#নয়াদিল্লীঃ স্বল্প সঞ্চয়ে (Interest Rates of Small Savings Schemes) সুদের হার কমছে না। স্বল্প সঞ্চয়ে পুরোনো হারেই মিলবে সুদ। ২০২০-২১ আর্থিক বছরের ত্রৈমাসিকের সুদের হারও (Interest Rates) পরিবর্তিত হচ্ছে না। বৃহস্পতিবার সাত সকালে পরিবর্তিত সিদ্ধান্ত জানিয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। পাশাপাশি, বুধবার রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের (Finance Ministry) তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে, তাও ট্যুইটে উল্লেখ করেছেন তিনি।
এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যুইটের পরেই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক-ও’ব্রায়েন। ট্যুইটে মোদি-অমিত শাহকে কটাক্ষ করে লিখেছেন, “মোদি-শাহ দু’জনেই ব্যস্ত নির্বাচনী প্রচারে ফুলের পাপড়ির মতো মিথ্যা প্রতিশ্রুতি ছড়াতে।”
Egg on face again?
Because MO-SHA too busy throwing petals from trucks and cracking April Fool jokes of false promises at election rallies. https://t.co/SVb0dWrqQU
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) April 1, 2021
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ০.৫০% পয়েন্ট থেকে ১.১০% পয়েন্ট পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই প্রবল সমালোচনা শুরু হয় সব মহলে। ওয়াকিবহাল মহলের মতে, পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের নির্বাচন চলছে, ফলে সেই দিকের কথা মাথায় রেখেই পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যদিও অর্থমন্ত্রীর সাফাই, ভুলবশত বিজ্ঞপ্তি জারি হয়েছিল।
Interest rates of small savings schemes of GoI shall continue to be at the rates which existed in the last quarter of 2020-2021, ie, rates that prevailed as of March 2021.
Orders issued by oversight shall be withdrawn. @FinMinIndia @PIB_India— Nirmala Sitharaman (@nsitharaman) April 1, 2021
কেন্দ্র যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই অনুজায়ী, পিপিএফ-এ সুদের হার ০.৭ শতাংশ কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছিল৷ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC-তে সুদের হার ০.৯ শতাংশ কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়েছিল৷ স্বল্প সঞ্চয়ে সুদের হার প্রতি তিন মাস অন্তর ঘোষণা করা হয়৷ এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে ১ এপ্রিল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধিত সুদের হার ঘোষণা করা হয়৷ এ ছাড়াও এই প্রথমবার সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপরেই ফের তা বৃহস্পতিবার প্রত্যাহার করে নেওয়া হল।