Tag Archives: WTC Final

India vs England 5th Test: ধরমশালায় পঞ্চম টেস্টের আগে বড় সুখবর পেল টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইতিমধ্য়েই জয় পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। আগামী ৭ মার্চ থেকে ধরমশালায় হবে সিরিজের শেষ ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইতিমধ্য়েই জয় পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। আগামী ৭ মার্চ থেকে ধরমশালায় হবে সিরিজের শেষ ম্যাচ।
ধরমশালায়া সিরিজ ৪-১ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে পঞ্চম টেস্ট খেলতে নামার আগেই বড় সুখবর পেল রোহিত শর্মারা। যা গোটা ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও অনেকটা বাড়িয়ে দেবে।
ধরমশালায়া সিরিজ ৪-১ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে পঞ্চম টেস্ট খেলতে নামার আগেই বড় সুখবর পেল রোহিত শর্মারা। যা গোটা ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও অনেকটা বাড়িয়ে দেবে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে ১৭২ রানের বড় ব্যবধানে হারাতেই সিংহাসন দখল করল ভারত। দুইয়ে নেমে এল কিউইরা।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে ১৭২ রানের বড় ব্যবধানে হারাতেই সিংহাসন দখল করল ভারত। দুইয়ে নেমে এল কিউইরা।
বর্তমানে ৬৪.৫৮ শতাংশ জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বরে ভারতীয় দল। ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ৫৯.০৯ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
বর্তমানে ৬৪.৫৮ শতাংশ জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বরে ভারতীয় দল। ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ৫৯.০৯ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্ট জিততেই হবে ভারতীয় দলকে এক নম্বর জায়গা ধরে রাখতে হলে। সিরিজ ৪-১ করতে পারলে শীর্ষে ভারতের জায়গা আরও কিছুটা পোক্ত হবে।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্ট জিততেই হবে ভারতীয় দলকে এক নম্বর জায়গা ধরে রাখতে হলে। সিরিজ ৪-১ করতে পারলে শীর্ষে ভারতের জায়গা আরও কিছুটা পোক্ত হবে।

WTC Final 2023: আইপিএল হল কাল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিশাল ধাক্কা ভারতের

মুম্বই: আগামি ৭ জন থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত ম্যাচ। মেগা ফাইনালে এবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। কিন্তু মেগা ফাইনালের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান তারকা ব্যাটারকে পাবেন না অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে চোট পাওয়ার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। আইপিএলেও আর খেলবেন না তিনি।

গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পান কেএল রাহুল। জোরে দৌড়ে বল চেজ করতে গিয়ে চোটের কবলে পড়েন তিনি। যন্ত্রণায় দেখা যায় রাহুলকে। মাঠ ছাডেন তিনি। চোটের কারণে শুরুতে ব্যাটও করতে নামেননি কেএল রাহুল। শেষ উইকেটে নামলেও ম্যাচ তখন লখনউয়ের হাত থেকে বেরিয়ে গিয়েছে। তারউপর দৌড়ানোর ক্ষমতা ছিল না এলএসজি অধিনায়কের। ম্যাচটা হেরে যায় লখনউ। বর্তমানে মুম্বইতে রয়েছেন কেএল রাহুল চোটের চিকিৎসার জন্য।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে নিজের ছিটকে যাওয়ার কথা জানান কেএল রাহুল। পোস্টে লেখেন,”আমি খুব হতাশ। আগামী মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না। ভারতের জার্সিতে আবার খেলার জন্য যা যা করতে হবে করব। আমার এখন একটাই লক্ষ্য ভারতের জার্সিতে দ্রুত মাঠে নামা।” ভারতীয় তারকা ব্যাটারের যে ফের অ স্ত্রপচার করতে হবে ও তারপর রিহ্যাব সেই কথাও জানিয়েছেন রাহুল। গত বছরও চোটের কবলে পড়েছিলেন। সেই চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফেরেন। কিন্তু এবার ফের চোটের কবলে। এমনিতেই ফর্ম খুব একটা সাথ দিচ্ছে না, তার উপর চোট, ফলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কেএল রাহুলের।

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul? (@klrahul)

আরও পড়ুনঃ IPL 2023: ‘কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জেতেনি…’, সানরাইজার্স কোচের হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ!

আরও পড়ুন: IPL Points Table: প্লে অফে যাবে কেকেআর! হায়দরাবাদ ম্যাচের পর টানটান লড়াই আইপিএল লিগ টেবিলে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট। স্ট্যান্ডবাই: সরফরাজ খান, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি এবং মুকেশ কুমার।

WTC Final: চাদর, বালিশ নিয়ে ক্রিজে Kane Williamson, ভক্তরা ডাকলেন সোনু সুদকে

#সাউদাম্পটন: ১৭৭ বল খেলে ৪৯। বুঝতেই পারছেন, কেন উইলিয়ামসন চাদর, বালিশ নিয়েই ক্রিজে নেমেছিলেন। কিছুতেই উইকেট ছুঁড়ে দিয়ে আসবেন না। উইকেটে যেন গেঁড়ে বসেছিলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক। এমনিতেই একটানা বৃশ্টিতে টেস্ট বিশ্বকাপ ফাইনাল কার্যত বিরক্তির পর্যায় পৌঁছে গিয়েছিল। তার উপর কেন উইলিয়ামসনের বোরিং ব্যাটিং যেন দর্শকদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। এমনিতে টি-২০-র যুগে টেস্টের দর্শক সংখ্যা কমছে. তার উপর কেন উইলিয়ামসনের এমন স্লো ব্যাটিং টেস্ট ক্রিকেটকে যেন আরও পরীক্ষার মধ্যে ফেলছিল। তার উপর ভারতীয় সমর্থকদের চিন্তা। কেন বিশ্বমানের ব্যাটসম্যান। তিনি একবার উইকেটে দাঁড়িয়ে গেলে আর রক্ষে নেই। তাই শেষমেশ আর কোনও পথ না দেখে ভক্তরা ডাক দিলেন সোনু সুদকে। বলিউড অভিনেতা এখন সবার কাছেই মুশকিল আসান

সোনুর কাছে সাহায্যের আবেদন করে হতাশ হয়েছেন এমন কেউ বোধ হয় ভূ-ভারতে নেই। করোনা লকডাউন পর্বে দুঃস্থ, দরিদ্র মানুষদের মসিহা হয়েছিলেন সোনু। দেশের সাধারণ মানুষের কাছে তিনি সুপারম্যান। অবশ্য অতিমানবিক কাজই করেছেন এই বলিউড অভিনেতা। কখনও করোনা আক্রান্তকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। কখনও ভিন রাজ্যে থাকা মজদুরদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন। কখনও কাজ হারানো মানুষের বাড়িতে রেশন পৌঁছে দিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন বিনা কোনও স্বার্থে। কী করেননি তিনি এই কয়েক মাসে! তাঁর হাতে অলৌকিক কোনও ক্ষমতা রয়েছে। এমনটা ভাবা হয়তো আর ভুল হবে না। সোনু সুদ সত্যিই দেশের মানুষের কাছে এখন দেবতূল্য একজন। মানুষ হয়েও যে অতিমানবের মতো কাজ করা যায় তা দেখিয়ে দিয়েছেন তিনি।

ম্যাচের পঞ্চম দিনে ভারতীয় বোলাররা দুরন্ত পারফর্ম করেছেন। তবুও দিনের প্রথম এক ঘণ্টায় কিউয়িরা কোনও উইেট হারায়নি। শেষ পর্যন্ত শামি ও ইশান্ত মিলে নিউ জিল্যান্ড ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। একদিকে উইকেট পড়ছিল নিয়মিত। আরেকদিকে উইকেট কামড়ে পড়ে ছিলেন কেন উইলিয়ামসন। ভারতীয় পেসারদের অবলীলায় খেলে দিচ্ছিলেন তিনি। সেই সময় এক ভারতীয় সমর্থক হতাশ হয়ে সোনু সুদকে ডাকেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সোনুকে ট্যাগ করে। দাবি করেন, সোনু সুদ যেন কেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে পাঠানোর ব্যবস্থা করে দেন। সোনু পাল্টা লেখেন, ভারতীয় দলে অভিজ্ঞ বোলাররাই এই কাজটা করে দেবেন। আর তাঁর মুখের কথা বাস্তবে ফলে যেতে বেশি সময়ও লাগেনি।

WTC Final: কোমরে কেন বাঁধা এত্ত বড় তোয়ালে! মহম্মদ শামিকে নিয়ে উত্তাল ট্যুইটার

#সাউদাম্পটন: মহম্মদ শামি নিজের কোমরের নিচের দিকটা মুড়ে রেখেছেন তোয়ালে দিয়ে! ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম দিনের খেলায় ভারতীয় এই স্পিডস্টার পান ২ টি উইকেট ৷ সাউদাম্পটন (Southampton)  নিউজিল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন , ভারতীয় বোলারদের পারফরম্যান্স, কিউয়ি ব্যাটসম্যানদের ব্যাট চালানো, আর আবহাওয়ার মেজাজিপনার বাইরে যা নজর কাড়ল তা হল মহম্মদ শামির (Mohammed Shami) তোয়ালে পরা!

শামি-র প্যান্ট পরা অবস্থায় কোমর দিয়ে কেন জড়ানো তোয়ালে -এ নিয়ে বিস্তর জল্পনা চলল৷ বিশেষজ্ঞদের মতে মঙ্গলবার সাউদাম্পটনে অস্বাভাবিক ঠাণ্ডা ছিল৷ তাই নিজেকে উষ্ণ রাখতে কোমরে এভাবে তোয়ালে বেঁধেছেন বঙ্গপেসার এমনটাই মত৷ কিন্তু নেটিজেনদের কাছে এটা আলোচনার বড় খোরাক হয়ে রইল৷ রণবীর সিং আজব পোশাক পরেন আর তাই তাঁরই ওয়ার্ডোব থেকে এই পোশাক পরেছেন কিনা তাও ওঠে প্রশ্ন৷

কেউ আবার লেখেন সাউদাম্পটনের আবহাওয়ায় এই ধরণের পোশাকই পরা উচিত তাই এই নতুনত্ব পোশাক পরেছেন শামি এমনটাও বলেন৷

একাধিক মানুষ এটাকে বলিউডের (Bollywood films) সঙ্গেও তুলনা করেন৷

মহম্মদ শামি পঞ্চম দিনের প্রথম সেশনে বল হাতে আশাপ্রদ বোলিং করেছিলেন৷  রস টেলর ও বি জে ওয়াটলিংয়ের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি৷

টেলরের ক্যাচ দারুণ দক্ষতার সঙ্গে নেন শুভমান গিল৷ বিজে ওয়াটলিংয়ের উইকেটটি বোল্ড ছিল৷ বৃষ্টিবিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম ইনিংসে করা ২১৭-র পর নিউজিল্যান্ডের ইনিংস ২ উইকেটে ১০১ অবস্থায় আটকে ছিল৷ ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ নিউজিল্যান্ডের রানের মেশিনকে নিয়ন্ত্রণ করেন ম্যাচের পঞ্চম দিনে৷ এদিকে আইসিসি আগেই জানিয়েছিল এই টেস্ট চ্যাম্পিয়নশিপে রিজার্ভ ডে একটি রাখা হচ্ছে৷  আর বুধবারই সেই নির্ধারিত ষষ্ঠ দিন৷ যখন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৪৯ রানে অল আউটের জবাবে ব্যাট করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেটে ৬৪৷

WTC Final: Ind vs NZ: ফের ভিলেন বৃষ্টি, প্রথমদিনের পর বাতিল এবার চতুর্থদিনের খেলাও

wtc#সাউদাম্পটন:  ভিলেন হল বৃষ্টিই৷ প্রথম দিনের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে -র চতুর্থ দিনের খেলাও বাতিল৷ ট্যুইট করে এই কথা জানাল বিসিসিআই৷

এদিকে যখন ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার খবর সরকারিভাবে বিসিসিআই জানিয়েছে তখনও ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু মিলার ট্যুইটারে ভিডিও পোস্ট করে দেখিয়েছেন মাঠে বৃষ্টি পড়েই চলেছে৷

লাগাতার বৃষ্টি চলছেই৷ হোটেল রুম থেকে বেরোননি ভারতীয় ক্রিকেটাররা, আর কিউয়ি দল নিজেরাই প্লেয়ারদের টেবল টেনিস খেলার ছবি ট্যুইট করেছিলেন৷ তাই প্রত্যাশামতোই  প্রথম সেশনে এক বলও খেলা হল না চতুর্থদিনের খেলায়৷

এদিন নির্ধারিত সময়ে খেলা না হওয়ার পরেই নিয়ে নেওয়া হয় লাঞ্চ৷ এদিকে বৃষ্টি বন্ধ না হওয়ায় মাঠ শুকনোর জন্য সুপার সপারও নামানো যায়নি৷

 

চতুর্থদিনে কখন খেলা হবে তা বোধহয় বাংলা প্রবাদবাক্য অনুযায়ি ‘মা গঙ্গাই জানেন’- এটা বলাই ভালো৷ পাওয়া খবর অনুযায়ি সাউদাম্পটনে সারা রাত বৃষ্টি হয়েছে৷

এদিকে এখনও পরিস্থিতি বিশেষ শুধোরয়নি৷ ইতিমধ্যেই টেবল টেনিস খেলায় ব্যস্ত কিউয়ি ক্রিকেটাররা ৷

এদিকে ইংলিশ  ক্রিকেটার Andrew Miller যে ভিডিও ট্যুইট করেছেন তা দেখে ক্রিকেটপ্রেমীরা হতাশায় ডুবে যেতে বাধ্য৷

ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) -র মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final 2021)  ফাইনাল বৃষ্টি দ্বারা প্রভাবিত হবে৷ প্রবল বৃষ্টির কারণে প্রথমদিন টসও হতে পারেনি৷ দ্বিতীয় ও তৃতীয় দিনে খারাপ আলোর কারণে খেলা পুরো সময় করা যায়নি৷ চতুর্থ দিনের হিসেবে আবহাওয়া একেবারেই ভালো নয়৷ তৃতীয় দিনের খেলায় নিউজিল্যান্ডের পাল্লা ভারি৷

প্রথমে কিউয়ি বোলাররা টিম ইন্ডিয়াকে প্রথম ইনিংস ২১৭ রানে অলআউট করে দিয়েছিল৷ তৃতীয় দিনের খেলার শেষ হওয়া অবধি ২ উইকেট খুইয়ে ১০১ রান করেছিল নিউজিল্যান্ড৷ অধিনায়ক কেন উইলিয়ামসন ১২ রানে ক্রিজে রয়েছেন৷ তাঁর সঙ্গে রয়েছেন রস টেলর৷

চতুর্থদিনের ম্যাচে প্রথম ও তৃতীয় সেশনে বৃষ্টির সম্ভবনা

চতুর্থ দিন ভারতীয় বোলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷  এর আগে আবহাওয়া কেমন থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ৷ অ্যাকুওয়েদারের মতে চতুর্থ দিনে বৃষ্টির সম্ভবনা প্রবল৷ হিসেব অনুযায়ি প্রথম ও তৃতীয় সেশন বৃষ্টির কারণে ভেস্তে যাবে৷ দ্বিতীয় সেশনেও আকাশে মেঘ থাকবে৷ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল ও সন্ধ্যাবেলায়৷

কিউয়ি জোরে বোলার কাইল জেমিসন (Kyle Jamieson) ও ব্যাটসম্যাব ডেবন কনওয়ে কিউয়ি দলকে অ্যাডভানটেজ দিয়ে দেয়৷ জেমিসন নিজের অষ্টম টেস্টে পাঁচবার পাঁচ উইকেট নিলেন৷

অন্যদিকে কনওয়ে (Devon Conway) লাগাতার তৃতীয় ম্যাচে অর্ধশতক মেরেছেন৷ তৃতীয় দিনে মন্দ আলোর জন্য আধঘণ্টা আগেই খেলা শেষ করে দেওয়া হয়৷ ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে৷ দ্বিতীয় দিনে  মাত্র ৬৪.৪ ওভারের খেলা হয়েছিল৷

WTC Final: Ind vs NZ: বৃষ্টি থামছেই না, চতুর্থদিনে এক বলও না খেলে হল লাঞ্চ

#সাউদাম্পটন:  লাগাতার বৃষ্টি চলছেই৷ হোটেল রুম থেকে বেরোননি ভারতীয় ক্রিকেটাররা, আর কিউয়ি দল নিজেরাই প্লেয়ারদের টেবল টেনিস খেলার ছবি ট্যুইট করেছিলেন৷ তাই প্রত্যাশামতোই  প্রথম সেশনে এক বলও খেলা হল না চতুর্থদিনের খেলায়৷

এদিন নির্ধারিত সময়ে খেলা না হওয়ার পরেই নিয়ে নেওয়া হয় লাঞ্চ৷ এদিকে বৃষ্টি বন্ধ না হওয়ায় মাঠ শুকনোর জন্য সুপার সপারও নামানো যায়নি৷

 

চতুর্থদিনে কখন খেলা হবে তা বোধহয় বাংলা প্রবাদবাক্য অনুযায়ি ‘মা গঙ্গাই জানেন’- এটা বলাই ভালো৷ পাওয়া খবর অনুযায়ি সাউদাম্পটনে সারা রাত বৃষ্টি হয়েছে৷

এদিকে এখনও পরিস্থিতি বিশেষ শুধোরয়নি৷ ইতিমধ্যেই টেবল টেনিস খেলায় ব্যস্ত কিউয়ি ক্রিকেটাররা ৷

এদিকে ইংলিশ  ক্রিকেটার Andrew Miller যে ভিডিও ট্যুইট করেছেন তা দেখে ক্রিকেটপ্রেমীরা হতাশায় ডুবে যেতে বাধ্য৷

ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) -র মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final 2021)  ফাইনাল বৃষ্টি দ্বারা প্রভাবিত হবে৷ প্রবল বৃষ্টির কারণে প্রথমদিন টসও হতে পারেনি৷ দ্বিতীয় ও তৃতীয় দিনে খারাপ আলোর কারণে খেলা পুরো সময় করা যায়নি৷ চতুর্থ দিনের হিসেবে আবহাওয়া একেবারেই ভালো নয়৷ তৃতীয় দিনের খেলায় নিউজিল্যান্ডের পাল্লা ভারি৷

প্রথমে কিউয়ি বোলাররা টিম ইন্ডিয়াকে প্রথম ইনিংস ২১৭ রানে অলআউট করে দিয়েছিল৷ তৃতীয় দিনের খেলার শেষ হওয়া অবধি ২ উইকেট খুইয়ে ১০১ রান করেছিল নিউজিল্যান্ড৷ অধিনায়ক কেন উইলিয়ামসন ১২ রানে ক্রিজে রয়েছেন৷ তাঁর সঙ্গে রয়েছেন রস টেলর৷

চতুর্থদিনের ম্যাচে প্রথম ও তৃতীয় সেশনে বৃষ্টির সম্ভবনা

চতুর্থ দিন ভারতীয় বোলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷  এর আগে আবহাওয়া কেমন থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ৷ অ্যাকুওয়েদারের মতে চতুর্থ দিনে বৃষ্টির সম্ভবনা প্রবল৷ হিসেব অনুযায়ি প্রথম ও তৃতীয় সেশন বৃষ্টির কারণে ভেস্তে যাবে৷ দ্বিতীয় সেশনেও আকাশে মেঘ থাকবে৷ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল ও সন্ধ্যাবেলায়৷

কিউয়ি জোরে বোলার কাইল জেমিসন (Kyle Jamieson) ও ব্যাটসম্যাব ডেবন কনওয়ে কিউয়ি দলকে অ্যাডভানটেজ দিয়ে দেয়৷ জেমিসন নিজের অষ্টম টেস্টে পাঁচবার পাঁচ উইকেট নিলেন৷

অন্যদিকে কনওয়ে (Devon Conway) লাগাতার তৃতীয় ম্যাচে অর্ধশতক মেরেছেন৷ তৃতীয় দিনে মন্দ আলোর জন্য আধঘণ্টা আগেই খেলা শেষ করে দেওয়া হয়৷ ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে৷ দ্বিতীয় দিনে  মাত্র ৬৪.৪ ওভারের খেলা হয়েছিল৷

WTC Final: আকাশ ঢাকা কালো মেঘে, টেবলটেনিসে ব্যস্ত কিউয়ি ক্রিকেটারার, ম্যাচের কি হবে

#সাউদাম্পটন:  চতুর্থদিনে কখন খেলা হবে তা বোধহয় বাংলা প্রবাদবাক্য অনুযায়ি ‘মা গঙ্গাই জানেন’- এটা বলাই ভালো৷ পাওয়া খবর অনুযায়ি সাউদাম্পটনে সারা রাত বৃষ্টি হয়েছে৷

এদিকে এখনও পরিস্থিতি বিশেষ শুধোরয়নি৷ ইতিমধ্যেই টেবল টেনিস খেলায় ব্যস্ত কিউয়ি ক্রিকেটাররা ৷

এদিকে ইংলিশ  ক্রিকেটার Andrew Miller যে ভিডিও ট্যুইট করেছেন তা দেখে ক্রিকেটপ্রেমীরা হতাশায় ডুবে যেতে বাধ্য৷

ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) -র মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final 2021)  ফাইনাল বৃষ্টি দ্বারা প্রভাবিত হবে৷ প্রবল বৃষ্টির কারণে প্রথমদিন টসও হতে পারেনি৷ দ্বিতীয় ও তৃতীয় দিনে খারাপ আলোর কারণে খেলা পুরো সময় করা যায়নি৷ চতুর্থ দিনের হিসেবে আবহাওয়া একেবারেই ভালো নয়৷ তৃতীয় দিনের খেলায় নিউজিল্যান্ডের পাল্লা ভারি৷

প্রথমে কিউয়ি বোলাররা টিম ইন্ডিয়াকে প্রথম ইনিংস ২১৭ রানে অলআউট করে দিয়েছিল৷ তৃতীয় দিনের খেলার শেষ হওয়া অবধি ২ উইকেট খুইয়ে ১০১ রান করেছিল নিউজিল্যান্ড৷ অধিনায়ক কেন উইলিয়ামসন ১২ রানে ক্রিজে রয়েছেন৷ তাঁর সঙ্গে রয়েছেন রস টেলর৷

চতুর্থদিনের ম্যাচে প্রথম ও তৃতীয় সেশনে বৃষ্টির সম্ভবনা

চতুর্থ দিন ভারতীয় বোলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷  এর আগে আবহাওয়া কেমন থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ৷ অ্যাকুওয়েদারের মতে চতুর্থ দিনে বৃষ্টির সম্ভবনা প্রবল৷ হিসেব অনুযায়ি প্রথম ও তৃতীয় সেশন বৃষ্টির কারণে ভেস্তে যাবে৷ দ্বিতীয় সেশনেও আকাশে মেঘ থাকবে৷ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল ও সন্ধ্যাবেলায়৷

কিউয়ি জোরে বোলার কাইল জেমিসন (Kyle Jamieson) ও ব্যাটসম্যাব ডেবন কনওয়ে কিউয়ি দলকে অ্যাডভানটেজ দিয়ে দেয়৷ জেমিসন নিজের অষ্টম টেস্টে পাঁচবার পাঁচ উইকেট নিলেন৷

অন্যদিকে কনওয়ে (Devon Conway) লাগাতার তৃতীয় ম্যাচে অর্ধশতক মেরেছেন৷ তৃতীয় দিনে মন্দ আলোর জন্য আধঘণ্টা আগেই খেলা শেষ করে দেওয়া হয়৷ ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে৷ দ্বিতীয় দিনে  মাত্র ৬৪.৪ ওভারের খেলা হয়েছিল৷

WTC Final: Ind vs NZ: চতুর্থ দিনে ফের আকাশ জোড়া মেঘ-বৃষ্টি, বারেবারে বৃষ্টির সম্ভবনা

#সাউদাম্পটন: ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) -র মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final 2021)  ফাইনাল বৃষ্টি দ্বারা প্রভাবিত হবে৷ প্রবল বৃষ্টির কারণে প্রথমদিন টসও হতে পারেনি৷ দ্বিতীয় ও তৃতীয় দিনে খারাপ আলোর কারণে খেলা পুরো সময় করা যায়নি৷ চতুর্থ দিনের হিসেবে আবহাওয়া একেবারেই ভালো নয়৷ তৃতীয় দিনের খেলায় নিউজিল্যান্ডের পাল্লা ভারি৷

প্রথমে কিউয়ি বোলাররা টিম ইন্ডিয়াকে প্রথম ইনিংস ২১৭ রানে অলআউট করে দিয়েছিল৷ তৃতীয় দিনের খেলার শেষ হওয়া অবধি ২ উইকেট খুইয়ে ১০১ রান করেছিল নিউজিল্যান্ড৷ অধিনায়ক কেন উইলিয়ামসন ১২ রানে ক্রিজে রয়েছেন৷ তাঁর সঙ্গে রয়েছেন রস টেলর৷

চতুর্থদিনের ম্যাচে প্রথম ও তৃতীয় সেশনে বৃষ্টির সম্ভবনা

চতুর্থ দিন ভারতীয় বোলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷  এর আগে আবহাওয়া কেমন থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ৷ অ্যাকুওয়েদারের মতে চতুর্থ দিনে বৃষ্টির সম্ভবনা প্রবল৷ হিসেব অনুযায়ি প্রথম ও তৃতীয় সেশন বৃষ্টির কারণে ভেস্তে যাবে৷ দ্বিতীয় সেশনেও আকাশে মেঘ থাকবে৷ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল ও সন্ধ্যাবেলায়৷

কিউয়ি জোরে বোলার কাইল জেমিসন (Kyle Jamieson) ও ব্যাটসম্যাব ডেবন কনওয়ে কিউয়ি দলকে অ্যাডভানটেজ দিয়ে দেয়৷ জেমিসন নিজের অষ্টম টেস্টে পাঁচবার পাঁচ উইকেট নিলেন৷

অন্যদিকে কনওয়ে (Devon Conway) লাগাতার তৃতীয় ম্যাচে অর্ধশতক মেরেছেন৷ তৃতীয় দিনে মন্দ আলোর জন্য আধঘণ্টা আগেই খেলা শেষ করে দেওয়া হয়৷ ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে৷ দ্বিতীয় দিনে  মাত্র ৬৪.৪ ওভারের খেলা হয়েছিল৷

WTC Final: Ind vs NZ: দ্বিতীয় দিনে ভিলেন মন্দ আলো! বারে বারে বন্ধ খেলা, দিনের শেষে স্কোর ১৪৬/৩

#সাউদাম্পটন: প্রথমদিনে সারাদিন জুড়ে বৃষ্টি৷  আর দ্বিতীয় দিনে বারেবারে আলো কমে যাওয়া৷ চা বিরতির আগে থেকে প্রথম মন্দ আলোর বিষয় শুরু হয়৷ মন্দ আলোর জন্য এদিন নির্ধারিত সময়ের আগেই চা বিরতি নিল৷ প্রথমে ৫৫.৩ ওভারে, তারপর ৫৮.৪ ওভার, ৬৪.৪ ওভারে খেলা বন্ধ হয়৷ ৬৪.৪ ওভারে ১৪৬/৩ রান অবস্থায় ক্ষান্ত  হয় ইনিংস৷  ক্রিজে রয়েছেন বিরাট কোহলি তিনি ৪৪ রানে রয়েছেন, ১২৪ বলে একটি মাত্র চার মেরেছেন অধিনায়ক কোহলি৷ তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে৷ তিনি ৭৯ বলে ২৯ করেছেন তিনি মেরেছেন চারটি চার৷ প্রথম উইকেটে পঞ্চাশ রানের পার্টনারশিপের পর কোহলি ও রাহানের জুটিতেও পার ৫০ রান৷

এদিন ৫৫.৩ ওভারে ৩ উইকেটে ১২০ রান করেন৷ বিরাট কোহলি ব্যাট করছেন ৩৫ রানে আর অজিঙ্ক রাহানে ব্যাট করেছেন ১৩ রানে৷

নিজের স্বভাবসিদ্ধ ঢঙেই বহাল চেতেশ্বর পূজারা৷ ৫৪ বল খেলে মাত্র ৮ টি রান দলের স্কোরবোর্ডে অবদান রেখে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷ ট্রেন্ট বোল্টের বলে এলবিডাব্লু হন তিনি৷ প্রথম সেশনের ধাক্কা কার্যত যেখানে ক্রিকেটাররা কাটিয়ে দিয়েছিলেন সেখানে হঠাৎই লাঞ্চের আগে  ও পরে সফল কিউয়ি বোলাররা৷ New Zealand -র বিরুদ্ধে শর্ট বল খেলতে আগেও অসুবিধা হয়েছিল পূজারার , তাঁর স্ট্রাইকরেট নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার তবুও বিশ্বস্ত এই টপ অর্ডার ব্যাটসম্যানের ওপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু এদিন তিনি বেশ কিছু বল টিকে গেলেও রান করতে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না তার আট রানে রয়েছে দুটি চার৷

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে -র প্রথম দিন ভেস্তে যাওয়ার দ্বিতীয় দিনে প্রথম সেশন খেলা হল নির্বিঘ্নেই৷ লাঞ্চের আগে ভারতের স্কোর ৬৯/২৷ ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা৷

রোহিত শর্মা আউট হতেই প্যাভিলিয়নে ফিরলেন অন্য ওপেনার শুভমান গিলও৷ সিনিয়র রোহিত আউট হওয়ার পর দলের রান এক মাত্র বাড়তেই তিনি ওয়াগনারের বলে স্লিপে থাকা ওয়েটিং হাতে ধরা দেয়৷ গিলের রান ৬৪ বলে ২৮ রান৷

 মেঘাচ্ছন্ন আকাশ , আর্দ্র আবহাওয়া টসে জিতে যান কেন উইলিয়ামসন (Kane Williamson)৷ মহা গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন৷ ফলে টসে (Toss) হেরে ব্যাট করতে নামবেন বিরাট এন্ড কোং (Virat Kohli)৷ আবহাওয়ার পরিস্থিতি থেকে ফায়দা তুলতেই ভারতীয় দলকে ব্যাটিং করতে ডাকলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷

এদিন অবশ্য শুরুটা মন্দ করেননি দুই ভারতীয় ওপেনার৷ কিউয়ি জোরে বোলারদের দক্ষ বোলিংকে জবাব দিয়ে রোহিত শর্মা ও শুভমান গিল৫০ রানের পার্টনারশিপ করেন৷ তবে এরপরেই রোহিত প্যাভিলিয়নে ফেরেন ৷ ৬৮ বলে ৩৪ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৬ টি চার দিয়ে৷

সকাল থেকে সাউদাম্পটনের আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে খানিকটা মেঘে ঢেকেছে সূর্য তবে সুখবর এখনও অবধি বৃষ্টির লেশমাত্র নেই৷ এদিকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকায় পিচের ওপর থেকেও কভার সরে গিয়েছে৷ এখনও সামাণ্য ঘাস রয়েছে পিচের ওপর ,তবে সুনীল গাভাসকরের মতে আগের থেকে ঘাস অনেকটাই কম৷ যদি এই পিচ থাকে আর সূর্য ওঠে ঠিকঠাক তাহলে ম্যাচের ৩ ও ৪ নম্বর দিনে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারবেন৷

আবহাওয়া দফতরের ঘোষণায় এল খানিকটা সুখবর৷ Southampton ফাইনাল খেলা নিয়ে সকলে প্রতীক্ষায়৷ প্রথম দিনে এক বল তো খেলাই হয়নি এমনকি টসও হয়নি৷ কিন্তু দ্বিতীয় দিনে খানিকটা আশার বাণী শোনাল আবহাওয়া দফতর কিন্তু অ্যাকুওয়েদারের পূর্বভাস অনুযায়ি দ্বিতীয় দিনেও ৭০ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

স্থানীয় সময় তিনটের সময় বৃষ্টির সম্ভবনা যথেষ্ট জোরালো, পাশাপাশি সন্ধ্যে থেকে রাত পর্যায়ক্রমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

সকালের দিকে প্রথম সেশনটি বৃষ্টিহীণ রয়েছে৷ আর শনিবার সকাল থেকে বৃষ্টিহীণ ও সূর্য উঠেছে যা দেখে খানিকটা আশায় বুক বেঁধেছে৷

এদিকে এর আগে এক বল তো দূরের কথা, টসও হল ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপের৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠ পরিদর্শনে নামার কথা ছিল আম্পায়রদের কিন্তু তার আগেই ফের ঝিরঝিরে বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল৷

WTC FInal: Ind vs NZ: মন্দ আলোয় আগেভাগেই চা বিরতি, ৫৫.৩ ওভারে থামল খেলা

#সাউদাম্পটন: মন্দ আলোর জন্য এদিন নির্ধারিত সময়ের আগেই চা বিরতি নিল৷ এদিন ৫৫.৩ ওভারে ৩ উইকেটে ১২০ রান করেন৷ বিরাট কোহলি ব্যাট করছেন ৩৫ রানে আর অজিঙ্ক রাহানে ব্যাট করেছেন ১৩ রানে৷

নিজের স্বভাবসিদ্ধ ঢঙেই বহাল চেতেশ্বর পূজারা৷ ৫৪ বল খেলে মাত্র ৮ টি রান দলের স্কোরবোর্ডে অবদান রেখে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷ ট্রেন্ট বোল্টের বলে এলবিডাব্লু হন তিনি৷ প্রথম সেশনের ধাক্কা কার্যত যেখানে ক্রিকেটাররা কাটিয়ে দিয়েছিলেন সেখানে হঠাৎই লাঞ্চের আগে  ও পরে সফল কিউয়ি বোলাররা৷ New Zealand -র বিরুদ্ধে শর্ট বল খেলতে আগেও অসুবিধা হয়েছিল পূজারার , তাঁর স্ট্রাইকরেট নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার তবুও বিশ্বস্ত এই টপ অর্ডার ব্যাটসম্যানের ওপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু এদিন তিনি বেশ কিছু বল টিকে গেলেও রান করতে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না তার আট রানে রয়েছে দুটি চার৷

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে -র প্রথম দিন ভেস্তে যাওয়ার দ্বিতীয় দিনে প্রথম সেশন খেলা হল নির্বিঘ্নেই৷ লাঞ্চের আগে ভারতের স্কোর ৬৯/২৷ ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা৷

রোহিত শর্মা আউট হতেই প্যাভিলিয়নে ফিরলেন অন্য ওপেনার শুভমান গিলও৷ সিনিয়র রোহিত আউট হওয়ার পর দলের রান এক মাত্র বাড়তেই তিনি ওয়াগনারের বলে স্লিপে থাকা ওয়েটিং হাতে ধরা দেয়৷ গিলের রান ৬৪ বলে ২৮ রান৷

 মেঘাচ্ছন্ন আকাশ , আর্দ্র আবহাওয়া টসে জিতে যান কেন উইলিয়ামসন (Kane Williamson)৷ মহা গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন৷ ফলে টসে (Toss) হেরে ব্যাট করতে নামবেন বিরাট এন্ড কোং (Virat Kohli)৷ আবহাওয়ার পরিস্থিতি থেকে ফায়দা তুলতেই ভারতীয় দলকে ব্যাটিং করতে ডাকলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷

এদিন অবশ্য শুরুটা মন্দ করেননি দুই ভারতীয় ওপেনার৷ কিউয়ি জোরে বোলারদের দক্ষ বোলিংকে জবাব দিয়ে রোহিত শর্মা ও শুভমান গিল৫০ রানের পার্টনারশিপ করেন৷ তবে এরপরেই রোহিত প্যাভিলিয়নে ফেরেন ৷ ৬৮ বলে ৩৪ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৬ টি চার দিয়ে৷

সকাল থেকে সাউদাম্পটনের আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে খানিকটা মেঘে ঢেকেছে সূর্য তবে সুখবর এখনও অবধি বৃষ্টির লেশমাত্র নেই৷ এদিকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকায় পিচের ওপর থেকেও কভার সরে গিয়েছে৷ এখনও সামাণ্য ঘাস রয়েছে পিচের ওপর ,তবে সুনীল গাভাসকরের মতে আগের থেকে ঘাস অনেকটাই কম৷ যদি এই পিচ থাকে আর সূর্য ওঠে ঠিকঠাক তাহলে ম্যাচের ৩ ও ৪ নম্বর দিনে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারবেন৷

আবহাওয়া দফতরের ঘোষণায় এল খানিকটা সুখবর৷ Southampton ফাইনাল খেলা নিয়ে সকলে প্রতীক্ষায়৷ প্রথম দিনে এক বল তো খেলাই হয়নি এমনকি টসও হয়নি৷ কিন্তু দ্বিতীয় দিনে খানিকটা আশার বাণী শোনাল আবহাওয়া দফতর কিন্তু অ্যাকুওয়েদারের পূর্বভাস অনুযায়ি দ্বিতীয় দিনেও ৭০ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

স্থানীয় সময় তিনটের সময় বৃষ্টির সম্ভবনা যথেষ্ট জোরালো, পাশাপাশি সন্ধ্যে থেকে রাত পর্যায়ক্রমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

সকালের দিকে প্রথম সেশনটি বৃষ্টিহীণ রয়েছে৷ আর শনিবার সকাল থেকে বৃষ্টিহীণ ও সূর্য উঠেছে যা দেখে খানিকটা আশায় বুক বেঁধেছে৷

এদিকে এর আগে এক বল তো দূরের কথা, টসও হল ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপের৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠ পরিদর্শনে নামার কথা ছিল আম্পায়রদের কিন্তু তার আগেই ফের ঝিরঝিরে বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল৷