MS Dhoni Birthday: সৌরভ থেকে বিরাট, রায়না থেকে ইশান্ত শুভেচ্ছার জোয়ারে ৪০ হলেন ধোনি

#কলকাতা: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৪০ ৷ বুধবার তাঁর জন্মদিন উপলক্ষ্যেনানা জায়গা থেকে শুভেচ্ছার ঢল নামে৷ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)  সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , ‘‘হ্যাপি বার্থডে স্কিপ’’- অর্থাৎ শুভ জন্মদিন স্কিপার (অধিনায়ক)৷ তিনি ২০১১ বিশ্বকাপ ফাইনালের (2011 World Cup final) ছবি দিয়ে এই শুভেচ্ছা জানিয়েছেন৷

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (Board of Control for Cricket) ট্যুইটারে প্রাক্তন অধিনায়ককে লেজেন্ড ও ইন্সপিরেশন বলা হয়েছে৷

ভারতের তারকা প্রাক্তন অলরাউন্ডার ও ধোনির অভিন্ন হৃদয় বন্ধু সুরেশ রায়না (Suresh Raina)  একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনিও ট্যুইট করেছেন মাহির জন্মদিনে৷

ভারতীয় পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma) ধোনির অধিনায়কত্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন৷ ধোনির জন্মদিনে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন৷

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif) , সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)  শুভেচ্ছা  জানিয়েছেন৷ দাদা নিজের বার্তায় বলেছেন ধোনি জয়কে অভ্যাস করে দিচ্ছেন৷

ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান বাংলাদেশের বিরুদ্ধে ২০০৪ সালে৷ ১৬ বছরের লম্বা কেরিয়ারে ৫৩৮ টি ম্যাচ খেলেছেন সব ফর্ম্যাট মিলিয়ে৷

ধোনি ৩৫০ টি একদিনের ম্যাচ (One-Day Internationals), ৯০ টি টেস্ট (Tests), ও ৯৮ টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন ভারতের জার্সিতে৷ তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯ সালে জুলাই মাসে৷ ভারতের জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরেছিল ভারতীয় ক্রিকেট দল৷