WTC Final: Ind vs NZ: দ্বিতীয় দিনে ভিলেন মন্দ আলো! বারে বারে বন্ধ খেলা, দিনের শেষে স্কোর ১৪৬/৩

#সাউদাম্পটন: প্রথমদিনে সারাদিন জুড়ে বৃষ্টি৷  আর দ্বিতীয় দিনে বারেবারে আলো কমে যাওয়া৷ চা বিরতির আগে থেকে প্রথম মন্দ আলোর বিষয় শুরু হয়৷ মন্দ আলোর জন্য এদিন নির্ধারিত সময়ের আগেই চা বিরতি নিল৷ প্রথমে ৫৫.৩ ওভারে, তারপর ৫৮.৪ ওভার, ৬৪.৪ ওভারে খেলা বন্ধ হয়৷ ৬৪.৪ ওভারে ১৪৬/৩ রান অবস্থায় ক্ষান্ত  হয় ইনিংস৷  ক্রিজে রয়েছেন বিরাট কোহলি তিনি ৪৪ রানে রয়েছেন, ১২৪ বলে একটি মাত্র চার মেরেছেন অধিনায়ক কোহলি৷ তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে৷ তিনি ৭৯ বলে ২৯ করেছেন তিনি মেরেছেন চারটি চার৷ প্রথম উইকেটে পঞ্চাশ রানের পার্টনারশিপের পর কোহলি ও রাহানের জুটিতেও পার ৫০ রান৷

এদিন ৫৫.৩ ওভারে ৩ উইকেটে ১২০ রান করেন৷ বিরাট কোহলি ব্যাট করছেন ৩৫ রানে আর অজিঙ্ক রাহানে ব্যাট করেছেন ১৩ রানে৷

নিজের স্বভাবসিদ্ধ ঢঙেই বহাল চেতেশ্বর পূজারা৷ ৫৪ বল খেলে মাত্র ৮ টি রান দলের স্কোরবোর্ডে অবদান রেখে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷ ট্রেন্ট বোল্টের বলে এলবিডাব্লু হন তিনি৷ প্রথম সেশনের ধাক্কা কার্যত যেখানে ক্রিকেটাররা কাটিয়ে দিয়েছিলেন সেখানে হঠাৎই লাঞ্চের আগে  ও পরে সফল কিউয়ি বোলাররা৷ New Zealand -র বিরুদ্ধে শর্ট বল খেলতে আগেও অসুবিধা হয়েছিল পূজারার , তাঁর স্ট্রাইকরেট নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার তবুও বিশ্বস্ত এই টপ অর্ডার ব্যাটসম্যানের ওপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু এদিন তিনি বেশ কিছু বল টিকে গেলেও রান করতে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না তার আট রানে রয়েছে দুটি চার৷

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে -র প্রথম দিন ভেস্তে যাওয়ার দ্বিতীয় দিনে প্রথম সেশন খেলা হল নির্বিঘ্নেই৷ লাঞ্চের আগে ভারতের স্কোর ৬৯/২৷ ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা৷

রোহিত শর্মা আউট হতেই প্যাভিলিয়নে ফিরলেন অন্য ওপেনার শুভমান গিলও৷ সিনিয়র রোহিত আউট হওয়ার পর দলের রান এক মাত্র বাড়তেই তিনি ওয়াগনারের বলে স্লিপে থাকা ওয়েটিং হাতে ধরা দেয়৷ গিলের রান ৬৪ বলে ২৮ রান৷

 মেঘাচ্ছন্ন আকাশ , আর্দ্র আবহাওয়া টসে জিতে যান কেন উইলিয়ামসন (Kane Williamson)৷ মহা গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন৷ ফলে টসে (Toss) হেরে ব্যাট করতে নামবেন বিরাট এন্ড কোং (Virat Kohli)৷ আবহাওয়ার পরিস্থিতি থেকে ফায়দা তুলতেই ভারতীয় দলকে ব্যাটিং করতে ডাকলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷

এদিন অবশ্য শুরুটা মন্দ করেননি দুই ভারতীয় ওপেনার৷ কিউয়ি জোরে বোলারদের দক্ষ বোলিংকে জবাব দিয়ে রোহিত শর্মা ও শুভমান গিল৫০ রানের পার্টনারশিপ করেন৷ তবে এরপরেই রোহিত প্যাভিলিয়নে ফেরেন ৷ ৬৮ বলে ৩৪ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৬ টি চার দিয়ে৷

সকাল থেকে সাউদাম্পটনের আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে খানিকটা মেঘে ঢেকেছে সূর্য তবে সুখবর এখনও অবধি বৃষ্টির লেশমাত্র নেই৷ এদিকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকায় পিচের ওপর থেকেও কভার সরে গিয়েছে৷ এখনও সামাণ্য ঘাস রয়েছে পিচের ওপর ,তবে সুনীল গাভাসকরের মতে আগের থেকে ঘাস অনেকটাই কম৷ যদি এই পিচ থাকে আর সূর্য ওঠে ঠিকঠাক তাহলে ম্যাচের ৩ ও ৪ নম্বর দিনে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারবেন৷

আবহাওয়া দফতরের ঘোষণায় এল খানিকটা সুখবর৷ Southampton ফাইনাল খেলা নিয়ে সকলে প্রতীক্ষায়৷ প্রথম দিনে এক বল তো খেলাই হয়নি এমনকি টসও হয়নি৷ কিন্তু দ্বিতীয় দিনে খানিকটা আশার বাণী শোনাল আবহাওয়া দফতর কিন্তু অ্যাকুওয়েদারের পূর্বভাস অনুযায়ি দ্বিতীয় দিনেও ৭০ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

স্থানীয় সময় তিনটের সময় বৃষ্টির সম্ভবনা যথেষ্ট জোরালো, পাশাপাশি সন্ধ্যে থেকে রাত পর্যায়ক্রমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

সকালের দিকে প্রথম সেশনটি বৃষ্টিহীণ রয়েছে৷ আর শনিবার সকাল থেকে বৃষ্টিহীণ ও সূর্য উঠেছে যা দেখে খানিকটা আশায় বুক বেঁধেছে৷

এদিকে এর আগে এক বল তো দূরের কথা, টসও হল ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপের৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠ পরিদর্শনে নামার কথা ছিল আম্পায়রদের কিন্তু তার আগেই ফের ঝিরঝিরে বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল৷