কোপা আমেরিকায় মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা, ভাইরাল ভিডিও

#সাওপাওলো: দিয়েগো মারাদোনা (Diego Maradona) জীবনকে কুর্নিশ জানিয়ে এবারের কোপায় নিজেদের অভিযান শুরু করল আর্জেন্টিনা (Argentina) ৷ কোপা আমেরিকায় (Copa America) নিজেদের প্রথম ম্যাচ ছিল চিলির বিরুদ্ধে তার আদে আলোর প্রজেকশনে কুর্নিশ জানানো হল ফুটবল রাজপুত্রের জীবনকে৷

রিও ডি জেনেইরোর নিলটন স্যান্টোস স্টেডিয়ামে কোনও ফ্যান ছিলেন না মারাদোনাকে দেওয়া শ্রদ্ধার্ঘ্য দেখার জন্য৷ কিন্তু সম্প্রচারকারী সংস্থা ও সোশ্যাল হ্যান্ডেলে ফ্যানরা এই ভিডিও দেখামাত্র তা ভাইরাল হয়ে গেছে৷ ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে শুধুমাত্র একটি ট্যুইটার হ্যান্ডেল থেকেই৷ আর্জেন্টিনা ফুটবল গ্রেটকে এই সম্বর্ধনা জানান দক্ষিণ আমেরিকা সকারের পরিচলন সংস্থা CONMEBOL৷ গত বছর নভেম্বর মাসে ৬০ বছরে মারা যান মারাদোনা৷

CONMEBOL-র সোশ্যাল মিডিয়ায় ৩ মিনটের ভিডিও পোস্ট করেছে, ভিডিওটির শীর্ষক  “Live is Life”৷ এর পিছনে একটি সাউন্ড ট্র্যাক ছিল৷ মারাদোনা যখন নাপোলির জন্য ওয়ার্ম আপ করতেন তার সঙ্গে এই সাউন্ডট্র্যাকটি সম্পর্কিত৷ উয়েফা কাপ সেমিফাইনালে বায়ার্নের বিরুদ্ধে ম্যাচের আগে এটি ১৯৮৯ সালে বেজেছিল৷

অনুশীলেনের সময় মারাদোনার কিকআপ ছিল, আর যে যে দলের হয়ে তিনি খেলেছেন প্রতিটা জার্সি বদলে বদলে যাচ্ছিল মারাদোনার হলোগ্রাফিক ছবিতে৷ আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়ার্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিউওয়েলস ওল্ড বয়েস ও আর্জেন্টিনা ছিল৷

এছাড়াও মারাদোনার কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিও ছিল৷ একটি শিশু নিজের বিশ্বকাপে খেলার ইচ্ছা ব্যক্ত করছিল৷ সেখান থেকে ১৯৮৬ মেক্সিকো প্রেসিডেন্টের হাত থেকে বিশ্বকাপ নেওয়া৷ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর গোল৷

CONMEBOL একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইতিহাসের অন্যতম বড় প্লেয়ারকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি৷ ’’

গত বছর মারাদোনার মৃত্যুর পর দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি তাঁকে গ্রেটেস্ট এভার বা সর্বকালীন সেরা বলেছিল৷ এরপর ব্রাজিলেএকটি চাঞ্চল্য তৈরি হয়েছিল৷ মারাদোনাকে সকলেই ভালোবাসেন তবে ব্রাজিলে পেলেকে (Pelé ) আরও বড় মনে করা হয়৷

প্রাথমিকভাবে আর্জেন্টিনায় কোপা আমেরিকা হওয়ার কথা ছিল৷ তাই মারাদোনাকে নিয়ে এই ট্রিবিউট তৈরি হয়েছিল৷ কিন্তু করোনা ভাইরাসের (COVID-19) হঠাৎ করে সংখ্যায় প্রবল বৃদ্ধির কারণে এই খেলা ব্রাজিলে স্থানান্তরিত হয়৷ আর সেখানেই মারাদোনাকে দেখানো হয়৷

২০০১ সালে মারাদোনার একটি বোকা জুনিয়ার্সের বক্তব্য দিয়ে এই ভিডিওটি শেষ হয়েছে৷ যা তিনি লা বোমবোনেরা স্টেডিয়ামে বলেছিলেন৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘এই পার্টি যেন কখনই না শেষ হয়, এই যে ভালোবাসা এ যেন কখনই না ফুরোয়৷ ’’প্রজেকশানটি শেষ হয় মারাদোনার জন্মসাল দিয়ে কিন্তু মৃত্যু সাল দিয়ে সেটাকে শেষ না করে সেখানে দেওয়া হয়েছে ইনফিনিটি চিহ্ন৷