Shreya Ghoshal: চিকিৎসক থেকে পরিবারের অংশ, স্ত্রীরোগ বিশেষজ্ঞকে ট্যুইটারে অকুণ্ঠ ধন্যবাদ শিল্পীর

কলকাতা : যখনই মনে কোনও উদ্বেগ বা উৎকণ্ঠা এসেছে, তিনি ছিলেন পাশে ৷ তিনি এখন কার্যত তাঁর পরিবারেরই অংশ ৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো-কে আপ্লুত ধন্যবাদ জানিয়েছেন শ্রেয়া ঘোষাল ৷ বলিউডের প্লেব্যাক দুনিয়ায় প্রথমসারির এই শিল্পী ট্যুইটারে লিখেছেন, ‘ চিকিৎসক কিরণ কোয়েলহোর তত্ত্বাবধানে সেবা যত্ন ভালবাসা এবং উষ্ণতায় এক অনবদ্য অভিজ্ঞতার শরিক হয়েছি ৷ অন্তঃসত্ত্বা অবস্থার প্রথম দিন থেকে দেব্যানের জন্ম পর্যন্ত এই অসাধারণ অভিজ্ঞতা বজায় ছিল’ ৷ শ্রেয়ার কথায়, চিকিৎসক কোয়েলহো সব সময় তাঁর পাশে ছিলেন ৷

গত ২২ মে পুত্রসন্তানের মা হন শ্রেয়া ৷ নতুন অতিথির আগমনের প্রায় ১২ দিন পর সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে বাকি পৃথিবীর পরিচয় করিয়ে দেন শ্রেয়া ও তাঁর স্বামী শিলাদিত্য ৷ তারকা দম্পতি জানান, তাঁরা ছেলের নাম রেখেছেন ‘দেব্যান’ ৷ নবজাতকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর দিনই শ্রেয়া সামাজিক মাধ্যমে কুর্নিশ জানালেন তাঁর চিকিসককে ৷

তার আগে, মাতৃত্বের স্বাদ পাওয়ার এক সপ্তাহ পরেই শ্রেয়া সামাজিক মাধ্যমে তাঁর সন্তানের জন্য ‘স্বাগত কেক’-এর ছবি শেয়ার করেন ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের ছবি শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লেখেন, ‘আমাদের পুত্রসন্তানের জন্য স্বাগত-কেক৷’ সাদা নীল কেক সাজানো ছিল নানারকম টপিং দিয়ে ৷ শেফ মহেক মান্দলিকের তৈরি লোভনীয় এই আমের ফ্লেভারের কেকে মজেছিল নেটিজেনদের মন ৷

দাম্পত্যের ষষ্ঠ বছরে পৌঁছে সংসারে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া ও শিলাদিত্য ৷ এক দশকের প্রেমপর্বের পর ২০১৫ সালের ৫ জানুয়ারি বাল্যবন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া ৷ গত ৪ মার্চ শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি মা হতে চলেছেন ৷ ব্যক্তিগত পরিসরকে সাধারণত আড়ালেই রাখতে ভালবাসেন খ্যাতনামী এই সঙ্গীতশিল্পী ৷ তবে অন্তঃসত্ত্বাপর্বে শ্রেয়ার ভার্চুয়াল সাধভক্ষণের ছবি জনপ্রিয় হয়েছিল নেটমাধ্যমে ৷