দুর্ঘটনা।

আরও পড়ুন- কোহলিদের ছুটি আটকাতে নতুন ?কায়দা?! টাকার থলি নিয়ে হাজির বোর্ড, বড় সিদ্ধান্ত

শনিবার টিম ইন্ডিয়া এক ইনিংস এবং ৬৪ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট জিতেছে। সিরিজ রোহিত শর্মারা জিতেছেন ৪-১ ফলে। ওই জয়ের কিছুক্ষণ আগেই সরফরাজের সঙ্গে এমন ঘটনা ঘটে। রোহিত শর্মার পরামর্শ মেনে নিয়েছিলেন বলে বেঁচে যান সরফরাজ।

IND vs ENG: বড় সুখবর পেল টিম ইন্ডিয়া, ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানো হল স্বার্থক, সামনে আরও বড় টার্গেট

ধরমশালা টেস্টেও ইংল্যান্ডকে লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতীয় দল। বাজবলের অহংকারকে ধুলোয় মিশিয়ে ইনিংস ও ৬৪ রানে শেষ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজ জিতল ৪-১ব্যবধানে।
ধরমশালা টেস্টেও ইংল্যান্ডকে লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতীয় দল। বাজবলের অহংকারকে ধুলোয় মিশিয়ে ইনিংস ও ৬৪ রানে শেষ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজ জিতল ৪-১ব্যবধানে।
ধরমশালা টেস্টের আগেই সিরিজ জেতা হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু শেষ টেস্টে জয় দরকার টিম ইন্ডিয়ার। কারণ চতুর্থ টেস্ট জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে শীর্ষস্থা দখল করেছিল ভারত। কিন্তু শেষ টেস্ট না জিতলে তা খোয়াতে হত।
ধরমশালা টেস্টের আগেই সিরিজ জেতা হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু শেষ টেস্টে জয় দরকার টিম ইন্ডিয়ার। কারণ চতুর্থ টেস্ট জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে শীর্ষস্থা দখল করেছিল ভারত। কিন্তু শেষ টেস্ট না জিতলে তা খোয়াতে হত।
এরপর আগামী কয়েক মাস আর কোনও টেস্ট ম্যাচ খেলবে না ভারতীয় দল। সামনে রয়েছে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ। ধরমশালায় জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে জায়গা কিছুটা পাকা হল টিম ইন্ডিয়ার।
এরপর আগামী কয়েক মাস আর কোনও টেস্ট ম্যাচ খেলবে না ভারতীয় দল। সামনে রয়েছে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ। ধরমশালায় জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে জায়গা কিছুটা পাকা হল টিম ইন্ডিয়ার।
এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেলে ৯টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ৬টি জয়, ২টি হার, ১টি ড্র করেছে ভারতীয় দল। ৬৮.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল।
এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেলে ৯টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ৬টি জয়, ২টি হার, ১টি ড্র করেছে ভারতীয় দল। ৬৮.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল।
নিউজিল্যান্ড পাঁচটি টেস্ট খেলে ৩টি জয়, ২টি হার, ৬০ শতাংশ জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ১১টি টেস্ট খেলে ৭ জয়, ৩ হার, ১ ড্র, দয়ে পেয়েছে ৫৯.০৯ শতাংশ ম্যাচে। অজিরা রয়েছে তৃতীয় স্থানে।
নিউজিল্যান্ড পাঁচটি টেস্ট খেলে ৩টি জয়, ২টি হার, ৬০ শতাংশ জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ১১টি টেস্ট খেলে ৭ জয়, ৩ হার, ১ ড্র, দয়ে পেয়েছে ৫৯.০৯ শতাংশ ম্যাচে। অজিরা রয়েছে তৃতীয় স্থানে।
প্রসঙ্গত, বিগত দুটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল খেললেও জয় পায়নি ভারতীয় দল। এবার টানা তৃতীয় ফাইাল খেলা ও প্রথম ট্রফি জেতাই টার্গেট রোহিত শর্মার দলের। তবে তার আগে সামনে রয়েছে কঠিন পরীক্ষা। চলতি বছরের শেষে রয়েছে অস্ট্রেলিয়া সফর।
প্রসঙ্গত, বিগত দুটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল খেললেও জয় পায়নি ভারতীয় দল। এবার টানা তৃতীয় ফাইাল খেলা ও প্রথম ট্রফি জেতাই টার্গেট রোহিত শর্মার দলের। তবে তার আগে সামনে রয়েছে কঠিন পরীক্ষা। চলতি বছরের শেষে রয়েছে অস্ট্রেলিয়া সফর।

Rohit Sharma Big Update: মাঠেই নামতে পারলেন না অধিনায়ক রোহিত, বড়সড় আপডেট বোর্ডের

ধরমশালা: ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন দুর্দান্ত সেঞ্চুরি করেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে দলকে বড় স্কোরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা  তাঁর ইনিংসের৷   তৃতীয় দিনে বড় খবর সামনে আসে। ভারতের প্রথম ইনিংস ৪৭৭ রানে শেষ হয়ে যায়৷  ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫৯ রানের লিড ছিল টিম ইন্ডিয়ার মতো। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে, তখন মাঠে ছিলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ধরমশালা: ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন দুর্দান্ত সেঞ্চুরি করেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে দলকে বড় স্কোরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা  তাঁর ইনিংসের৷   তৃতীয় দিনে বড় খবর সামনে আসে। ভারতের প্রথম ইনিংস ৪৭৭ রানে শেষ হয়ে যায়৷  ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫৯ রানের লিড ছিল টিম ইন্ডিয়ার মতো। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে, তখন মাঠে ছিলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ধরমশালায় খেলা হল। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা, প্রথম ম্যাচ হারার পর, তরুণদের নিয়ে তৈরি দলকে খেলিয়ে শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করেন সিরিজ ৪-১ এ জিতে যায় টিম ইন্ডিয়া৷
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ধরমশালায় খেলা হল। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা, প্রথম ম্যাচ হারার পর, তরুণদের নিয়ে তৈরি দলকে খেলিয়ে শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করেন সিরিজ ৪-১ এ জিতে যায় টিম ইন্ডিয়া৷
রোহিত শর্মা সম্পর্কে বড় আপডেটভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে একটি বড় আপডেট শেয়ার করেছে বিসিসিআই। ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া যখন মাঠে নামে, তখন অধিনায়ক রোহিত শর্মা সঙ্গে ছিলেন না।
রোহিত শর্মা সম্পর্কে বড় আপডেট
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে একটি বড় আপডেট শেয়ার করেছে বিসিসিআই। ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া যখন মাঠে নামে, তখন অধিনায়ক রোহিত শর্মা সঙ্গে ছিলেন না।
 বিসিসিআই জানিয়েছে যে ম্যাচের তৃতীয় দিনে তিনি পুরোপুরি ফিট না হওয়ায় মাঠে আসেননি। বোর্ড জানিয়েছে পিঠের শিরার টানের জন্য মাঠে নামেননি তিনি৷
বিসিসিআই জানিয়েছে যে ম্যাচের তৃতীয় দিনে তিনি পুরোপুরি ফিট না হওয়ায় মাঠে আসেননি। বোর্ড জানিয়েছে পিঠের শিরার টানের জন্য মাঠে নামেননি তিনি৷

আরেক মহাতারকার আইপিএল অনিশ্চিত! কে বলুন তো? নাম শুনলে হা হয়ে যাবেন, গ্যারান্টি

বিরাট কোহলির আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ তিনি সদ্য বাবা হয়েছেন। এবার আরও এক ভারতীয় তারকার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তার আবহ তৈরি হল।
বিরাট কোহলির আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ তিনি সদ্য বাবা হয়েছেন। এবার আরও এক ভারতীয় তারকার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তার আবহ তৈরি হল।
ধর্মশালা টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি রোহিত শর্মা। শোনা যাচ্ছে, তাঁর চোট হালকাভাবে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
ধর্মশালা টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি রোহিত শর্মা। শোনা যাচ্ছে, তাঁর চোট হালকাভাবে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
রোহিত শর্মা পিঠে চোটের কারণেই ফিল্ডিংয়ে মাঠে নামতে পারেননি। ফলে তাঁর জায়গায় ক্যাপ্টেন্সি করেন জসপ্রিত বুমরাহ।
রোহিত শর্মা পিঠে চোটের কারণেই ফিল্ডিংয়ে মাঠে নামতে পারেননি। ফলে তাঁর জায়গায় ক্যাপ্টেন্সি করেন জসপ্রিত বুমরাহ।
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন রোহিত শর্মা। সেঞ্চুরি করেন। তার পর চোটের কারণে আর ফিল্ডিং করতে নামতে পারেননি।
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন রোহিত শর্মা। সেঞ্চুরি করেন। তার পর চোটের কারণে আর ফিল্ডিং করতে নামতে পারেননি।
ইংল্যান্ড সিরিজ শেষ। এবার আইপিএল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন রোহিত শর্মারা। তবে এরই মধ্যে তিনি চোট পেলেন। আর সেই চোট বেশ গুরুতর বলেই জানা যাচ্ছে।
ইংল্যান্ড সিরিজ শেষ। এবার আইপিএল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন রোহিত শর্মারা। তবে এরই মধ্যে তিনি চোট পেলেন। আর সেই চোট বেশ গুরুতর বলেই জানা যাচ্ছে।
এবারের আইপিএল মরশুমের জন্য রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এরই মধ্যে চোট পেয়ে বসলেন রোহিত।
এবারের আইপিএল মরশুমের জন্য রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এরই মধ্যে চোট পেয়ে বসলেন রোহিত।
আইপিএলের আর বেশিদিন বাকিও নেই। এমন পরিস্থিতিতে রোহিত কি পুরো সিজন খেলতে পারবেন! তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আইপিএলের আর বেশিদিন বাকিও নেই। এমন পরিস্থিতিতে রোহিত কি পুরো সিজন খেলতে পারবেন! তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

India vs England: শততম টেস্টে অশ্বিন গড়লেন এমন রেকর্ড! যা বিশ্বে কোনও বোলারের নেই

ধরমশালা টেস্টেও ইংল্যান্ডকে লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতীয় দল। বাজবলের অহংকারকে ধুলোয় মিশিয়ে ইনিংস ও ৬৪ রানে শেষ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজ জিতল ৪-১ব্যবধানে। (Photo Courtesy- AP)
ধরমশালা টেস্টেও ইংল্যান্ডকে লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতীয় দল। বাজবলের অহংকারকে ধুলোয় মিশিয়ে ইনিংস ও ৬৪ রানে শেষ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজ জিতল ৪-১ব্যবধানে। (Photo Courtesy- AP)
ধরমশালা টেস্ট ছিল ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ১০০তম টেস্ট। ম্যাচের আগে তাঁকেসংবর্ধনা জানান কোচ রাহুল দ্রাবিড়। অশ্বিনের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দুই মেয়ে। (Photo Courtesy- AP)
ধরমশালা টেস্ট ছিল ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ১০০তম টেস্ট। ম্যাচের আগে তাঁকেসংবর্ধনা জানান কোচ রাহুল দ্রাবিড়। অশ্বিনের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দুই মেয়ে। (Photo Courtesy- AP)
দেশের হয়ে একশো টেস্ট খেলার সৌভগ্য সকলের হয় না। ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন অশ্বিন। একইসঙ্গে নিজের পারফরম্যান্সের সৌজন্যে শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন তিনি। (Photo Courtesy- AP)
দেশের হয়ে একশো টেস্ট খেলার সৌভগ্য সকলের হয় না। ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন অশ্বিন। একইসঙ্গে নিজের পারফরম্যান্সের সৌজন্যে শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন তিনি। (Photo Courtesy- AP)
ধরমশালায় শততম টেস্টে এমন রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন, যা এর আগে ক্রিকেট বিশ্বে কারও ছিল না। ইতিহাসের পাতায় নাম লেখালেন টিম ইন্ডিয়ার তারকা অফ স্পিনার। (Photo Courtesy- AP)
ধরমশালায় শততম টেস্টে এমন রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন, যা এর আগে ক্রিকেট বিশ্বে কারও ছিল না। ইতিহাসের পাতায় নাম লেখালেন টিম ইন্ডিয়ার তারকা অফ স্পিনার। (Photo Courtesy- AP)
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের অভিষেক টেস্ট ও শততম টেস্টে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ধরমশালা টেস্টে মোট নিলেন ৯ উইকেট। (Photo Courtesy- AP)
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের অভিষেক টেস্ট ও শততম টেস্টে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ধরমশালা টেস্টে মোট নিলেন ৯ উইকেট। (Photo Courtesy- AP)
২০১১ সালে রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট অভষেক হয়। সেবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি। এবার নিজের শততম টেস্টেও সেই ধারাবাহকিতা বজায় রাখলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে নিলেন ফাইফার। (Photo Courtesy- AP)
২০১১ সালে রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট অভষেক হয়। সেবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি। এবার নিজের শততম টেস্টেও সেই ধারাবাহকিতা বজায় রাখলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে নিলেন ফাইফার। (Photo Courtesy- AP)
ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার শততম ম্য়াচেও অনন্য নজির গড়ে তা স্মরণীয় করে রাখলেন ভারতীয় তারকা স্পিনার। (Photo Courtesy- AP)
ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার শততম ম্য়াচেও অনন্য নজির গড়ে তা স্মরণীয় করে রাখলেন ভারতীয় তারকা স্পিনার। (Photo Courtesy- AP)

Ind vs Eng: ইনিংস ও ৬৪ রানে হার ইংল্যান্ডের, সিরিজে দাপটের সঙ্গে ব্রিটিশদের উড়িয়ে দিল অশ্বিন-বুমরাহরা

ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টেও ভারতের জয় জয়কার৷ এদিন ধরমশালাতে ৬৪ রান ও ১ ইনিংসে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া৷ Photo- AP
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টেও ভারতের জয় জয়কার৷ এদিন ধরমশালাতে ৬৪ রান ও ১ ইনিংসে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া৷ Photo- AP
: ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের ধামাল কামাল পারফরম্যান্স টিম ইন্ডিয়ার৷ প্রথম টেস্টের পর গোটা পাঁচ ম্যাচের সিরিজেই কোথাও দাঁত ফোটাতে পারল না সফরে আসা ইংল্যান্ড দল৷ ৮ উইকেটে ৪৭৩ রান থেকে তৃতীয় দিন শুরু করে, স্কোরে অবশ্য খুব বেশি রান যোগ করতে পারেনি টিম ইন্ডিয়া৷ ৪৭৭ রানে প্যাকআপ হয়ে যায়৷ Photo- AP
: ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের ধামাল কামাল পারফরম্যান্স টিম ইন্ডিয়ার৷ প্রথম টেস্টের পর গোটা পাঁচ ম্যাচের সিরিজেই কোথাও দাঁত ফোটাতে পারল না সফরে আসা ইংল্যান্ড দল৷ ৮ উইকেটে ৪৭৩ রান থেকে তৃতীয় দিন শুরু করে, স্কোরে অবশ্য খুব বেশি রান যোগ করতে পারেনি টিম ইন্ডিয়া৷ ৪৭৭ রানে প্যাকআপ হয়ে যায়৷ Photo- AP
কিন্তু দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে সে কী হাল ইংলিশ ক্রিকেটারদের৷ প্রথম ইনিংসে কুলদীপ ও অশ্বিনের জোড়া ফাঁসে দম আঁটকেছিল থ্রি লায়ন্স টিমের৷ এবার আবার যেখানে প্রথম ইনিংস শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করেন অশ্বিন৷ টপ অর্ডারের জাক ক্রলে, বেন ডাকেট, অলি পোপকে প্যাকআপ করে দেন৷ ৩৬ রানে ৩ উইকেট খোয়ায় টিম ইংল্যান্ড৷ Photo- AP
কিন্তু দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে সে কী হাল ইংলিশ ক্রিকেটারদের৷ প্রথম ইনিংসে কুলদীপ ও অশ্বিনের জোড়া ফাঁসে দম আঁটকেছিল থ্রি লায়ন্স টিমের৷ এবার আবার যেখানে প্রথম ইনিংস শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করেন অশ্বিন৷ টপ অর্ডারের জাক ক্রলে, বেন ডাকেট, অলি পোপকে প্যাকআপ করে দেন৷ ৩৬ রানে ৩ উইকেট খোয়ায় টিম ইংল্যান্ড৷ Photo- AP
এরপরের উইকেটটি নেন কুলদীপ যাদব, অশ্বিনের ধাক্কার পর বেয়রেস্তো ও জো রুট জুটি বেঁধে একটা লড়াইয়ের চেষ্টা করছিলেন যখন তখন কুলদীপের কামালে বেয়রেস্তো কাত৷ Photo- AP
এরপরের উইকেটটি নেন কুলদীপ যাদব, অশ্বিনের ধাক্কার পর বেয়রেস্তো ও জো রুট জুটি বেঁধে একটা লড়াইয়ের চেষ্টা করছিলেন যখন তখন কুলদীপের কামালে বেয়রেস্তো কাত৷ Photo- AP
এবার বেন স্টোকস, বেন ফোকসকে ফের প্যাভিলিয়নের রাস্তা দেখান অশ্বিনই৷ টম হার্টলে ও মার্ক উডের উইকেটটা পেয়ে ভারতকে আরও একটু জয়ের দিকে এগিয়ে দেন জসপ্রীত বুমরাহ৷ Photo- AP
এবার বেন স্টোকস, বেন ফোকসকে ফের প্যাভিলিয়নের রাস্তা দেখান অশ্বিনই৷ টম হার্টলে ও মার্ক উডের উইকেটটা পেয়ে ভারতকে আরও একটু জয়ের দিকে এগিয়ে দেন জসপ্রীত বুমরাহ৷ Photo- AP
এদিকে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনেই ধরমশালায় ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩ রানে উইকেট। শতরান করেছেন রোহিত শর্মা ও শুভমান গিল। অর্ধশতরা করেছে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাডিক্কল। Photo- AP
এদিকে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনেই ধরমশালায় ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩ রানে উইকেট। শতরান করেছেন রোহিত শর্মা ও শুভমান গিল। অর্ধশতরা করেছে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাডিক্কল। Photo- AP
ম্যাচের প্রথম দিন অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। আর দ্বিতীয় দিনে রোহিত শর্মা ও শুভমান গিল সেঞ্চুরি করার পর হল অনন্য রেকর্ড। ভেঙে গেল প্রায় সাত দশক আগের নজির। ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডারে যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল নাম লেখালেন ইতিহাসের পাতায়। ১৯৫৫-৫৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতে টপ অর্ডারের তিন ব্যাটার গোটা সিরিজে ৩০০-র বেশি রান করেছিলেন। Photo- AP
ম্যাচের প্রথম দিন অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। আর দ্বিতীয় দিনে রোহিত শর্মা ও শুভমান গিল সেঞ্চুরি করার পর হল অনন্য রেকর্ড। ভেঙে গেল প্রায় সাত দশক আগের নজির। ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডারে যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল নাম লেখালেন ইতিহাসের পাতায়। ১৯৫৫-৫৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতে টপ অর্ডারের তিন ব্যাটার গোটা সিরিজে ৩০০-র বেশি রান করেছিলেন। Photo- AP
এবার সেই স্কোরকে টপকে গেলেন রোহিত-যশস্বী-গিলরা। ভারত বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার এখনও পর্যন্ত চারশোর বেশি রান করে ফেলেছেন। Photo- AP
এবার সেই স্কোরকে টপকে গেলেন রোহিত-যশস্বী-গিলরা। ভারত বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার এখনও পর্যন্ত চারশোর বেশি রান করে ফেলেছেন। Photo- AP

IND vs ENG: দ্বিতীয় দিনেও ধরমশালায় দিনভর ইংরেজদের ‘শাসন’ করল ভারত! জয় শুধু সময়ের অপেক্ষা

ধরমশালা: পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে আরও জাঁকিয়ে বসল টিম ইন্ডিয়া। প্রথম দিনে ভারতীয় স্পিনারদের দাপটে নাকানি-চোবানি খেয়েছিল ব্রিটিশ ব্যাটাররা। দ্বিতীয় দিনে ইংরেজ বোলারদের শাসন করল ভারতীয় ব্যাটাররা। অনবদ্য শতরান রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে। অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাড়িক্কলের। দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩ রানে ৮ উইকেটে। ২৫৫ রানের লিড ভারতের।

প্রথম দিনে ২১৮ রানের ইংল্যান্ডের জবাবে ভারত দিন শেষ করেছিল ১৩৫ রানে ১ উইকেট। অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিতশর্মা। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। দ্বিতীয় দিনের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত ও শুভমান। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তারা। লাঞ্চের আগেই শতরান করে ফেলেন রোহিত শর্মা ও শুভমান গিল। লাঞ্চের পর ১০২ রানে রোহিত ও ১১০ রানে আউট হন রোহিত ও গিল।

এরপর সরফরাজ খান ও দেবদূত পাড়িক্কল এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। নিজের স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং করে সরফরাজ। অপরদিকে, টেস্ট অভিষেক ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে নজর কাড়েন দেবদূত পাড়িক্কল। দুজনেই নিজেদের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করেন। ৫৬ রান করে আউট হন সরফরাজ খান ও ৬৫ করে সাজঘরে ফেরেন দেবদূত পাড়িক্কল।

আরও পড়ুনঃ IPL 2024: আইপিএলে কোন অধিনায়কের মাইনে সবথেকে বেশি? জানলে চমকে যাবেন

টপ অর্ডারের সাজঘরের ফেরার পর রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেলের ব্যাট থেকে বড় রান আসেনি। দুজনেই ১৫ করে করেন। খতা না খুলেই সাজঘরে ফেরেন অশ্বিন। নবন উইকেটে দিনের শেষে উল্লেখযোগ্য পার্টনারশিপ করেন জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। ৪৫ রান যোগ করেন তারা। দিনের শেষে কুলদীপ ২৭ ও বুমরাহ ১৯ রানে অপরাজিত।

India vs England: রোহিত শর্মা-শুভমান গিলের সেঞ্চুরি, ধরমশালায় কোণঠাসা ইংল্যান্ড

প্রথম দিনে যে ধরমশালার উইকেটে কুলদীপ-অশ্বিনদের ভেলকির সামনে নাকানি-চোবানি খেয়েছিল ইংল্যান্ড ব্যাটাররা। সেই পিচেই ইংরেজ বোলারদের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শাসন করলে রোহিত শর্মা ও শুভমান গিল।   (Photo Courtesy- AP)
প্রথম দিনে যে ধরমশালার উইকেটে কুলদীপ-অশ্বিনদের ভেলকির সামনে নাকানি-চোবানি খেয়েছিল ইংল্যান্ড ব্যাটাররা। সেই পিচেই ইংরেজ বোলারদের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শাসন করলে রোহিত শর্মা ও শুভমান গিল। (Photo Courtesy- AP)
প্রথম দিনে ২১৮ রানের ইংল্যান্ডের জবাবে ভারত দিন শেষ করেছিল ১৩৫ রানে ১ উইকেট। অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিতশর্মা। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল।    (Photo Courtesy- AP)
প্রথম দিনে ২১৮ রানের ইংল্যান্ডের জবাবে ভারত দিন শেষ করেছিল ১৩৫ রানে ১ উইকেট। অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিতশর্মা। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। (Photo Courtesy- AP)
দ্বিতীয় দিনের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত ও শুভমান। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তারা।    (Photo Courtesy- AP)
দ্বিতীয় দিনের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত ও শুভমান। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তারা। (Photo Courtesy- AP)
লাঞ্চের আগেই শতরান করে ফেলেন রোহিত শর্মা ও শুভমান গিল। নিজের কেরিয়ারের ১২তম শতরান করেন ভারত অধিানায়ক। তার ঠিক ২ বল পরেই নিজের শতরান পূরণ করেন শুভমান গিল।      (Photo Courtesy- AP)
লাঞ্চের আগেই শতরান করে ফেলেন রোহিত শর্মা ও শুভমান গিল। নিজের কেরিয়ারের ১২তম শতরান করেন ভারত অধিানায়ক। তার ঠিক ২ বল পরেই নিজের শতরান পূরণ করেন শুভমান গিল। (Photo Courtesy- AP)
লাঞ্চের আগে পর্যন্ত রোহিত এবং শুভমন মিলে ইতিমধ্যেই ১৬০ রানের পার্টনারশিপ গড়েফেলেন রোহিত শর্মা ও শুভমানগিল। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিস ২৬৪ রানে ১ ১ উইকেট। ১০২ রানে রোহিত ও ১০১ রানে গিল অপরাজিত ছিলেন।    (Photo Courtesy- AP)
লাঞ্চের আগে পর্যন্ত রোহিত এবং শুভমন মিলে ইতিমধ্যেই ১৬০ রানের পার্টনারশিপ গড়েফেলেন রোহিত শর্মা ও শুভমানগিল। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিস ২৬৪ রানে ১ ১ উইকেট। ১০২ রানে রোহিত ও ১০১ রানে গিল অপরাজিত ছিলেন। (Photo Courtesy- AP)
লাঞ্চের পর অবশ্য বেশি সময় ক্রিজে থাকতে পারেননি দুই ব্যাটার। ১০৩ রান করে বেন স্টোকসের বলে আউট হন রোহিত শর্মা। ১১০ রান করে শুভমান গিল আউট হন জিমি অ্যান্ডারসনের বলে।     (Photo Courtesy- AP)
লাঞ্চের পর অবশ্য বেশি সময় ক্রিজে থাকতে পারেননি দুই ব্যাটার। ১০৩ রান করে বেন স্টোকসের বলে আউট হন রোহিত শর্মা। ১১০ রান করে শুভমান গিল আউট হন জিমি অ্যান্ডারসনের বলে। (Photo Courtesy- AP)

বিরাট কোহলির যে কাজ করতে লেগেছিল ৬ বছর, যশস্বী করলেন মাত্র ৭ মাসে!

ধর্মশালা: ধর্মশালায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজের শেষ ম্যাচে বিরাট কোহলির ৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল কোহলির নামে। বিরাট কোহলি ২০১৬-১৭ সালে টেস্ট সিরিজে ৬৫৫ রান করেছিলেন। মজার ব্যাপার হল, টেস্ট অভিষেকের পর এই রান করতে কোহলির সময় লেগেছিল ৬ বছর। এদিকে অভিষেকের মাত্র ৭ মাসেই কোহলির রেকর্ড ভেঙে দিয়েছেন জয়সওয়াল।

ধর্মশালা টেস্ট ম্যাচে প্রথম ৩ বলে ১ রান করেই কোহলির রেকর্ড ভেঙে দেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে কোনো একক টেস্ট সিরিজে সর্বোচ্চ ৬৫৫ রান করা ভারতীয় ব্যাটসম্যান ছিলেন কোহলি। এবার এই রেকর্ড গড়েছে যশস্বী জয়সওয়ালের নামে।

আরও পড়ুন- পঞ্চম টেস্টের আগে ভারতীয় দলে জোড়া সুখবর, আত্মবিশ্বাস অনেক বাড়ল টিম ইন্ডিয়ার

এই ম্যাচের আগে জয়সওয়ালের সিরিজে ৬৫৫ রান ছিল। এদিন এক রান করার পর তিনি ৬৫৬ রান করে কোহলির চেয়ে এগিয়ে যান। এই টেস্ট ম্যাচের প্রথম দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে মাত্র ২১৮ রানে অলআউট হয় তারা।

কুলদীপ যাদব (৫ উইকেট) ও রবিচন্দ্রন অশ্বিনের (৪ উইকেট) দাপুটে বোলিংয়ের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেন। ইংল্যান্ডের প্রথম ৪টি উইকেট তুলে নেন কুলদীপ।

ইংল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন ওপেনার জ্যাক ক্রাউলি। ৭৯ রানের ইনিংস খেলেন তিনি। রবীন্দ্র জাদেজা নেন ১ উইকেট। টিম ইন্ডিয়ার লেগ স্পিনার কুলদীপ যাদব প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন। তিনি অধিনায়ক বেন স্টোকস, বেন ডাকেট, অলি পোপ, জনি বেয়ারস্টো এবং জ্যাক ক্রালিকে তুলে নেন। টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

আরও পড়ুন- দলে একাধিক পরিবর্তন! ধরমশালায় শেষ টেস্ট টিম ইন্ডিয়ায় থাকছে কোন চমক? রইল আপডেট

দ্রুততম ৫০টি টেস্ট উইকেট পাওয়া ভারতীয় বোলার হয়েছেন কুলদীপ। তিনি ১৮৭১ বলে ৫০টি টেস্ট উইকেট নিলেন। অক্ষর প্যাটেল ২২০৫ বলে ৫০টি টেস্ট উইকেট পেয়েছিলেন।