১৬ মার্চ ২০১২: আজকের তারিখেই সচিন করেছিলেন সেঞ্চুরির সেঞ্চুরি!

#কলকাতা: একজন ব্যাটসম্যান হিসাবে যা যা রেকর্ড করা সম্ভব, তার সবই রয়েছে ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ঝুলিতে৷ সচিনের কিছু রেকর্ড আজও অক্ষত রয়েছে৷ তার মধ্যে অন্যতম সেঞ্চুরির সেঞ্চুরি৷ সচিনই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি ১০০টি শতরানের মালিক৷ এখনও পর্যন্ত তিনিই প্রথম আর তিনিই শেষ৷ এই মাইলস্টোন আর কোনও ব্যাটসম্যান স্পর্শ করতে পারেনি৷

ক্যালেন্ডার বলছে আজ থেকে ঠিক ৯ বছর আগে আজকের তারিখেই (১৬ মার্চ ২০১২) সচিন কেরিয়ারের বহু প্রতীক্ষিত শততম শতরান করেন৷ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ছিল সেটি৷ মুশফিকুর রহিমের বাংলাদেশের বিরুদ্ধে এমএস ধোনির ভারত খেলতে নেমেছিল ঢাকার মীরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে৷

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান মুশফিকুর৷ গৌতম গম্ভীরকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার৷ ২০৫ মিনিট ক্রিজে কাটিয়ে সচিনের ব্যাট থেকে এসেছিল ১৪৭ বলে ১১৪ রান৷ ডজন চার ও একটি ছয়ে নিজের ইনিংস সাজান মুম্বইকর৷ দুর্ভাগ্যবশত ম্যাচটি ভারতকে সেদিন ৫ উইকেটে হারতে হয়েছিল৷ কিন্তু বাংলাদেশে সচিন লিখেছিলেন বাইশ গজের এক অনন্য ইতিহাস৷

সচিন তাঁর কেরিয়ারে ৯৯ নম্বর সেঞ্চুরি করার পর থেকেই একটা চাপের বলয়ের মধ্যে ঢুকে গিয়েছিলেন৷ প্রতি ম্যাচেই তাঁর ওপর ১০০ নম্বর সেঞ্চুরি করার প্রত্যাশা করতেন ফ্যানেরা৷ সচিন পরে মেনেও নেন যে, তাঁর কেরিয়ারে ১০০ নম্বর সেঞ্চুরিই ছিল সবচেয়ে কঠিন৷ তিনি বলেছিলেন, “আমি যখন দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে ৯৯ নম্বর সেঞ্চুরি করি, তখন কেউ ১০০ সেঞ্চুরি নিয়ে কথা বলেনি৷ আমার ভাললাগত যদি নিজের ইচ্ছায় সেঞ্চুরি করতে পারতাম৷ সেঞ্চুরি করা সহজ নয়৷ এটা কখনই নিজের চাওয়ার ওপর হয় না৷ ৯৯ নম্বর সেঞ্চুরি করেও এই অভিজ্ঞতাই হয়েছিল আমার৷ ১০০ সেঞ্চুরি এতটা সহজ ছিল না৷ সম্ভবত সবচেয়ে কঠিন ছিল এটা!”