WTC 2021: দেশি ফ্যানরা রেগে আগুন! বৃষ্টির মধ্যে ইংল্যান্ড কেন, প্রশ্নে জেরবার আইসিসি

#নয়াদিল্লি: আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যাওয়া আর কাকে বলে, যেভাবে মিলে গেল সাদম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে৷ ইতিমধ্যেই প্রথম সেশনের খেলা ভেস্তে গেছে৷ হয়নি টসও৷ আইসিসি-র সূত্র ধরে বিসিসিআই এই তথ্য ট্যুইট করা মাত্রই নেটদুনিয়া ভরে যায় সমালোচনায়৷ ২০১৯ থেকে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর্ব শুরু হয়েছে৷ আর তার ফাইনাল এই জুন মাসে কেন ইংল্যান্ডের মতো ভ্যেনুতেরাখা হল তা নিয়েই উঠছে প্রশ্ন৷

এত বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম টেস্টে বিশ্বসেরার লড়াই আয়োজন হয়েছিল৷ আর তাকে ঘিরে আগ্রহ অনেকটাই ছিল সারা পৃথিবীর ক্রিকেটফ্যানদের মধ্যে৷ ICC World Cup 2019 -র একাধিক ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল৷

ভারতের একাধিক ক্রিকেটপ্রেমী সরাসরি আইসিসিকে প্রশ্ন করেছেন কী কারণে ইংল্যান্ডে এই সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করা হল৷ দেখে নিন ট্যুইটারে কেমন ঝড় উঠেছে৷

 

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দিকে তোপ দাগলেন ক্রিকেটপ্রেমীরা৷ নেটিজেনরা নিজেদের মতো করে সোশ্যাল প্ল্যাটফর্মেই নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ এদিকে শুধু প্রথম দিনেই যে বৃষ্টির পূর্বাভাস তা নয়, দ্বিতীয় দিন এবং পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷