India vs England 3rd T20I: ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ খেললেন মর্গ্যান

#আহমেদাবাদ: মাঠে নেমেই মাইলস্টোন স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan)৷ মঙ্গলবার মোতেরায় শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ফেললেন বিশ্বকাপ জয়ী ব্রিটিশ ক্যাপ্টেন৷ নিজের দেশের প্রথম ক্রিকেটার হিসাবে এই অনন্য নজির গড়লেন ক্যাপ্টেন মর্গ্যান৷

২০০৯ সালে দেশের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেন মর্গ্যান৷ ধীরে ধীরে এই ফর্ম্যাটে নিজের আলাদ নাম করে নেন তিনি৷ ১৩৮.৯৯-এর স্ট্রাইক রেটে ও ৩০.৩৪-এর গড়ে মর্গ্যান ২৩০৬ রান করেছেন৷ মর্গ্যান দেশের হয়ে ১৬টি টেস্ট ও ২৪২টি ওয়ান-ডে ম্যাচও খেলেছেন৷ মর্গ্যান এদিন টস জিতে বলেন, “১০০ নম্বর টি-২০ খেলতে পেরে ভাল লাগছে৷ এটা আমার ও আমার পরিবারের জন্য একটা বড় দিন৷”

পাক সাংবাদিক সাজ সাদিক  পরিসংখ্যান তুলে ধরে জানিয়ে দিয়েছেন যে, সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকাটা কাদের নিয়ে৷ প্রথমেই আছেন পাকিস্তানের শোয়েব মালিক (১১৬), দুয়ে ভারতের রোহিত শর্মা (১০৯), তিনে নিউজিল্যান্ডের রস টেলর (১০৯). চারে ইয়ন মর্গ্যান (১০০), পাঁচে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৯৯), ছয়ে শাহিদ আফ্রিদি (৯৯) ও সাতে পাকিস্তানের মহম্মদ হাফিজ (৯৯)৷

এদিন মোতেরায়া টস জিতে মর্গ্যান ব্যাট করতে পাঠান কোহলিদের৷ ক্যাপ্টেন কোহলির ব্যাটে (৭৭) ভর করেই ভারত ভদ্রস্থ ১৫৬ রান তুলতে সমর্থ হয়৷