Tag Archives: Eoin Morgan

একজন বিশ্বজয়ী অধিনায়ক, অপরজনের কাছে বিশ্বজয়ের হাতছানি, কী কথা হল দুজনের

#অ্যাডিলেড: ২০০৯ সালের পর আরও একবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড দল। ২০১৯ সালে প্রথমবার ৫০ ওভারে বিশ্বকাপ জিতেছিল ব্রিটিশর। অধিনায়র ছিলেন ইয়ন মর্গ্যান। ৩ বছরের ব্যবধানে আরও একবার বিশ্বজয়ের হাতছানি জস বাটলারের দলের সামনে। টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারতকে হারানোর পর ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক মর্গ্যানের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা হল জস বাটলারের।

সেমিফাইনালে ভারতকে ১০ উইেকেটে হারের পর একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দেন জস বাটলার। সেখানে সঞ্চালক ও বাটলার ছাড়াও উপস্থিত ছিলেন ইয়ন মর্গ্যান। সেখানেই নিজের দলের এদিনের ম্যাচের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন বাটলার। মেগা ফাইনালে নামার আগে বাটলারকে মর্গ্যান কোনও টিপস দেবেন কিনা সেটা জানতে চান সঞ্চালক। জবাবে বাটলারের প্রশংসা করে মর্গ্যান বলেন, ইংল্যান্ড ফাইনালে,’এর থেকে বেশি ভালো কিছু হতে পারেনা।’ এছাড়া মর্গ্যান বলেন,’আমি এই লোকটিকে কোন উপদেশ দিতে পারি না – সে আজ তার সর্বকালের সেরা খেলায় অধিনায়কত্ব করেছে।’ বাটলারের অধিনায়কত্বে মর্গ্যান যে ভরসা রাখছে, আলাদা করে টিপসের কোনও প্রয়োজন নেই সেটাই বুঝিয়ে দেন ইয়ন মর্গ্যান।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ভারত। সর্বোচ্চ ৬৩ রান করেন হার্দিক পান্ডিয়া। ৫০ রান করেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ব্রিটিশ লায়ন্সরা। ৮৬ রান করে অ্যালেক্স হেলস ও ৮০ রান করে জস বাটলার অপরাজিত থাকেন।

 

Eoin Morgan retirement : খারাপ ফর্ম! অবসর নিয়ে ফেললেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান

#লন্ডন: ইংলিশ ক্রিকেটের ইতিহাসে বহু স্বনামধন্য অধিনায়ক এসেছেন। কিন্তু একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় করতে পারেননি কেউ। টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্য ইংল্যান্ড জিতেছিল পল কলিংউডের নেতৃত্বে। কিন্তু তারপর ক্রিকেটের জনক হিসেবে পরিচিত দেশের বিশ্বকাপ জয়ের রেকর্ড ছিল অধরা। সেই অধরা মাধুরী স্পর্শ করেছিলেন ইয়ন মর্গান।

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইয়ন মর্গ্যান। মঙ্গলবার ইংল্যান্ড দলের নেতৃত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত জানালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সাত বছরের বেশি সময় ইংল্যান্ড দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মর্গ্যান। ইংল্যান্ডের হয়ে খেলার আগে আয়ারল্যান্ডের হয়েও খেলেছিলেন মর্গ্যান।

এক দিনের ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে মর্গ্যানের অভিষেক হয় ২০০৬ সালে। ২০০৯ সাল থেকে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন মর্গ্যান। আন্তর্জাতিক মঞ্চে ১৬টি টেস্ট খেলেন তিনি। লাল বলের ক্রিকেটে তাঁর সংগ্রহ ৭০০ রান। দু’টি শতরান রয়েছে তাঁর। এক দিনের ক্রিকেটে ২৪৮টি ম্যাচ খেলেছেন মর্গ্যান। তাঁর সংগ্রহ ৭৭০১ রান।

১৪টি শতরান রয়েছে মর্গ্যানের এক দিনের ক্রিকেটে। আন্তর্জাতিক মঞ্চে ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে তাঁর সংগ্রহ ২৪৫৮ রান। শুধু ইংল্যান্ড নয়, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকেও নেতৃত্ব দিয়েছিলেন মর্গ্যান। এ বছর যদিও তাঁকে কোনও আইপিএল দলই নেয়নি।

বেশ কিছু বছর ধরেই ছন্দে ছিলেন না মর্গ্যান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ সিরিজে প্রথম দু’টি ম্যাচেই শূন্য করেন তিনি। শেষ ম্যাচে চোটের কারণে খেলেননি মর্গ্যান। শেষ দেড় বছরে ৪৮টি ইনিংস খেলে একটি মাত্র অর্ধশতরান করেন তিনি।২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ড হেরে যাওয়ার পর দায়িত্ব তুলে দেওয়া হয় মর্গ্যানের হাতে।

মর্গ্যানের নেতৃত্বেই ২০১৯ সালে এক দিনের ক্রিকেটে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে ইংল্যান্ডকে আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে নিয়ে যান মর্গ্যান। তাঁর নেতৃত্বে প্রায় সব বড় দলকেই হারিয়েছে ইংল্যান্ড।

ইয়ন মর্গ্যান জানিয়েছেন ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। এখন কিছুদিন অবসর যাপন করবেন।। তবে ভবিষ্যতে ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে থাকতে চান এই ধ্বংসাত্মক ব্যাটসম্যান।

IPL 2021; KKR: ‘মর্গ্যানকে বাদ দিয়ে সাকিবকে নেওয়া হোক’, কেকেআর সমর্থকদের জোরালো দাবি

#দুবাই: একের পর এক ম্যাচে তিনি ধারাবাহিক ব্যর্থ। রান পাচ্ছেন না। ক্যাপ্টেন হয়ে তাঁর এই টানা ব্যর্থতায় প্রশ্ন উঠেছে অনেকদিন ধরেই। অনেকেই বলছেন, রান পাচ্ছিলেন না বলে দীনেশ কার্তিককে একটা সময় কেকেআরের অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল। তা হলে ইয়ন মর্গ্যানকে কেন দলে রাখা হচ্ছে! তিনি অধিনায়ক বলেই কি একের পর এক ম্যাচে টানা ব্যর্থ হওয়ার পরও পার পেয়ে যাচ্ছেন! কার্তিক ছেড়ে যাওয়ার পর দল যে তিমিরে ছিল সেখানেই আছে। মর্গ্যানের নেতৃত্বে কেকেআরের আহামরি কিছু বদল হয়নি। চলতি আইপিএলে কেকেআরেরে পারফরম্যান্স আহামরি কিছু নয়। তবুও বহাল তবিয়তে রয়েছেন ক্যাপ্টেন মর্গ্যান।

আইপিএলের প্রথমার্ধে লিগ টেবিলের তলানিতে ছিল কেকেআর। এর পর দ্বিতীয় পর্বে টানা জয় পাওয়ায় আগের থেকে কিছুটা ভাল জায়গায় রয়েছে নাইটরা। তবে এখনও যে বিপদ পুরোপুরি কেটে গিয়েছে তা কিন্তু নয়। আইপিএলের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে হলে কেকেআরকে এখনও পারফর্ম করে যেতে হবে। তবে এই পর্বে কেকেআর টানা জয় পাচ্ছে বলে ক্যাপ্টেন মরগ্যানের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তেমন কথা ওঠেনি। তবে এবার সাকিব আল হাসানকে দলে নেওয়ার জন্য জোরালো দাবি তুলতে শুরু করেছেন কেকেআর সমর্থকরা। মরগ্যানকে বাদ দেওয়ার দাবিও উঠছে।

আরও পড়ুন- পাহাড়ের কোলে আলিশান বাড়ি, বাঁধনছাড়া জীবন! রাজার মতোই বাঁচেন ক্রিস গেইল

১১ ম্যাচ খেলে কেকেআরের পয়েন্ট এখন ১০। লিগ টেবিলের চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনও কিন্তু কেকেআরের প্লে-অফে খেলা নিশ্চিত নয়। আর এই পরিস্থিতিতে সাকিবকে না খেলালে আর কবে খেলানো হবে! প্রশ্ন তুলছেন কেকেআর সমর্থকদের একাংশ। চারজন বিদেশির মধ্যে মর্গ্যানকে বাদ দিয়ে শাকিবকে নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। ৭, ৮ ও ০। আইপিএলের দ্বিতীয় পর্বে মরগ্যানের পর তিন ম্যাচে এটাই ব্যক্তিগত রান। ১১টি ম্যাচ খেলে মরগ্যান রান করেছেন ১০৭। এত খারাপ পারফর্ম করার পরও মরগ্যানকে কেন দলে রাখা হচ্ছে! তার বদলে ফর্মে থাকা সাকিবকে সুযোগ দেওয়া যায় না! প্রশ্ন তুলছেন কেকেআর সমর্থকরা।

India vs England 3rd T20I: ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ খেললেন মর্গ্যান

#আহমেদাবাদ: মাঠে নেমেই মাইলস্টোন স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan)৷ মঙ্গলবার মোতেরায় শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ফেললেন বিশ্বকাপ জয়ী ব্রিটিশ ক্যাপ্টেন৷ নিজের দেশের প্রথম ক্রিকেটার হিসাবে এই অনন্য নজির গড়লেন ক্যাপ্টেন মর্গ্যান৷

২০০৯ সালে দেশের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেন মর্গ্যান৷ ধীরে ধীরে এই ফর্ম্যাটে নিজের আলাদ নাম করে নেন তিনি৷ ১৩৮.৯৯-এর স্ট্রাইক রেটে ও ৩০.৩৪-এর গড়ে মর্গ্যান ২৩০৬ রান করেছেন৷ মর্গ্যান দেশের হয়ে ১৬টি টেস্ট ও ২৪২টি ওয়ান-ডে ম্যাচও খেলেছেন৷ মর্গ্যান এদিন টস জিতে বলেন, “১০০ নম্বর টি-২০ খেলতে পেরে ভাল লাগছে৷ এটা আমার ও আমার পরিবারের জন্য একটা বড় দিন৷”

পাক সাংবাদিক সাজ সাদিক  পরিসংখ্যান তুলে ধরে জানিয়ে দিয়েছেন যে, সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকাটা কাদের নিয়ে৷ প্রথমেই আছেন পাকিস্তানের শোয়েব মালিক (১১৬), দুয়ে ভারতের রোহিত শর্মা (১০৯), তিনে নিউজিল্যান্ডের রস টেলর (১০৯). চারে ইয়ন মর্গ্যান (১০০), পাঁচে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৯৯), ছয়ে শাহিদ আফ্রিদি (৯৯) ও সাতে পাকিস্তানের মহম্মদ হাফিজ (৯৯)৷

এদিন মোতেরায়া টস জিতে মর্গ্যান ব্যাট করতে পাঠান কোহলিদের৷ ক্যাপ্টেন কোহলির ব্যাটে (৭৭) ভর করেই ভারত ভদ্রস্থ ১৫৬ রান তুলতে সমর্থ হয়৷