১৬ বছর বাদেও কমেনি ব্যাটের ধার, মহিলা র‍্যাঙ্কিংয়ে ফের এক নম্বর মিতালি, শুভেচ্ছা বিসিসিআইয়ের

#মুম্বই: ভারতের ক্রিকেট অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) মহিলা ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ( ODI rankings ) ফিরে পেলেন৷ তিন বছর পরে ফের এক নম্বর ভারতের মিতালি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ ভারতীয় মহিলা দল হারলেও অধিনায়ক মিতালির ব্যাট ছিল খাপ খোলা তলোয়ার৷ এই সিরিজের প্রতিটি ম্যাচেই অর্ধশতরান করেন৷ ৩৮ বছরের মিতালি ছিলেন দুরন্ত ফর্মে৷ প্রথম দুটি ম্যাচে তিনি যথাক্রমে ৭২ ও ৫৯ রান করেছিলেন৷ পাশাপাশি শেষ ম্যাচ যেটায় ভারত ৪ উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল তাতে মিতালি করেছিলেন অপরাজিত ৭৫ রান৷ এই ধামাকা পারফরম্যান্সের সূত্র ধরেই তিনি এক লাফে চার ধাপ উঠে এক নম্বর জায়গা ফিরে পেলেন৷ ২০১৮-র ফেব্রুয়ারি মাসে তিনি শেষবার এক নম্বর ছিলেন৷

২০০৫ -র এপ্রিল মাসে তিনি প্রথমবার তিনি মহিলা ক্রিকেট ক্রমতালিকার এক নম্বরে আসেন৷ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৯১ রান করেছিলেন তিনি৷ পোচেস্ত্রুমে সেই পারফরম্যান্সের পর ১৬ বছর আবার নিজের এক নম্বর জায়গায় ফিরে যাওয়ার ক্ষমতা রাখা যায়- তা প্রমাণ করলেন মিতালি৷

১৯৮৪ সালে প্রথমবার মহিলা ক্রিকেট  র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছিলেন ইংল্যান্ডের জেনেট ব্রিটিন৷ তিনি শেষ বার এক নম্বর হয়েছিলেন ১৯৯৫ তে৷ অন্যদিকে নিউজিল্যান্ডের ডেবি হকলি প্রথমবার ১৯৮৭ তে এক নম্বর হওয়ার ১৯৯৭ তে ফের ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছিলেন৷ তবে মিতালি আরও বেশি সময় ধরে ফিটনেস , স্কিল ধরে রেখেছেন মহিলা র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়াটা সেই ঘটনাতে ফের সিলমোহর দিল৷

এদিকে ভারতের ধামাকাদার ওপেনার শেফালি ভর্মা (Shafali Verma) ১৯ বলে ৪৪ করে ক্রমতালিকায় ৪৯ ধাপ উঠে এলেন৷ তিনি হলেন ৭১ ৷এদিকে অভিজ্ঞ বঙ্গপেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) উঠে এলেন চার ধাপ৷ তিনি রয়েছেন ৫৩ নম্বরে৷

অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma) এক ধাপ উঠে ১২ তে শেষ করলেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৷ শেষ ম্যাচে তিনি ৪৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন৷