Tag Archives: Shreya Ghoshal

Shreya Ghoshal: শ্রেয়া ঘোষালের গলা পুরোপুরি নকল? হাড়হিম তথ্য ফাঁস গায়িকা সুচিত্রার! দাবি শুনেই রেগে আগুন ভক্তরা, তারপর…!

বলিউড তথা টলিডডের স্বনামধন্য গায়িকাদের মধ্যে অন্যতম সেরার সেরা হলেন শ্রেয়া ঘোষাল৷ আসলে শ্রেয়ার নামটাই তাঁর ভক্তদের জন্য এক বিরাট পাওয়া৷ আসমুদ্র হিমাচল এই বঙ্গললনার কন্ঠের জাঁদুতে মাতোয়ারা৷ হিন্দি থেকে বাংলাতে তো অজস্র গায় গেয়ে সকলের মন তো জয় করে নিয়েছেনই পাশাপাশি দক্ষিণী ছবিতে সাফল্যের সঙ্গে প্লে ব্যাক করেছেন তিনি৷

দীর্ঘ বছর ধরে বলিউডে একাধিক গান ভক্তদের উপহার দিয়ে চলেছেন শ্রেয়া ঘোষাল৷ তাঁর গানের কনসার্ট দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ একাধিক পুরস্কারও রয়েছে বাঙালি গায়িকার ঝুলিতে৷ জাতীয় থেকে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া অভিনেত্রীর কেরিয়ার গ্রাফও তুঙ্গে৷ এবার এই স্বনামধন্য গায়িকার নামে বিস্ফোরক অভিযোগ উঠে এল৷ যা শুনলে চমকে যাবেন আপনিও৷

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

তামিল গায়িকা তথা রেডিও জকি সুচিত্রা দাবি করেছেন, শ্রেয়ার কন্ঠস্বর নাকি পুরোপুরি নকল৷ এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তামিল গায়িকা৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে সুচিত্রা অভিযোগ করেছেন, শ্রেয়া ঘোষালের গলার স্বর পুরো ভুয়ো৷ ওনার গলায় কোনও অনুভূতি নেই৷ উনি শুধু গানে পারফেকশন আনার চেষ্টা করেন৷ অনুভূতিহীন কন্ঠ৷ একথা শুনে রেগে আগুন হয়েছেন শ্রেয়ার ভক্তরা৷

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

শ্রেয়ার উপর এই অভিযোগ আনার পরই ফুঁসে উঠেছেন শ্রেয়ার ভক্তরা৷ একজন লেখেন, এই প্রথমবার মিউজিক ইন্ডাস্ট্রির কেউ শ্রেয়াকে নিয়ে এবং তাঁর গলা নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করেছেন৷ ভেবেই অবাক লাগছে৷ আরেকজন কমেন্টে বলেন, কে এই মহিলা? কী যোগ্যতা আছে শ্রেয়াকে নিয়ে এই মন্তব্য করার৷ আসলে সবটাই প্রচারের আলোয় আসার চেষ্টা মাত্র৷ অন্য একজন লেখেন, এই মহিলা নিজেও জানেন না উনি কী বলছেন৷ ঈশ্বর একে ক্ষমা করো৷ তবে শ্রেয়া ঘোষাল প্রথম নন, এর আগেও শাহরুখ খান, করণ জোহর-কে নিয়েও ভয়ঙ্কর খারাপ অভিযোগ এনেছেন৷

Arijit Singh Birthday: ৩৭-এ পা অরিজিতের, বাংলার সোনার ছেলেকে জন্মদিনে প্রাণভরা শুভেচ্ছা শ্রেয়া ঘোষালের

মুম্বই: ৩৭-এ পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ গতকাল ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একরাশ প্রাণভরা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল৷

সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল৷ যেখানে দেখা যাচ্ছে, সবুজ ব্লেজার, মাথায় ম্যাচিং পাগড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন অরিজিৎ সিং৷ পাশেই বেগুনি রঙের ল্যাহেঙ্গা পরে গায়ককে আগলে শ্রেয়া৷ দু’জনের মিষ্টি এই ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন- জন্মদিনের একরাশ শুভেচ্ছা সোনার হৃদয়ের মানুষকে৷ আপনি অনন্তকাল পর্যন্ত আপনার প্রাণময় কন্ঠে আমাদের সকলকে মুগ্ধ এবং মন্ত্রমুগ্ধ করে রাখুন, সঙ্গে একটি হলুদ ভালবাসার ইমোজি জুড়ে দিয়েছেন৷ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে বিরাট খ্যাতি অর্জন করেছেন বাংলার সোনার ছেলে৷ বলি থেকে টলি বর্তমানে দেশের প্লেব্যাক গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অরিজিৎ সিং৷ নিজের প্রতিভার জেরেই এই জায়গা করে নিয়েছেন অরিজিৎ৷ দেশে-বিদেশে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর৷ তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া৷ তাকে একবার কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে ‘ফেম গুরুকুল’-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷ আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে নামটাই যেন যথেষ্ঠ। যাকে বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয়, তিনি হলেন অরিজিৎ সিং। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তার গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷

Bollywood Singer: রিয়েলিটি শো থেকে উঠে বলিউড কাঁপানো এই গায়িকা, এখন ২৪০ কোটির সম্পত্তির মালিক

Bollywood Singer: বলিউড গায়িকা, এখন তাঁর গানের সুরে আসমুদ্র হিমাচল কাঁপে৷ তাঁরই ছোটবেলার এই ফটো এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ তাঁর একের পর এক হিট গান বলিউড ব্লকবাস্টারে ব্যবহার হয়৷ Photo- Collected
Bollywood Singer: বলিউড গায়িকা, এখন তাঁর গানের সুরে আসমুদ্র হিমাচল কাঁপে৷ তাঁরই ছোটবেলার এই ফটো এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ তাঁর একের পর এক হিট গান বলিউড ব্লকবাস্টারে ব্যবহার হয়৷ Photo- Collected
সেই গায়িকা নিজের ফ্যামিলি লাইফ নিয়েও খুবই গর্বিত৷ নিজের ভাইয়ের সঙ্গে নিজের ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভাইফোঁটার দিনে৷
সেই গায়িকা নিজের ফ্যামিলি লাইফ নিয়েও খুবই গর্বিত৷ নিজের ভাইয়ের সঙ্গে নিজের ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভাইফোঁটার দিনে৷
তাঁর ভাইয়ের নাম সৌম্যদীপ৷ সোশ্যাল মিডিয়ায় গায়িকা এই ফটো পোস্টের পরেই তাতে লাইকের বন্যা বয় ফ্যানদের পক্ষ থেকে৷
তাঁর ভাইয়ের নাম সৌম্যদীপ৷ সোশ্যাল মিডিয়ায় গায়িকা এই ফটো পোস্টের পরেই তাতে লাইকের বন্যা বয় ফ্যানদের পক্ষ থেকে৷
এই গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল৷ বাঙালি এই কন্যা রিয়েলেটি শো ২০০০ সালে সারে গা মা পা  থেকে উঠে এসে বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন সেই মাত্র ১৬ বছর বয়সে৷
এই গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল৷ বাঙালি এই কন্যা রিয়েলেটি শো ২০০০ সালে সারে গা মা পা  থেকে উঠে এসে বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন সেই মাত্র ১৬ বছর বয়সে৷
বৈরি পিয়া গানে উদিত নারায়ণের সঙ্গে ১৬ বছর বয়সে প্লে ব্যাকে গান গেয়েছিলেন শ্রেয়া৷ সেই গান মুহূর্তেই ব্লকবাস্টার হয়ে যায়৷ সেটা ছিল সঞ্জয় লীলা বনশালীর দেবদাস সিনেমা৷ তারপর থেকে ২ দশক তাঁর গান মুগ্ধ করেছে দুনিয়াকে৷
বৈরি পিয়া গানে উদিত নারায়ণের সঙ্গে ১৬ বছর বয়সে প্লে ব্যাকে গান গেয়েছিলেন শ্রেয়া৷ সেই গান মুহূর্তেই ব্লকবাস্টার হয়ে যায়৷ সেটা ছিল সঞ্জয় লীলা বনশালীর দেবদাস সিনেমা৷ তারপর থেকে ২ দশক তাঁর গান মুগ্ধ করেছে দুনিয়াকে৷
এরপর থেকে একের পর এক সফল গান গেয়ে গেছেন শ্রেয়া ঘোষাল৷ বিয়েও করেন নিজের ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের প্রেমিককে৷ তাঁর স্বামীর নাম শিলাদিত্য মুখোপাধ্যায়৷
এরপর থেকে একের পর এক সফল গান গেয়ে গেছেন শ্রেয়া ঘোষাল৷ বিয়েও করেন নিজের ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের প্রেমিককে৷ তাঁর স্বামীর নাম শিলাদিত্য মুখোপাধ্যায়৷
তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া নিজেই নিজের সন্তানের ফটোও শেয়ার করেছিলেন৷
তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া নিজেই নিজের সন্তানের ফটোও শেয়ার করেছিলেন৷
পারিবারিক দিক থেকে যেমন দারুণ সুখী শ্রেয়া ঠিক তেমনিই তাঁর কাজের জায়গাতেও অসম্ভব দাপুটে শ্রেয়া৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি টাকা৷
পারিবারিক দিক থেকে যেমন দারুণ সুখী শ্রেয়া ঠিক তেমনিই তাঁর কাজের জায়গাতেও অসম্ভব দাপুটে শ্রেয়া৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি টাকা৷

Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত রাধিকার প্রাক-বিবাহ! অরিজিৎ, শ্রেয়া ঘোষাল, অ্যাকনের পারফরম্যান্স! রাতেই মহা আরতিতে ‘মহা আকৰ্ষণ’

জামনগর : জামনগরে উৎসব। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টর প্রাক বিবাহ উদযাপনে তিন দিন ব্যাপী উৎসবের শেষ রজনী আজ। প্রাক-বিবাহ উৎসব আজ সেই গ্র্যান্ড ফিনালের স্বাক্ষী হতে চলেছে জামনগর।

ইতিমধ্যেই হাজির হয়েছেন দেশি বিদেশী অতিথি থেকে বড় বড় নামি দামি তারকারা। আজ রাতের অন্যতম আকর্ষণ হতে চলেছে একটি গলা মিউজিক্যাল পারফরম্যান্স। আন্তর্জাতিক মানের এই সঙ্গীত আকর্ষণে থাকছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো দেশি তারকাদের পাশাপশি আন্তর্জাতিক তারকারাও।

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য ‘গ্র্যান্ড’ সুখবর…! মার্চ মাসে নয় নয়দিন স্কুল-কলেজ ছুটি! মিলবে লং উইকেন্ড? দেখে নিন ছুটির তালিকা..

গত রাতের আকর্ষণ ছিল দিলজিৎ দোসাঞ্জের একটি দুর্দান্ত পারফরম্যান্স এবং বলিউডের তিন খান, এসআরকে, আমির এবং সলমান খানের একযোগে নাচ। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে সেই নাচ।

আজ তৃতীয় দিনের আকর্ষণের অন্যতম নায়ক অরিজিৎ সিং দুপুরেই পৌঁছেছেন জামনগর বিমানবন্দরে। তাঁর অভ্যর্থনায় কোনও কমতি ছিল না এয়ারপোর্টে। তৃতীয় দিন, অর্থাৎ উৎসবের শেষ দিন আজ। আজকের সন্ধ্যার পোষাক কোডের নামকরণ করা হয়েছে ‘হস্তক্ষর’ যা মূলত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। আজ একটি মহা আরতি হবে শেষ আকর্ষণ হিসেবে। তাতে দেশ বিদেশের ১৫ জনেরও বেশি শিল্পী পারফর্ম করতে চলেছেন।

 

Aneek-Shreya: ভাবাই যায় না! শ্রেয়াদির মতো শিল্পী মাত্র এক মাসেই ডেট দিলেন, ‘মানুষ’-এর গান নিয়ে অনীক

কলকাতা: কেবল গায়ক নন, এবারও সঙ্গীত পরিচালক হিসেবে অবতীর্ণ হলেন অনীক ধর। ‘চেঙ্গিজ’-এর সাফল্যের পর ‘মানুষ’ ছবির জন্য ফের সুপারস্টার জিতের ভরসা অনীকের উপর। এবার উপরি পাওনা শ্রেয়া ঘোষাল। প্রথমবার সুরকার হিসেবে শ্রেয়ার সঙ্গে কাজ তাঁর। উচ্ছ্বসিত বাঙালি গায়ক।

ছোটবেলার গান ‘আয় বৃষ্টি ঝেঁপে’-তেই নতুন মাত্রা দিলেন অনীক। তৈরি হল অপূর্ব এক নাচের গান। ভিডিওতে দেখা যাচ্ছে, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং খুদে শিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায় বৃষ্টিতে প্রাণ খুলে নাচছেন। এই গান যে খুব তাড়াতাড়ি মানুষের মনে জায়গা করে নেবে, তা আঁচ করা যাচ্ছে সহজেই।

গানে সুর দেওয়া নিয়ে অনীক নিউজ18 বাংলাকে বললেন, ‘‘পরিচালকের সঙ্গে বসে জিৎদা আমায় ফোন করেন। এরকম একটা গান চাইছিলেন ওঁরা। কিন্তু হচ্ছিল না। আমি যদি চেষ্টা করি কিছু। এমন একটা গান যেখানে বৃষ্টিই মূল চরিত্রে। সঙ্গে নাচ রয়েছে, প্রেমের মুহূর্তও আছে। সঙ্গে পর্দায় যে জিৎদার মেয়ে হয়েছে, সেই বাচ্চাটিও নাচছে, তো অনকেগুলি ফ্যাক্টর ছিল। প্রথমে ভারী ভারী শব্দ মাথায় আসছিল। কিন্তু পরে আমার মেয়ের কথা ভাবি। ও যেভাবে ছোটবেলায় আয় বৃষ্টি ঝেঁপে গানটি গেয়ে নাচত, সেভাবে করলেই তো হয়। ব্যস, পিয়ানোয় বসলাম, হুক লাইনটা তৈরি হয়ে গেল।’’

আরও পড়ুন: সিনেপ্রেমীদের জন্য আজ থেকে শুরু ইমামির চলচ্চিত্র উৎসব, ৫ দিনে ৫৫টি দেশবিদেশর ছবি

শ্রেয়ার সঙ্গে কাজ করে খুশি অনীক। মাত্র এক মাস সময় চেয়ে নিয়েছিলেন শ্রেয়া। অনীকের কথায়, ‘‘এক মাসটা খুবই কম সময় এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু তিনি এত সুন্দর করে সহযোগিতা করেছেন, যে বলার নয়। উনি খুবই ব্যস্ত থাকেন। দু’তিন মাস আগে ডেট পাওয়া যায় না। তারপরেও আমাকে অপেক্ষা করাননি। অনেক ধন্যবাদ শ্রেয়াদিকে।’’

স্পটিফাইতে এই গানেরই হিন্দি সংস্করণ সেরা ১০টি গানের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে। হিন্দি গানের নাম, ‘বর্সে রে’। মানুষের হিন্দি সংস্করণের সেই গান ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শ্রেয়ার সুরে গণেশ বন্দনা যেন ম্যাজিকের মতো! বুদাপেস্টে বেজে উঠল ‘জয়দেব জয়দেব’

#মুম্বই: গণেশ চতুর্থী এলেই মন বলে পুজো প্রায় এসে গেছে৷ বুধবার গণপতির আরাধনায় রত সবাই৷ সৌভাগ্যের দেবতা গণেশের আরাধনায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে৷ তাই প্যান্ডেল হোক বা বাড়ি সুন্দর করে সাজিয়ে সিদ্ধিদাতার আরাধনায় মগ্ন সকলে। এরই মধ্যে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের সোশ্যাল মিডিয়া পোস্টে গণেশ ভক্তি অন্য মাত্রা পেয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

সোশ্যাল মিডিয়া পোস্ট করে গায়িকা তাঁর ‘জয়দেব জয়দেব’ গানের ঝলক শেয়ার করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী স্বীকৃত বুদাপেস্টের এক সিম্ফনি অর্কেস্ট্রা ট্র্যাকের সঙ্গে তাঁর গলায় গণেশ বন্দনা জাদু তৈরি করেছে। গানের সঙ্গে সঙ্গেই বালি দিয়ে আঁকা হচ্ছে সিদ্ধিদাতাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মানুষ পছন্দ করছেন। জয়দেব জয়দেব আরতির এই সংস্করণটি গুলরাজ সিং প্রযোজনা করেছেন। গেয়েছেন শ্রেয়া ঘোষাল। আজ ইউটিউবে গানটি মুক্তি পেল।

আরও পড়ুন: সামনেই বিয়ে? ঋতুস্রাব স্থগিত করার ঘরোয়া উপায় জেনে নিন…

গায়িকা সোশ্যাল মিডিয়ায় তার কিছুটা অংশ পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, “জয়দেব জয়দেব???? #গণেশচতুর্থীর অনেক শুভেচ্ছা সবাইকে। বুদাপেস্ট অর্কেস্ট্রার সঙ্গে @gulraj_singh পরিচালিত খুব সুন্দরভাবে সাজানো এই দিব্য আরতিটি গেয়েছেন।”

আরও পড়ুন: সম্পর্কে গালিগালাজ কি স্বাস্থের পক্ষে ভাল? কী বলছে গবেষণা…

প্রসঙ্গত, শ্রেয়া ঘোষাল- এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনিই পরিচিত। আন্তর্জাতিক স্তরেও তিনি খ্যাতনামা। গান ছাড়া সিনেমা কল্পনাই করতে পারে না বলিউড প্রেমীরা। চিত্রনাট্যেও গানের ভূমিকা থাকে বড়। কয়েকটি ছবি আবার তার গানের জন্যই মানুষের মনে থেকে যায়। প্রতি গানের জন্য ২০-২৫ লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া।

Shreya Ghoshal Parag Agarwal: শ্রেয়া ঘোষাল-পরাগ আগরওয়াল যোগ? গায়িকার সঙ্গে ট্যুইটার কর্তার মিষ্টি সম্পর্কের খোঁজ নেটপাড়ায়…

নেটপাড়ায় কোনও কথাই চাপা থাকেনা। মুহূর্তে বেরিয়ে পরে পুরোনো বন্ধুত্বের খোঁজ। দুটি পুরোনো ট্যুইট নিয়েই এবার তোলপাড় নেটদুনিয়া। দুই পুরনো বন্ধুকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। নেটিজেনরা খোঁজ পেয়েছেন এই দুই ট্যুইটের। যার প্রথমটির প্রেরক পরাগ আগরওয়াল (Shreya Ghoshal Parag Agarwal)। ট্যুইটার সদ্য অভিষিক্ত সর্বময় কর্তা বা সিইও পরাগ। দ্বিতীয় ট্যুইট বার্তাটিও তাঁরই। আর এই দু’টি ট্যুইট-ই করা হয়েছে বাংলার কন্যা এবং ভারতীয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালকে (Shreya Ghoshal)।

আরও পড়ুন:  ট্যুইটারের নতুন সিইও পরাগ আগরওয়ালের বেতন একনজরে

প্রথম ট্যুইটটি করা হয়েছে ২০১০ সালের এপ্রিলে। শ্রেয়াকে  (Shreya Ghoshal Parag Agarwal) ট্যাগ করে পরাগ লিখেছেন, পাঁচটি শব্দ। ‘নিউজিল্যান্ড। এক না (একা) নয়।’ সঙ্গে একটি ঠাট্টাসূচক জিভ কাটা ইমোজি। দ্বিতীয় ট্যুইটটি তার ঠিক এক বছর এক মাস পর। ২০১১ সালের ৩০ মে। পরাগ লিখেছেন, ‘শ্রেয়া  (Shreya Ghoshal) লম্বা গাড়ির সফরে সবসময় তোকে মনে পড়ে।’ এর পর একটি হাসির ইমোজি। পরে পরাগের সংযোজন, ‘আর কী চলছে আজকাল?’

আরও পড়ুন:  ট্যুইটার থেকে ইস্তফা দিলেন জ্যাক ডর্সি, নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

শ্রেয়াকে ট্যাগ করে লেখা ওই দুই ট্যুইটের অবশ্য কোনও জবাব শ্রেয়া দেননি ট্যুইটার মাধ্যমে। তবে প্রথম বার্তাটির এক মাস পরে পরাগের টুইটারের দেওয়ালে পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকেও। ২০১০ সালের মে মাসে পরাগের জন্মদিনের পরের দিন শ্রেয়া পরাগকে  (Shreya Ghoshal Parag Agarwal) লিখেছেন, ‘শোন সবাই!! ছোটবেলার আর এক বন্ধুকে খুঁজে পেয়েছি।’ বন্ধুকে খুঁজে পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়া ট্যুইটারে পরাগের ছোট্ট পরিচয়ও দিয়েছিলেন ওই ট্যুইটে। লিখেছিলেন, ‘খাদ্যরসিক, ভ্রমণপ্রেমী… স্ট্যানফোর্ড (বিশ্ববিদ্যালয়)-এ শিক্ষিত। ওকে ফলো করুন। কাল ওর জন্মদিন ছিল। ওকে শুভেচ্ছা জানান।’

এই ট্যুইট বার্তাগুলি নিয়েই চরম উত্তেজনা ছড়িয়েছে দুই কৃতি ভারতীয়র অনুরাগীদের মধ্যে। ভক্তরা তদন্ত করে দেখেছেন, শ্রেয়া  (Shreya Ghoshal) এর আগে পরাগের ট্যুইটের জবাব না দিলেও জন্মদিনের ওই টুইটের জবাব দিয়েছিলেন ট্যুইটার কর্তা। পুরনো বন্ধুকে লিখেছিলেন, ‘আরে তুই তো বেশ প্রভাবশালী। তোর কথায় অনুগামী সংখ্যা চড়চড়িয়ে বাড়ছে। মেসেজের বন্যায় ভেসে যাচ্ছে আমার ট্যুইটার।’

প্রসঙ্গত, ২০১১ সালেই ট্যুইটারে কাজে যোগ দেন পরাগ আগরওয়াল। তারপরেও শ্রেয়ার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ থেকেছে। কখনও পরাগের ছবিতে শ্রেয়া, কখনও শ্রেয়াকে পরাগ প্রশংসাসূচক মন্তব্য উপহার দিয়েছেন। ২০১৫ সালে শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। ২০১৬ সালে পরাগ বিয়ে করেন বিনীতাকে। তারপরও যোগাযোগ রেখে গিয়েছেন। দুই পরিবারের যে নিয়মিত দেখা সাক্ষাৎও ছিল তার প্রমাণ রয়েছে ইনস্টাগ্রামের ছবিতে।

সোমবার, ট্যুইটার সিইও হিসেবে পরাগের নাম ঘোষণা করেন সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। শ্রেয়া শুভেচ্ছা জানাতে দেরি করেননি।

ট্যুইটারেই লিখেছেন, ‘অভিনন্দন পরাগ। তোমার জন্য গর্ব হচ্ছে। আমাদের জন্য এটা একটা বড় দিন। খবরটা উদযাপন করছি।’

Shreya Ghoshal: চিকিৎসক থেকে পরিবারের অংশ, স্ত্রীরোগ বিশেষজ্ঞকে ট্যুইটারে অকুণ্ঠ ধন্যবাদ শিল্পীর

কলকাতা : যখনই মনে কোনও উদ্বেগ বা উৎকণ্ঠা এসেছে, তিনি ছিলেন পাশে ৷ তিনি এখন কার্যত তাঁর পরিবারেরই অংশ ৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো-কে আপ্লুত ধন্যবাদ জানিয়েছেন শ্রেয়া ঘোষাল ৷ বলিউডের প্লেব্যাক দুনিয়ায় প্রথমসারির এই শিল্পী ট্যুইটারে লিখেছেন, ‘ চিকিৎসক কিরণ কোয়েলহোর তত্ত্বাবধানে সেবা যত্ন ভালবাসা এবং উষ্ণতায় এক অনবদ্য অভিজ্ঞতার শরিক হয়েছি ৷ অন্তঃসত্ত্বা অবস্থার প্রথম দিন থেকে দেব্যানের জন্ম পর্যন্ত এই অসাধারণ অভিজ্ঞতা বজায় ছিল’ ৷ শ্রেয়ার কথায়, চিকিৎসক কোয়েলহো সব সময় তাঁর পাশে ছিলেন ৷

গত ২২ মে পুত্রসন্তানের মা হন শ্রেয়া ৷ নতুন অতিথির আগমনের প্রায় ১২ দিন পর সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে বাকি পৃথিবীর পরিচয় করিয়ে দেন শ্রেয়া ও তাঁর স্বামী শিলাদিত্য ৷ তারকা দম্পতি জানান, তাঁরা ছেলের নাম রেখেছেন ‘দেব্যান’ ৷ নবজাতকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর দিনই শ্রেয়া সামাজিক মাধ্যমে কুর্নিশ জানালেন তাঁর চিকিসককে ৷

তার আগে, মাতৃত্বের স্বাদ পাওয়ার এক সপ্তাহ পরেই শ্রেয়া সামাজিক মাধ্যমে তাঁর সন্তানের জন্য ‘স্বাগত কেক’-এর ছবি শেয়ার করেন ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের ছবি শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লেখেন, ‘আমাদের পুত্রসন্তানের জন্য স্বাগত-কেক৷’ সাদা নীল কেক সাজানো ছিল নানারকম টপিং দিয়ে ৷ শেফ মহেক মান্দলিকের তৈরি লোভনীয় এই আমের ফ্লেভারের কেকে মজেছিল নেটিজেনদের মন ৷

দাম্পত্যের ষষ্ঠ বছরে পৌঁছে সংসারে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া ও শিলাদিত্য ৷ এক দশকের প্রেমপর্বের পর ২০১৫ সালের ৫ জানুয়ারি বাল্যবন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া ৷ গত ৪ মার্চ শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি মা হতে চলেছেন ৷ ব্যক্তিগত পরিসরকে সাধারণত আড়ালেই রাখতে ভালবাসেন খ্যাতনামী এই সঙ্গীতশিল্পী ৷ তবে অন্তঃসত্ত্বাপর্বে শ্রেয়ার ভার্চুয়াল সাধভক্ষণের ছবি জনপ্রিয় হয়েছিল নেটমাধ্যমে ৷

বিদেশের মাটিতে ‘আপকি নজরো নে সমঝা’ গানটি গেয়ে প্রশংসিত শ্রেয়া ঘোষাল

#মুম্বই:  শ্রেয়া ঘোষাল শুধু বলিউডের নয় টলিউডেরও প্রথম সারির গায়িকা। ভারতে শুধু নয় শ্রেয়া তার গানের গলার জোরে সারা বিশ্বের কাছে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। শ্রেয়ার গলায় স্বয়ং সরস্বতীর বাস। শ্রেয়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বেশ সাবলীল।

সম্প্রতি শ্রেয়া তাঁর ইসন্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি গেয়েছেন, “আপকি আখ নে সমঝা মুঝে পেয়ার কে কাবিল”। এই গানটি তিনি বিদেশের এক কলেজে গিয়ে গেয়েছিলেন। সেখানকার ছাত্ররা বাজনায় সঙ্গ দিয়েছিল শ্রেয়াকে। তাদের জ্যামিং ছিল অসাধারণ। এই ভিডিও শেয়ার করে শ্রেয়া নিজের মনের কথা লেখেন।

 

View this post on Instagram

 

Happy Valentine’s Day! A few years ago, I did an artist-in-residence visit to @berkleecollege and met these wonderful musicians. Had a blast jamming with the @berkleeindiaexchange students on many of my songs which culminated into a memorable concert. One of the songs from that evening was #AapkiNazronNeSamjha which also is one of my most favourite songs of my musical inspiration #LataMangeshkar ji. @laythsidiq (Iraq/Jordan) @vasiliskostasmusic (Greece) @girisubram (India) play with all their heart. Check it out.. A big shoutout to the @berkleeindiaexchange team @annette_philip @clintvalladares @rohithyourboat ♥️ #Repost @berkleeindiaexchange ・・・ New Video Release, perfect for Valentine’s Day! ? Watch full video of “Aap Ki Nazron Ne Samjha” in link in bio! ? — — — In 2017, the Berklee Indian Ensemble presented a landmark collaborative concert with its fifth Artist in Residence, Indian playback singer Shreya Ghoshal. The Ensemble is delighted to share an excerpt from that evening: a reimagining of the 1962 classic, “Aap Ki Nazron Ne Samjha”. Presented here with just four musicians — Ms. Ghoshal, lauto player Vasilis Kostas (Greece), violinist Layth Sidiq (Iraq/Jordan), and tabla player Giri Subramaniam (India) — this simple but soulful interpretation was performed in tribute to one of India’s most iconic voices: Lata Mangeshkar. . . . . . #berkleeindiaexchange #berkleeindianensemble #shreyaghoshal #aapkinazronnesamjha #berklee

A post shared by shreyaghoshal (@shreyaghoshal) on